ETV Bharat / sports

IPL 2023: বিরাটের ব্যাটিং প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় ইউনিভার্স বস

এক দলের হয়ে খেললেও মাঠে বিরাট কোহলি এবং ক্রিস গেইলের মধ্যে রান করার ব্যাপারে প্রতিযোগিতা লেগেই থাকত ৷ এমনটাই জানালেন ক্রিস গেইল ৷ আইপিএল (IPL 2023)-এ বিরাটের সঙ্গে তাঁর পুরনো স্মৃতির সরণীতে ফিরলেন উইনিভার্স বস ৷

author img

By

Published : Mar 26, 2023, 5:59 PM IST

IPL 2023 ETV BHARAT
IPL 2023

বেঙ্গালুরু, 26 মার্চ: ব্যাটিং নিয়ে বিরাট কোহলির প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় আরসিবি-র প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল ৷ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ক্রিকেটার এবছর আইপিএল-এ আরসিবি টিম ম্যানেজমেন্টের অংশ ৷ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় দু’জনের মধ্যে চলা প্রতিযোগিতার স্মৃতিচারণ করলেন ইউনিভার্স বস ৷ বিরাট এবং গেইল দু’জনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি সিজনে একসঙ্গে খেলেছেন (Chris Gayle Praises Passion and Work Ethic of Virat Kohli) ৷ এই 7 বছরে ঘরের মাঠে দু’জনে মিলে 10টি সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন ওপেনিং জুটিতে ৷

এই সাত বছরের বিরাটের সঙ্গে মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত শেয়ার করলেন ক্রিস ৷ ‘মাই টাইম উইথ বিরাট’ নামে জিও সিনেমার বিশেষ এপিসোডে ক্রিস জানান, বিরাটের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ ৷ আর ব্যাটিং নিয়ে বিরাটের প্যাশন তাঁকে মুগ্ধ করেছে ৷ পাশাপাশি, বিরাট যে পরিশ্রম নেটে করতেন, তাও ইউনিভার্স বসকে অবাক করে দিত ৷ আর ম্যাচ শেষে এবং অনুশীলনে বিরাটের সঙ্গে তাঁর নাচের মুহূর্তগুলি গেইল সবচেয়ে বেশি করে উপভোগ করেছেন বলে জানান ৷

গেইল বলেন, ‘‘বিরাট এবং অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা সবচেয়ে আনন্দের ছিল ৷ একবার আমি সেখানে উপস্থিত হলে সবসময় আনন্দে থাকতাম ৷ অনেক মজা করেছি, নাচ-গান চলতেই থাকত ৷’’ এমনকি বিরাটের নাচের স্কিলেরও প্রশংসা করেন ক্রিস গেইল ৷ তিনি জানান, ড্রেসিংরুমে তিনি কোনও নাচের স্টেপ দেখালে, তা সবার আগে বিরাট ধরে ফেলতেন ৷ এমনকি তাঁর নাচের স্টাইল অসাধারণ ৷ ব্যাটিংয়ের মতো বিরাটের নাচ নিয়েও দরাজ সার্টিফিকেট ইউনিভার্স বসের ৷

আরও পড়ুন: সময় নিয়ে নিজেকে সুস্থ করুক ঋষভ, আইপিএলের আগে বড় বার্তা সৌরভের

দু’জনের মধ্যে সম্পর্ক খুব ভালো হলেও, একই দলে থেকে দু’জনের মধ্যে সমান প্রতিযোগিতা ছিল বলে জানালেন ক্রিস গেইল ৷ আর সেটা ছিল কে বেশি রান করতে পারবে ম্যাচে তা নিয়ে ৷ মূলত, অরেঞ্জ ক্যাপ হোল্ডার হওয়া নিয়ে বিরাট এবং তাঁর মধ্যে প্রতিযোগিতা চলত ৷ গেইল জানান, একটি সিজনে অরেঞ্জ ক্যাপ তাঁর এবং বিরাটের মধ্যে বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছে ৷ এবার আরসিবি টিমে বিরাট খেলবেন ৷ তবে, ক্রিস গেইল রয়েছেন টিমের ম্যানেজমেন্ট ৷ তাঁকে এবং এবি ডি’ভিলিয়ার্সকে ফ্র্যাঞ্চাইজির অংশ করা হয়েছে ৷

