ETV Bharat / sports

DC vs MI : মুম্বইকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে দিল্লির দরকার 130

রোহিত শর্মার মুম্বইকে অল্প রানে বেঁধে রাখল ঋষভ পন্থের দিল্লি ৷ শারজার বাইশ গজে এদিন বড় রান উঠল না ৷ গত মরসুমে মরু শহরের সবচেয়ে ছোট মাঠে প্রায় প্রতিটি ম্যাচে বড় স্কোর হয়েছিল ৷ এবার অবশ্য ব্যতিক্রম ৷ দুই ভারতীয় বোলারের কাছে নাস্তানাবুদ মুম্বই ব্যাটাররা ৷

DC vs MI
মুম্বইকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে দিল্লির দরকার 130
author img

By

Published : Oct 2, 2021, 5:49 PM IST

শারজা, 2 অক্টোবর : ঋষভ পন্থদের বড় রানের টার্গেট দিতে ব্যর্থ রোহিত শর্মার দল ৷ 'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করার জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার মাত্র 130 রান ৷ চলতি আইপিএলে শারজা স্টেডিয়ামের বাইশ গজে বড় রান নেই ৷ এদিন তার ব্যতিক্রম হয়নি ৷ দিল্লি বোলারদের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 129 রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুই ভারতীয় বোলারের আবেশ খান ও অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিংসের সামনে নাস্তানাবুদ হন মুম্বই ব্যাটাররা ৷

এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক পন্থ ৷ ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সত্যি প্রমাণ করে মুম্বইকে অল্প রানে বেঁধে রাখেন দিল্লি বোলাররা ৷ দুরন্ত বোলিং করেন পেস বোলার আবেশ খান ও বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৷ চার ওভারে মাত্র 15 রান খরচ করে আবেশ তুলে নেন তিনটি উইকেট ৷ 21 রান দিয়ে তিনটি উইকেট নেন অক্ষর ৷ তবে রবিচন্দ্রন অশ্বিন অনেক বেশি রান দিয়েছেন ৷ চার ওভারে 41 রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অফ-স্পিনার ৷

মুম্বই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 33 রান করেছেন সূর্যকুমার যাদব ৷ মরু শহরে প্রথম চার ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর এদিন দু'অঙ্কের রানে পৌঁছন মুম্বইয়ের এই ডানহাতি ৷ তবে আগের ম্যাচের মতো এদিন বড় রান পেলেন না ক্যাপ্টেন রোহিত ৷ দল জিতলেও পঞ্জাবের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র 8 রান ৷ এদিন দিল্লির বিরুদ্ধে করলেন 7 রান ৷ মুম্বই ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কুইন্টন ডি'ককের 19 রান ৷

আরও পড়ুন : অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

মুম্বইকে হারালেই এদিন প্লে-অফ নিশ্চিত করে ফেলবে দিল্লি ক্যাপিটালস ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল পন্থের নেতৃত্বাধীন দিল্লি ৷ আগের ম্যাচে কেকেআর-এর কাছে তিন উইকেটে হারলেও এদিন ফের ক্যাপিটালসের সামনে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ৷

শারজা, 2 অক্টোবর : ঋষভ পন্থদের বড় রানের টার্গেট দিতে ব্যর্থ রোহিত শর্মার দল ৷ 'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করার জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার মাত্র 130 রান ৷ চলতি আইপিএলে শারজা স্টেডিয়ামের বাইশ গজে বড় রান নেই ৷ এদিন তার ব্যতিক্রম হয়নি ৷ দিল্লি বোলারদের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 129 রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুই ভারতীয় বোলারের আবেশ খান ও অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিংসের সামনে নাস্তানাবুদ হন মুম্বই ব্যাটাররা ৷

এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক পন্থ ৷ ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সত্যি প্রমাণ করে মুম্বইকে অল্প রানে বেঁধে রাখেন দিল্লি বোলাররা ৷ দুরন্ত বোলিং করেন পেস বোলার আবেশ খান ও বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৷ চার ওভারে মাত্র 15 রান খরচ করে আবেশ তুলে নেন তিনটি উইকেট ৷ 21 রান দিয়ে তিনটি উইকেট নেন অক্ষর ৷ তবে রবিচন্দ্রন অশ্বিন অনেক বেশি রান দিয়েছেন ৷ চার ওভারে 41 রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অফ-স্পিনার ৷

মুম্বই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 33 রান করেছেন সূর্যকুমার যাদব ৷ মরু শহরে প্রথম চার ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর এদিন দু'অঙ্কের রানে পৌঁছন মুম্বইয়ের এই ডানহাতি ৷ তবে আগের ম্যাচের মতো এদিন বড় রান পেলেন না ক্যাপ্টেন রোহিত ৷ দল জিতলেও পঞ্জাবের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র 8 রান ৷ এদিন দিল্লির বিরুদ্ধে করলেন 7 রান ৷ মুম্বই ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর কুইন্টন ডি'ককের 19 রান ৷

আরও পড়ুন : অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

মুম্বইকে হারালেই এদিন প্লে-অফ নিশ্চিত করে ফেলবে দিল্লি ক্যাপিটালস ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল পন্থের নেতৃত্বাধীন দিল্লি ৷ আগের ম্যাচে কেকেআর-এর কাছে তিন উইকেটে হারলেও এদিন ফের ক্যাপিটালসের সামনে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.