নয়াদিল্লি, 3 এপ্রিল : আইপিএল শুরুর সাতদিন আগে করোনা আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৷ শনিবার দিল্লি ক্যাপিটালসের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 18 মার্চ অক্ষর প্যাটেল কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই টিম হোটেলে প্রবেশ করেছিলেন ৷ কিন্তু, আজ তাঁর দ্বিতীয় করোনার পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
বর্তমানে অক্ষর প্যাটেল নির্ধারিত স্বাস্থ্যবিধির মধ্যে আইসোলেশনে রয়েছেন ৷ দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল দল সবসময় অক্ষরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ৷ আর তাঁর নিরাপত্তা ও দ্রুত সুস্থতার বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি ৷ দলের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ৷ আগামী 10 এপ্রিল তিনবারের আইপিএল বিজেতা চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবেন অক্ষর প্যাটেল ৷
-
🚨 UPDATE 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) April 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Delhi Capitals all-rounder #AxarPatel has tested positive for COVID-19. He had checked into the team hotel in Mumbai on Mar 28, 2021, with a negative report. His report from the second COVID test, came positive. pic.twitter.com/CjRKlfzvWR
">🚨 UPDATE 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) April 3, 2021
Delhi Capitals all-rounder #AxarPatel has tested positive for COVID-19. He had checked into the team hotel in Mumbai on Mar 28, 2021, with a negative report. His report from the second COVID test, came positive. pic.twitter.com/CjRKlfzvWR🚨 UPDATE 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) April 3, 2021
Delhi Capitals all-rounder #AxarPatel has tested positive for COVID-19. He had checked into the team hotel in Mumbai on Mar 28, 2021, with a negative report. His report from the second COVID test, came positive. pic.twitter.com/CjRKlfzvWR
আরও পড়ুন : আইপিএল শুরুর আগে বিপত্তি, করোনা আক্রান্ত ওয়াংখেড়ের আট কর্মচারী
বিসিসিআই-র স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী কোনও খেলোয়াড়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলে তাঁকে বাধ্যতামূলক 10 দিন আইসোলেশনে থাকতে হবে ৷ আর সেই দিনটি ধরা হবে, করোনার প্রথম লক্ষণ ধরা পড়ার দিন বা যেদিন আরটি-পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই দিন থেকে ৷ তবে, যেটা আগে হবে সেই দিন থেকেই আইসোলেশনে থাকতে হবে ৷ বিসিসিআই-র এসওপি-তে বলা হয়েছে, ‘‘10দিনের আইসোলেশেন থাকার সময়ে ওই খেলোয়াড়কে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং তিনি কোনওরকম শরীরচর্চা করতে পারবেন না ৷ দলের চিকিৎসককে রোজ ওই খেলোয়াড়কে পরীক্ষা করতে হবে ৷ যদি করোনার কোনও লক্ষণ এই আইসোলেশন পর্বে দেখা যায়, তবে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাতে হবে ৷
পাশাপাশি, এই আইসোলেশন পর্বে থাকার পর 9 দিন এবং 10দিনের মাথায় দু’টি আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷ সেই দু’টি রিপোর্টই নেগেটিভ আসা বাধ্যতামূলক ৷ সেই সঙ্গে তার পরের 24 ঘণ্টায় আর কোনও লক্ষণ ধরা না পড়লে, তবেই সেই ক্রিকেটার আবারও বায়ো সিকিওর বাবলে প্রবেশ করতে পারবেন ৷