বেঙ্গালুরু, 26 মার্চ: ব্যাটিং নিয়ে বিরাট কোহলির প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় আরসিবি-র প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল ৷ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ক্রিকেটার এবছর আইপিএল-এ আরসিবি টিম ম্যানেজমেন্টের অংশ ৷ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় দু’জনের মধ্যে চলা প্রতিযোগিতার স্মৃতিচারণ করলেন ইউনিভার্স বস ৷ বিরাট এবং গেইল দু’জনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি সিজনে একসঙ্গে খেলেছেন (Chris Gayle Praises Passion and Work Ethic of Virat Kohli) ৷ এই 7 বছরে ঘরের মাঠে দু’জনে মিলে 10টি সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন ওপেনিং জুটিতে ৷

এই সাত বছরের বিরাটের সঙ্গে মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত শেয়ার করলেন ক্রিস ৷ ‘মাই টাইম উইথ বিরাট’ নামে জিও সিনেমার বিশেষ এপিসোডে ক্রিস জানান, বিরাটের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ ৷ আর ব্যাটিং নিয়ে বিরাটের প্যাশন তাঁকে মুগ্ধ করেছে ৷ পাশাপাশি, বিরাট যে পরিশ্রম নেটে করতেন, তাও ইউনিভার্স বসকে অবাক করে দিত ৷ আর ম্যাচ শেষে এবং অনুশীলনে বিরাটের সঙ্গে তাঁর নাচের মুহূর্তগুলি গেইল সবচেয়ে বেশি করে উপভোগ করেছেন বলে জানান ৷

গেইল বলেন, ‘‘বিরাট এবং অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা সবচেয়ে আনন্দের ছিল ৷ একবার আমি সেখানে উপস্থিত হলে সবসময় আনন্দে থাকতাম ৷ অনেক মজা করেছি, নাচ-গান চলতেই থাকত ৷’’ এমনকি বিরাটের নাচের স্কিলেরও প্রশংসা করেন ক্রিস গেইল ৷ তিনি জানান, ড্রেসিংরুমে তিনি কোনও নাচের স্টেপ দেখালে, তা সবার আগে বিরাট ধরে ফেলতেন ৷ এমনকি তাঁর নাচের স্টাইল অসাধারণ ৷ ব্যাটিংয়ের মতো বিরাটের নাচ নিয়েও দরাজ সার্টিফিকেট ইউনিভার্স বসের ৷

আরও পড়ুন: সময় নিয়ে নিজেকে সুস্থ করুক ঋষভ, আইপিএলের আগে বড় বার্তা সৌরভের

দু’জনের মধ্যে সম্পর্ক খুব ভালো হলেও, একই দলে থেকে দু’জনের মধ্যে সমান প্রতিযোগিতা ছিল বলে জানালেন ক্রিস গেইল ৷ আর সেটা ছিল কে বেশি রান করতে পারবে ম্যাচে তা নিয়ে ৷ মূলত, অরেঞ্জ ক্যাপ হোল্ডার হওয়া নিয়ে বিরাট এবং তাঁর মধ্যে প্রতিযোগিতা চলত ৷ গেইল জানান, একটি সিজনে অরেঞ্জ ক্যাপ তাঁর এবং বিরাটের মধ্যে বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছে ৷ এবার আরসিবি টিমে বিরাট খেলবেন ৷ তবে, ক্রিস গেইল রয়েছেন টিমের ম্যানেজমেন্ট ৷ তাঁকে এবং এবি ডি’ভিলিয়ার্সকে ফ্র্যাঞ্চাইজির অংশ করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.