ETV Bharat / sports

WPL 2023: শেফালি-ল্যানিংয়ের হাফসেঞ্চুরিতে 223 রান তুলল দিল্লি ক্যাপিটালস

উইমেন্স প্রিমিয়র লিগে (WPL 2023) শুরু দুর্দান্ত করল দিল্লি ক্যাপিটালস উইমেন ৷ আরসিবি উইমেন এর বিরুদ্ধে দু’শোর বেশি রান তুলেছে তারা ৷ যেখানে 162 রানের ওপেনিং পার্টনারশিপ করলেন ক্যাপ্টেন মেগ ল্যানিং এবং শেফালি বর্মা ৷

WPL 2023 ETV BHARAT
WPL 2023
author img

By

Published : Mar 5, 2023, 5:52 PM IST

মুম্বই, 5 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগে নিজেদের প্রথম ম্যাচে রানের পাহাড়ে দিল্লি ক্যাপিটালস উইমেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 2 উইকেটে 223 রান তুলল মেগ ল্যানিংয়ের দল (Delhi Capitals Women Get Mammoth 223 Runs) ৷ ল্যানিং'য়ের ব্যাট থেকে এল ক্যাপ্টেন সুলভ (43 বলে 72 রান) ইনিংস খেললেন ৷ আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শেফালি বর্মা (45 বলে 84 রান) ৷ দু’জনে মিলে 14.3 ওভারে 162 রানের ওপেনিং পার্টনারশিপ করেন ৷ পঞ্চদশ ওভারেই শেফালি আউট হন ৷ আরসিবি'র হয়ে একমাত্র সফল বোলার হিথার নাইট ৷ তিনিই ল্যানিং এবং শেফালির উইকেট নেন ৷

এদিন টস জিতে আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ প্রথম ওভারে রেণুকা সিং ঠাকুর ঠিকঠাক শুরু করলেও, এরপর থেকে আরসিবি বোলারদের উপর আক্রমণ শুরু করেন ক্যাপিটালসের দুই ওপেনার ৷ বিশেষত মেগান স্কাটকে এক তাঁর দ্বিতীয় ওভারে 21 রান নেন শেফালি এবং ল্যাননিং ৷ সেখান থেকেই ছন্দ হারায় পুরো আরসিবি দল ৷ পাওয়ার প্লে-তে 57 রান তোলে দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা ৷ এরপর যে বোলারই এসেছেন, তাঁদের প্রত্যেকের বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন দু’জনে ৷

আরও পড়ুন: 4 উইকেট নিয়ে রাতারাতি তারকা বাংলার সাইকা, বড় জয় দিয়ে অভিযান শুরু মুম্বইয়ের

একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই দু’জনে সেঞ্চুরি করে ফেলবেন ৷ কিন্তু, হিথার নাইট প্রথমে মেগ ল্যানিং এবং ওই ওভারেই শেফালিকে আউট করেন ৷ কিন্তু, তার পরেও দিল্লি ক্যাপিটালস উইমেনকে 223 রান করা থেকে আটকাতে পারেননি স্মৃতি মন্ধনারা ৷ ম্যারিজেন ক্যাপ এবং জেমাইমা রদ্রিগেজের বিধ্বংসী ব্যাটিং দিল্লিকে 200 রানের গণ্ডি শুধু পার করায়নি, 223 রানের বিশাল স্কোরে পৌঁছে দিয়েছে ৷ যে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণে যেতে হবে স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন, হিথার নাইট, এলিস পেরি এবং রিচা ঘোষদের ৷ যদিও আরসিবি'র ব্যাটিং অর্ডারের যা গভীরতা, তাতে এই রান তাড়া করে জেতার ক্ষমতা রয়েছে; যদিও সেটা সহজ নয় মোটেই ৷

মুম্বই, 5 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগে নিজেদের প্রথম ম্যাচে রানের পাহাড়ে দিল্লি ক্যাপিটালস উইমেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 2 উইকেটে 223 রান তুলল মেগ ল্যানিংয়ের দল (Delhi Capitals Women Get Mammoth 223 Runs) ৷ ল্যানিং'য়ের ব্যাট থেকে এল ক্যাপ্টেন সুলভ (43 বলে 72 রান) ইনিংস খেললেন ৷ আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শেফালি বর্মা (45 বলে 84 রান) ৷ দু’জনে মিলে 14.3 ওভারে 162 রানের ওপেনিং পার্টনারশিপ করেন ৷ পঞ্চদশ ওভারেই শেফালি আউট হন ৷ আরসিবি'র হয়ে একমাত্র সফল বোলার হিথার নাইট ৷ তিনিই ল্যানিং এবং শেফালির উইকেট নেন ৷

এদিন টস জিতে আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ প্রথম ওভারে রেণুকা সিং ঠাকুর ঠিকঠাক শুরু করলেও, এরপর থেকে আরসিবি বোলারদের উপর আক্রমণ শুরু করেন ক্যাপিটালসের দুই ওপেনার ৷ বিশেষত মেগান স্কাটকে এক তাঁর দ্বিতীয় ওভারে 21 রান নেন শেফালি এবং ল্যাননিং ৷ সেখান থেকেই ছন্দ হারায় পুরো আরসিবি দল ৷ পাওয়ার প্লে-তে 57 রান তোলে দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা ৷ এরপর যে বোলারই এসেছেন, তাঁদের প্রত্যেকের বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন দু’জনে ৷

আরও পড়ুন: 4 উইকেট নিয়ে রাতারাতি তারকা বাংলার সাইকা, বড় জয় দিয়ে অভিযান শুরু মুম্বইয়ের

একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই দু’জনে সেঞ্চুরি করে ফেলবেন ৷ কিন্তু, হিথার নাইট প্রথমে মেগ ল্যানিং এবং ওই ওভারেই শেফালিকে আউট করেন ৷ কিন্তু, তার পরেও দিল্লি ক্যাপিটালস উইমেনকে 223 রান করা থেকে আটকাতে পারেননি স্মৃতি মন্ধনারা ৷ ম্যারিজেন ক্যাপ এবং জেমাইমা রদ্রিগেজের বিধ্বংসী ব্যাটিং দিল্লিকে 200 রানের গণ্ডি শুধু পার করায়নি, 223 রানের বিশাল স্কোরে পৌঁছে দিয়েছে ৷ যে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণে যেতে হবে স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন, হিথার নাইট, এলিস পেরি এবং রিচা ঘোষদের ৷ যদিও আরসিবি'র ব্যাটিং অর্ডারের যা গভীরতা, তাতে এই রান তাড়া করে জেতার ক্ষমতা রয়েছে; যদিও সেটা সহজ নয় মোটেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.