কলকাতা, 23 এপ্রিল: ম্যাচের আগে থেকেই উন্মাদনার নিরিখে ইডেনের দখল নিয়েছিল চেন্নাই সমর্থকরা ৷ নান্দনিক পারফরম্যান্সে রবিবাসরীয় ক্রিকেটের নন্দনকাননের বাইশ গজও সুপার কিংসের ৷ 49 রানের বিরাট ব্যবধানে ঘরের ছেলেদের উড়িয়ে দিল ইয়েলো আর্মি । জেসন রয়ের 26 বলে 61, রিঙ্কু সিংয়ের 33 বলে 53 রানেও হারল কেকেআর ।
নাইট বোলারদের বেধড়ক ঠেঙিয়ে স্কোরবোর্ডে বিরাট রান তুলেছিল ধোনির দল । কিংস ব্যাটারদের তাণ্ডবে ঘরের মাঠে টানা চতুর্থ হারের প্রহর গুনতে শুরু করেছিল কেকেআর ৷ কোনও অতিমানবীয় ইনিংস ছাড়া কলকাতার এদিন লক্ষ্য ছোঁয়া কার্যত অসম্ভব ছিল । সেখানে রয়, রিঙ্কু বাদে কেউ দাঁড়াতেই পারলেন না ।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন লিটন দাস । ব্যাট হাতে এসেছিল মাত্র 4 রান । দস্তানা হাতে ক্যাচ ছেড়েছেন, মিস করেছেন সহজ দুটি স্টাম্পিং । ফলে এদিন লিটনের বদলে দলে এসেছিলেন জেভিড উইজ । বাংলাদেশের স্টাম্পারের বদলে দস্তানার দায়িত্ব থাকবে জগদীশনের হাতে । দু'জনেই ব্যর্থ ।
ডেভন কনওয়ে, শিবম দুবে, আজিঙ্কা রাহানে ৷ তিন ব্যাটারের ঝোড়ো অর্ধশতরানে নাইটদের 236 রানের টার্গেট দিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা ৷ ডেভন কনওয়ে করেন 40 বলে 56, শিবম দুবের ব্যাট থেকে আসে 50 রান (21), শেষমেশ 29 বলে 71 রান করে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে ৷ ইডেনবাসী মোহিত প্রাক্তন টেস্ট সহ-অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং দেখে ৷ রাহানে মারেন 6টি চার, 5টি ছয় ৷
আরও পড়ুন: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের
চলতি আইপিএলে দারুণ শুরু করেও কলকাতা নাইট রাইডার্স বিপাকে । 7 ম্যাচে 5টিতেই হেরেছে পার্পল ব্রিগেড । তিন নম্বর জায়গা থেকে নেমে আট নম্বরে চলে এসেছে 'রানা অ্যান্ড কোং' । অর্ধেক খেলা হয়ে যাওয়ার পরেও কলকাতা সঠিক একাদশ খুঁতে ব্যর্থ । ওপেনিং জুটি স্থায়ী হয়নি । পুরো দলের বোঝাপড়া দোদূল্যমান । স্বাভাবিকভাবেই ক্রমশ পিছোচ্ছে নাইটরা ।