ETV Bharat / sports

IPL 2023: জাদেজা-কনওয়ে যুগলবন্দিতে সানরাইজার্স 'বধ', তিনে উঠে এল ধোনির চেন্নাই

author img

By

Published : Apr 22, 2023, 12:15 AM IST

3 উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা । অন্যদিকে ব্যাট হাতে নায়ক ডেভন কনওয়ে । তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল সিএসকে ।

IPL 2023
মারমুখী ডেভন কনওয়ে

চেন্নাই, 21 এপ্রিল: চিপকে বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, মসৃণ ব্যাটে যোগ্য সঙ্গত ডেভন কনভয়ের । দু'য়ের যুগলবন্দিতে চলতি আইপিএলে চতুর্থ জয় তুলে নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল চেন্নাই সুপার কিংস । সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া 135 রানের লক্ষ্যমাত্রা 8 বল বাকি থাকতে সহজেই তুলে নিল ধোনি অ্যান্ড কোম্পানি । তাও আবার মাত্র 3 উইকেট হারিয়েই । 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ জাড্ডু । আর কনওয়ে খেললেন 57 বলে 77 রানের ঝোড়ো ইনিংস ।

সিএসকে'র জয়ে এদিন আরও একজনের অবদানের কথাও না-বললেই নয় । তিনি অবশ্যই মহেন্দ্র সিং ধোনি । একটি ক্যাচ, একটি স্টাম্পিং, ডাইরেক্ট থ্রো'য়ে একটি রান-আউট । 41 বছর বয়সে এসেও দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন ঝাড়খণ্ডের বাসিন্দা । চিপকে এদিন টসভাগ্যও সঙ্গ দেয় মাহিকে । রান তাড়া করার পথেই হাঁটেন তিনি । তবে হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা সানরাইজার্সের হয়ে শুরুটা গতিতেই করেছিলেন । কিন্তু ব্রুকের ইনিংস 18 রানের বেশি লম্বা হয়নি ।

অভিষেক শর্মা 34 রান করলেও মিডল-অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 134 রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স । মাত্র 22 রান খরচ করে 3 উইকেট নেন জাড্ডু । অভিষেক শর্মা, গাহুল ত্রিপাঠী ছাড়াও ময়াঙ্ক আগরওয়ালের গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে ভরেন সৌরাষ্ট্র অলরাউন্ডার ।

আরও পড়ুন: শনি-সন্ধ্যায় শহরে আসছেন ধোনি, মাহির ম্যাচের আগে তিলোত্তমায় তুঙ্গে টিকিটের চাহিদা

জবাবে রান তাড়া করতে নেমে বিপক্ষ বোলারদের কোনওরকম সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না সুপার কিংসের দুই ওপেনার । রুতুরাজ গায়কোয়াড় 30 বলে 35 রান করে আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার । তাঁর 77 রানের ইনিংসে ছিল 12টি চার এবং 1 ছয় । রাহানে এবং রায়াডু 9 রানে ফিরলেও তা সিএসকে'র জয়ে বাধা হয়নি । মইন আলিকে (6) সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন কনওয়ে । 6 ম্যাচ পর 8 পয়েন্ট নিয়ে রয়্যালস এবং সুপার জায়ান্টসের সঙ্গে একই মেরুতে থাকলেও রানরেটের নিরিখে তিনে ধোনিরা ।

চেন্নাই, 21 এপ্রিল: চিপকে বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, মসৃণ ব্যাটে যোগ্য সঙ্গত ডেভন কনভয়ের । দু'য়ের যুগলবন্দিতে চলতি আইপিএলে চতুর্থ জয় তুলে নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল চেন্নাই সুপার কিংস । সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া 135 রানের লক্ষ্যমাত্রা 8 বল বাকি থাকতে সহজেই তুলে নিল ধোনি অ্যান্ড কোম্পানি । তাও আবার মাত্র 3 উইকেট হারিয়েই । 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ জাড্ডু । আর কনওয়ে খেললেন 57 বলে 77 রানের ঝোড়ো ইনিংস ।

সিএসকে'র জয়ে এদিন আরও একজনের অবদানের কথাও না-বললেই নয় । তিনি অবশ্যই মহেন্দ্র সিং ধোনি । একটি ক্যাচ, একটি স্টাম্পিং, ডাইরেক্ট থ্রো'য়ে একটি রান-আউট । 41 বছর বয়সে এসেও দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন ঝাড়খণ্ডের বাসিন্দা । চিপকে এদিন টসভাগ্যও সঙ্গ দেয় মাহিকে । রান তাড়া করার পথেই হাঁটেন তিনি । তবে হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা সানরাইজার্সের হয়ে শুরুটা গতিতেই করেছিলেন । কিন্তু ব্রুকের ইনিংস 18 রানের বেশি লম্বা হয়নি ।

অভিষেক শর্মা 34 রান করলেও মিডল-অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 134 রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স । মাত্র 22 রান খরচ করে 3 উইকেট নেন জাড্ডু । অভিষেক শর্মা, গাহুল ত্রিপাঠী ছাড়াও ময়াঙ্ক আগরওয়ালের গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে ভরেন সৌরাষ্ট্র অলরাউন্ডার ।

আরও পড়ুন: শনি-সন্ধ্যায় শহরে আসছেন ধোনি, মাহির ম্যাচের আগে তিলোত্তমায় তুঙ্গে টিকিটের চাহিদা

জবাবে রান তাড়া করতে নেমে বিপক্ষ বোলারদের কোনওরকম সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন না সুপার কিংসের দুই ওপেনার । রুতুরাজ গায়কোয়াড় 30 বলে 35 রান করে আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার । তাঁর 77 রানের ইনিংসে ছিল 12টি চার এবং 1 ছয় । রাহানে এবং রায়াডু 9 রানে ফিরলেও তা সিএসকে'র জয়ে বাধা হয়নি । মইন আলিকে (6) সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন কনওয়ে । 6 ম্যাচ পর 8 পয়েন্ট নিয়ে রয়্যালস এবং সুপার জায়ান্টসের সঙ্গে একই মেরুতে থাকলেও রানরেটের নিরিখে তিনে ধোনিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.