ETV Bharat / sports

IPL 2023: প্রথম চারে প্রবেশের সুযোগ হাতছাড়া কোহলিদের, বড় জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি - Delhi Capitals

চিন্নাস্বামীতে আরসিবি'র দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করে সহজেই ম্যাচ জিতে নিল দিল্লি । 20 বল বাকি থাকতে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়েও ভেসে রইল ডেভিড ওয়ার্নার ব্রিগেড ।

IPL 2023
বড় জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি
author img

By

Published : May 6, 2023, 11:49 PM IST

বেঙ্গালুরু, 6 মে: প্রথম পর্বে 23 রানে বড় জয় ছিনিয়ে নিয়েছিল আরসিবি । ম্যাচের পর বিরাট কোহলি-সৌরভ গঙ্গোপাধ্যায়ের করমর্দন বিতর্ক পরিবেশন করেছিল চর্চার মুচমুচে সব উপাদান । সে যাইহোক, প্রথম পর্বের মতো এদিন চলতি আইপিএলের ফিরতি ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝলমলে অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাটে । কিন্তু তফাৎ এই যে, গত ম্যাচের মতো মাথা উঁচু করে নয়, ঘরের মাঠে শনিবার কোহলি তথা রয়্যাল চ্যালেঞ্জার্সকে মাঠ ছাড়তে হল মাথা নীচু করেই । সহজেই আরসিবি'র দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতে নিল দিল্লি। 20 বল বাকি থাকতে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়েও ভেসে রইল ডেভিড ওয়ার্নার ব্রিগেড ।

181 রান তাড়া করে দিল্লি জিতল 7 উইকেটে । 45 বলে 87 রান করে দিল্লির ম্যাচ জয়ের নায়ক ফিল সল্ট । ব্রিটিশ স্টাম্পার-ব্যাটার মারলেন 8টি চার, 6টি ছক্কা । যোগ্য সঙ্গত পেলেন রিলে রোসোর থেকে । সল্ট আউট হলেও 22 বলে 35 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন প্রোটিয়া ব্যাটার । ওয়ার্নার-মার্শের ইনিংস লম্বা না-হলেও তা খুব বেশি প্রভাব ফেলল না ।

আরও পড়ুন: ঘরের মাঠে বদলার লক্ষ্যে মিশন পঞ্জাবে নাইট শিবির

দিনের শুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি । প্রথম চারে ওঠার লক্ষ্যে শুরুটা ভালোই করেন দুই ওপেনার প্লেসি-কোহলি । অধিনায়ক অল্পের জন্য না-পারলেও (45) ফের অর্ধশতরান আসে কোহলির ব্যাটে । ওপেনিং জুটিতে ওঠে 85 রান । 5টি চার হাঁকিয়ে 46 বলে 55 রানের অ্যাঙ্কর ইনিংস খেলেন কোহলি । এরপর মহিপাল লোমররের 29 বলে ঝোড়ো 54* রান রয়্যাল চ্যালোঞ্জার্সকে 20 ওভারে 181 রানে (4 উইকেট) পৌঁছে দেয় ।

ম্যাচ হেরে 10 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে পাঁচেই রয়ে গেল আরসিবি । অন্যদিকে এক ম্যাচ কম খেলে 8 পয়েন্ট নিয়ে ন'য়ে উঠে এল ক্যাপিটালস ।

বেঙ্গালুরু, 6 মে: প্রথম পর্বে 23 রানে বড় জয় ছিনিয়ে নিয়েছিল আরসিবি । ম্যাচের পর বিরাট কোহলি-সৌরভ গঙ্গোপাধ্যায়ের করমর্দন বিতর্ক পরিবেশন করেছিল চর্চার মুচমুচে সব উপাদান । সে যাইহোক, প্রথম পর্বের মতো এদিন চলতি আইপিএলের ফিরতি ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝলমলে অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাটে । কিন্তু তফাৎ এই যে, গত ম্যাচের মতো মাথা উঁচু করে নয়, ঘরের মাঠে শনিবার কোহলি তথা রয়্যাল চ্যালেঞ্জার্সকে মাঠ ছাড়তে হল মাথা নীচু করেই । সহজেই আরসিবি'র দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতে নিল দিল্লি। 20 বল বাকি থাকতে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়েও ভেসে রইল ডেভিড ওয়ার্নার ব্রিগেড ।

181 রান তাড়া করে দিল্লি জিতল 7 উইকেটে । 45 বলে 87 রান করে দিল্লির ম্যাচ জয়ের নায়ক ফিল সল্ট । ব্রিটিশ স্টাম্পার-ব্যাটার মারলেন 8টি চার, 6টি ছক্কা । যোগ্য সঙ্গত পেলেন রিলে রোসোর থেকে । সল্ট আউট হলেও 22 বলে 35 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন প্রোটিয়া ব্যাটার । ওয়ার্নার-মার্শের ইনিংস লম্বা না-হলেও তা খুব বেশি প্রভাব ফেলল না ।

আরও পড়ুন: ঘরের মাঠে বদলার লক্ষ্যে মিশন পঞ্জাবে নাইট শিবির

দিনের শুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি । প্রথম চারে ওঠার লক্ষ্যে শুরুটা ভালোই করেন দুই ওপেনার প্লেসি-কোহলি । অধিনায়ক অল্পের জন্য না-পারলেও (45) ফের অর্ধশতরান আসে কোহলির ব্যাটে । ওপেনিং জুটিতে ওঠে 85 রান । 5টি চার হাঁকিয়ে 46 বলে 55 রানের অ্যাঙ্কর ইনিংস খেলেন কোহলি । এরপর মহিপাল লোমররের 29 বলে ঝোড়ো 54* রান রয়্যাল চ্যালোঞ্জার্সকে 20 ওভারে 181 রানে (4 উইকেট) পৌঁছে দেয় ।

ম্যাচ হেরে 10 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে পাঁচেই রয়ে গেল আরসিবি । অন্যদিকে এক ম্যাচ কম খেলে 8 পয়েন্ট নিয়ে ন'য়ে উঠে এল ক্যাপিটালস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.