ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ মিডল অর্ডার, ভালো শুরু করেও 134 রানে শেষ হায়দরাবাদ - আইপিএল

চিপকের বাইশ গজে শুরুটা ভালোই করেছিলেন দুই সানরাইজার্স ওপেনার । যদিও মিডল অর্ডারের ব্যর্থতায় 134 রানেই গুটিয়ে গেল নিজামের শহর ।

IPL 2023
চিপকে টস জিতে বল করছে চেন্নাই সুপার কিংস
author img

By

Published : Apr 21, 2023, 7:12 PM IST

Updated : Apr 21, 2023, 10:30 PM IST

চেন্নাই, 21 এপ্রিল: পি চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ । চিপকে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে 'ধোনি অ্যান্ড কোং' । শেষ ম্যাচে আরসিবি'কে উড়িয়ে দিয়েছে চেন্নাই । অন্যদিকে শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছে হায়দরাবাদ । ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিল নিজামদের ওপেনিং পেয়ার । হ্যারি ব্রুক, অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর সৌজন্যে পাওয়ার প্লে'তেই 50 পেরিয়ে গিয়েছিল হায়দরাবাদ । যদিও তিন ব্যাটার ফেরার পরেই নড়ে গেল সানরাইজার্সের ইনিংস । মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র 134 রানেই শেষ মার্করামদের ইনিংস ।

উদ্বোধনী ম্যাচেই গুজরাতের কাছে হেরে গিয়েছিল চেন্নাই । পরের দু'ম্যাচে দুরন্তভাবে ট্র্যাকে ফিরেছিল ইয়েলো আর্মি । লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রাজস্থান ম্যাচে খেই হারিয়ে ফেলেছিল দল । শেষ ম্যাচে যদিও জয়ের সরণিতে ফিরেছে ধোনিরা । ব্যাটারদের সৌজন্যে 8 রানে ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়েছে তারা । ফলে এই ম্যাচে সেই ফর্মই ধরে রাখতে মরিয়া থাকবে 'ধোনি অ্যান্ড কোং' ।

অন্যদিকে, চলতি আইপিএলে শুরুটা ভালো করেনি সানরাইজার্স । প্রথম দু'ম্যাচেই রাজস্থান ও লখনউয়ের কাছে বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ । পরের দু'ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নিজামের শহর । পঞ্জাব ও কলকাতাকে উড়িয়ে দিয়েছে নিজামের শহর । ফলে শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারলেও এই ম্যাচে ফের জয়ের সরণিতে ফিরতে চাইবে হায়দরাবাদ ।

আরও পড়ুন: নাইটদের হারের হ্যাটট্রিক করিয়ে আইপিএলে প্রথম জয় ক্যাপিটালসের

চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থেকশানা এবং আকাশ সিং

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, অনরিখ ক্লাসেন, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, এইডেন মার্করাম, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, মার্কো জানসেন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর

চেন্নাই, 21 এপ্রিল: পি চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ । চিপকে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে 'ধোনি অ্যান্ড কোং' । শেষ ম্যাচে আরসিবি'কে উড়িয়ে দিয়েছে চেন্নাই । অন্যদিকে শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছে হায়দরাবাদ । ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিল নিজামদের ওপেনিং পেয়ার । হ্যারি ব্রুক, অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর সৌজন্যে পাওয়ার প্লে'তেই 50 পেরিয়ে গিয়েছিল হায়দরাবাদ । যদিও তিন ব্যাটার ফেরার পরেই নড়ে গেল সানরাইজার্সের ইনিংস । মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র 134 রানেই শেষ মার্করামদের ইনিংস ।

উদ্বোধনী ম্যাচেই গুজরাতের কাছে হেরে গিয়েছিল চেন্নাই । পরের দু'ম্যাচে দুরন্তভাবে ট্র্যাকে ফিরেছিল ইয়েলো আর্মি । লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রাজস্থান ম্যাচে খেই হারিয়ে ফেলেছিল দল । শেষ ম্যাচে যদিও জয়ের সরণিতে ফিরেছে ধোনিরা । ব্যাটারদের সৌজন্যে 8 রানে ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়েছে তারা । ফলে এই ম্যাচে সেই ফর্মই ধরে রাখতে মরিয়া থাকবে 'ধোনি অ্যান্ড কোং' ।

অন্যদিকে, চলতি আইপিএলে শুরুটা ভালো করেনি সানরাইজার্স । প্রথম দু'ম্যাচেই রাজস্থান ও লখনউয়ের কাছে বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ । পরের দু'ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নিজামের শহর । পঞ্জাব ও কলকাতাকে উড়িয়ে দিয়েছে নিজামের শহর । ফলে শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারলেও এই ম্যাচে ফের জয়ের সরণিতে ফিরতে চাইবে হায়দরাবাদ ।

আরও পড়ুন: নাইটদের হারের হ্যাটট্রিক করিয়ে আইপিএলে প্রথম জয় ক্যাপিটালসের

চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থেকশানা এবং আকাশ সিং

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ময়াঙ্ক আগরওয়াল, অনরিখ ক্লাসেন, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, এইডেন মার্করাম, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, মার্কো জানসেন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর

Last Updated : Apr 21, 2023, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.