দুবাই, 7 অক্টোবর : প্লে-অফের ছাড়পত্র আগেই মিলেছে ৷ প্রথম দুয়ে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে ৷ তবে মরু শহরে এখনও চেনা ছন্দে দেখা যায়নি চেন্নাই সুপার কিংসকে ৷ আগের দু‘টি ম্যাচে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের কাছে হারের পর বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচেও প্রতিপক্ষ পঞ্জাব কিংসের সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ চেন্নাই সুপার কিংস ৷ এদিন 6 উইকেট হারিয়ে 134 রান তুলেছে সিএসকে ৷
চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে ম্যাড়ম্যাড়ে মাহি ৷ মরু শহরে মাহির ব্যাটে রানের হাহাকার ৷ ছ‘টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ব্যাটিং করতে নেমেছিলেন সুপার কিংস ক্যাপ্টেন ৷ কিন্তু একবারও 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ধোনি ৷ সর্বোচ্চ স্কোর 18 ৷ এদিন মাত্র 12 রান করে বোল্ড হন সিএসকে অধিনায়ক ৷
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে সুপার কিংস ৷ কিন্তু এর ঠিক পরের দু‘টি ম্যাচেই হারে ধোনি অ্যান্ড কোং ৷ তৃতীয় তথা লিগের শেষ ম্যাচেও ব্যাটে ধার দেখা গেল না চেন্নাই ব্যাটারদের ৷ এদিন টস জিতে ধোনিদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব কিংস অধিনায়ক ৷
আরও পড়ুন : ঝুলন-ফিটজপ্যাটরিকের নামে টুর্নামেন্ট ঘোষণার পরামর্শ
চেন্নাইয়ের হয়ে যথারীতি ইনিংস শুরু করেন ফ্যাফ ডু'প্লেসিস ও রুতুরাজ গায়কোয়াড়। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ৩ রান তোলে ৷ তবে চতুর্থ ওভারের পঞ্চম বলে রুতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে চেন্নাই শিবিরকে বড় ধাক্কা দেন অর্শদীপ ৷ রুতুরাজের ওপেনিং পার্টনার ফ্যাফের ব্যাটে ভর করে পঞ্জাবের সামনে ভদ্রস্থ রান তোলে চেন্নাই ৷ 55 বলে দুটি ছয় ও আটটি বাউন্ডারির সাহায্যে 76 রানের ইনিংস খেলে আউট হন ফ্যাফ ৷ বাকিরা কেউ 20 রানের গণ্ডি ছুঁতে পারেননি ৷ সিএসকে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রবীন্দ্র জাদেজার 15 রান ৷ এদিনও রান পাননি সিএসকে অধিনায়ক ৷