ETV Bharat / sports

IPL 2023: অক্ষর-কুলদীপ-নর্ৎজের দাপট, মরশুমের দ্বিতীয় জয় পেল দিল্লি - আইপিএল

চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস । গত ম্যাচে ঘরের মাঠে নাইটদের হারানোর পর ফের দ্বিতীয় ম্যাচও পকেটে পুরে নিল পন্টিংয়ের ছেলেরা ।

IPL
মরশুমের দ্বিতীয় জয় পেল দিল্লি
author img

By

Published : Apr 25, 2023, 7:11 AM IST

Updated : Apr 25, 2023, 7:17 AM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল: রাজীব গান্ধি স্টেডিয়ামে দিল্লির দাপট । ব্যাট হাতে অল্প রানে গুটিয়ে গেলেও সেই পুঁজি ভরসা করেই বাজিমাত বোলারদের । ফলস্বরূপ নিজামদের ডেরায় গিয়ে লো স্কোরিং ম্যাচ হায়দরাবাদকে 7 রানে হারাল ক্যাপিটালস । চলতি মরশুমে টানা 5 ম্যাচ হারের পর এই নিয়ে দ্বিতীয় জয় পেল পন্টিংয়ের ছেলেরা ।

ব্যাট করতে নেমে 144 রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস । রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন ময়াঙ্ক আগরওয়াল । ফলে প্রথমটা মনে হচ্ছিল, ঘরের মাঠে সহজ জয় তুলে নেমে সানরাইজার্স । কিন্তু অক্ষরের বলে ময়াঙ্ক ফিরতেই ছবিটা দ্রুত বদলে গেল । উপলের পিচে ভয়ংকর হয়ে উঠলেন অনরিখ নর্ৎজে, অক্ষর পটেল, কুলদীপ যাদবরা ।

ওপেনে নেমে এদিন ব্যর্থ ব্রুক (14 বলে 7) । ময়াঙ্ক করলেন 39 বলে 49 রানের ইনিংস খেলে । রাহুল ত্রিপাঠীর অবদান 21 বলে 15 । ব্যর্থ অভিষেক শর্মা (5 বলে 5) ও অধিনায়ক এইডেন মার্করাম (5 বলে 3) । ফলে শেষদিকে অনরিখ ক্লাসেন (19 বলে 31) ও ওয়াশিংটন সুন্দর (15 বলে 25) চালিয়ে খেললেও কোনও লাভ হয়নি ।

আরও পড়ুন: বিফলে রিঙ্কু-রয়ের লড়াই, নন্দনকাননে নাইটদের উড়িয়ে কিং চেন্নাই

প্রথম 5 ম্যাচ হারার পর ফের ছন্দে ফিরছে দিল্লি ক্যাপিটালস । গত ম্যাচে ঘরের মাঠে নাইট 'বধ' করার পর ফের দ্বিতীয় ম্যাচও পকেটে পুরে নিল দিল্লি । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে প্রায় একই জায়গায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও সাইরাইজার্স হায়দরাবাদ । যদিও রান রেটের বিচারে একদম শেষে রয়েছে দিল্লি । পরের ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হলে দিল্লি ও হায়দরাবাদ । অ্যাওয়ে ম্যাচে বদলা নিতে মুখিয়ে থাকবে 'মার্করাম অ্যান্ড কোং' ।

আরও পড়ুন: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

হায়দরাবাদ, 25 এপ্রিল: রাজীব গান্ধি স্টেডিয়ামে দিল্লির দাপট । ব্যাট হাতে অল্প রানে গুটিয়ে গেলেও সেই পুঁজি ভরসা করেই বাজিমাত বোলারদের । ফলস্বরূপ নিজামদের ডেরায় গিয়ে লো স্কোরিং ম্যাচ হায়দরাবাদকে 7 রানে হারাল ক্যাপিটালস । চলতি মরশুমে টানা 5 ম্যাচ হারের পর এই নিয়ে দ্বিতীয় জয় পেল পন্টিংয়ের ছেলেরা ।

ব্যাট করতে নেমে 144 রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস । রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন ময়াঙ্ক আগরওয়াল । ফলে প্রথমটা মনে হচ্ছিল, ঘরের মাঠে সহজ জয় তুলে নেমে সানরাইজার্স । কিন্তু অক্ষরের বলে ময়াঙ্ক ফিরতেই ছবিটা দ্রুত বদলে গেল । উপলের পিচে ভয়ংকর হয়ে উঠলেন অনরিখ নর্ৎজে, অক্ষর পটেল, কুলদীপ যাদবরা ।

ওপেনে নেমে এদিন ব্যর্থ ব্রুক (14 বলে 7) । ময়াঙ্ক করলেন 39 বলে 49 রানের ইনিংস খেলে । রাহুল ত্রিপাঠীর অবদান 21 বলে 15 । ব্যর্থ অভিষেক শর্মা (5 বলে 5) ও অধিনায়ক এইডেন মার্করাম (5 বলে 3) । ফলে শেষদিকে অনরিখ ক্লাসেন (19 বলে 31) ও ওয়াশিংটন সুন্দর (15 বলে 25) চালিয়ে খেললেও কোনও লাভ হয়নি ।

আরও পড়ুন: বিফলে রিঙ্কু-রয়ের লড়াই, নন্দনকাননে নাইটদের উড়িয়ে কিং চেন্নাই

প্রথম 5 ম্যাচ হারার পর ফের ছন্দে ফিরছে দিল্লি ক্যাপিটালস । গত ম্যাচে ঘরের মাঠে নাইট 'বধ' করার পর ফের দ্বিতীয় ম্যাচও পকেটে পুরে নিল দিল্লি । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে প্রায় একই জায়গায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও সাইরাইজার্স হায়দরাবাদ । যদিও রান রেটের বিচারে একদম শেষে রয়েছে দিল্লি । পরের ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হলে দিল্লি ও হায়দরাবাদ । অ্যাওয়ে ম্যাচে বদলা নিতে মুখিয়ে থাকবে 'মার্করাম অ্যান্ড কোং' ।

আরও পড়ুন: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

Last Updated : Apr 25, 2023, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.