ETV Bharat / sports

IPL 2023: অধিনায়কত্ব নিয়ে বেশি মাথা ঘামান না কেএল, মত জন্টির - IPL

নিজে পারফর্ম করে দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেএল রাহুলের হাফ সেঞ্চুরি ইনিংস নিয়ে এমনটাই জানালেন লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 16, 2023, 12:34 PM IST

লখনউ, 16 এপ্রিল: কেএল রাহুল কখনই অধিনায়কত্ব নিয়ে ভাবেন না ৷ এমনটাই জানালেন লখনউ সুপার জায়েন্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে গতকাল এই আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন কেএল রাহুল ৷ আইপিএল-এর প্রতি সিজনে ধারাবাহিকভাবে রান করা রাহুল এবার শুরু থেকেই ফর্মে নেই ৷ তবে, শনিবার সময় নিয়ে তিনি ইনিংস বিল্ড করেন ৷ 56 বলে 74 রান রাহুলের আইপিএল কেরিয়ারের সবচেয়ে স্লথ টি-20 ইনিংস ৷ রাহুলের এই ইনিংসের পরেও লখনউকে গতকালের ম্যাচ হারতে হয়েছে ৷

ম্যাচে হারের পর কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নও উঠেছে ৷ এই পরিস্থিতিতে লখনউ-এক পাশে দাঁড়িয়েছেন ফিল্ডিং কোচ ৷ তিনি বলেন, "অধিনায়ক এমন একজন, যিনি নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন ৷ আর রাহুল এক্ষেত্রে সবসময় সফল ৷ কারণ, একজন সফল ব্যাটার হিসেবে প্রতি আইপিএল-এ ও ধারাবাহিকভাবে রান করে আসছে ৷" জন্টি জানান, অনেকে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর সেই চাপ সামাল দিতে পারেন না ৷ কিন্তু, রাহুল নিজের পারফর্ম্যান্সের মাধ্যমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ৷

জন্টি রোডসের কথায়, কেএল রাহুল কোনও দিন নিজের অধিনায়কত্ব নিয়ে ভাবিত নন ৷ কারণ, তিনি পারফর্ম্যান্সের মাধ্যমে দলকে নেতৃত্ব দেন ৷ উল্লেখ্য, আইপিএল সিজন-16’র 5টি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়েন্টস ৷ কিন্তু, কেএল রাহুল প্রথম 4 ম্যাচে ব্যাটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷ এ নিয়ে জন্টি জানান, টিম ম্যানেজমেন্টের রাহুলের প্রতি পূর্ণ আস্থা ছিল ৷ কারণ তিনি নেটে অসাধারণ ব্যাটিং করছেন ৷ তাঁর ম্যাচে রান পাওয়া সময়ের অপেক্ষা ছিল বলে জানান ৷ কিন্তু, রাহুলের 56 বলে 74 রানের ইনিংসের পরেও লখনউকে 159 রানে থেকে যেতে হয় পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: প্রীতির পঞ্জাব কিংসকে জেতালেন শাহরুখ, ঘরের মাঠে হারলেন রাহুলরা

আর সেই রান 3 বল বাকি থাকতে তুলে নেয় পঞ্জাব কিংস ৷ লখনউ সুপার জায়েন্টসকে তাদের ঘরের মাঠে 2 উইকেটে হারিয়ে পঞ্জাব গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট তুলে নিয়েছে ৷ গতকালের ম্যাচে কাঁধের চোটের কারণে খেলেননি পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান ৷ তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন স্যাম কারেন ৷ পঞ্জাব কিংসের হয়ে ব্যাট হাতে আইপিএল-এর প্রথম হাফ সেঞ্চুরি করেছেন জিম্বাবোয়ের সিকন্দর রাজাও ৷ তিনিই ম্যাচের সেরা হয়েছেন ৷

লখনউ, 16 এপ্রিল: কেএল রাহুল কখনই অধিনায়কত্ব নিয়ে ভাবেন না ৷ এমনটাই জানালেন লখনউ সুপার জায়েন্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে গতকাল এই আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন কেএল রাহুল ৷ আইপিএল-এর প্রতি সিজনে ধারাবাহিকভাবে রান করা রাহুল এবার শুরু থেকেই ফর্মে নেই ৷ তবে, শনিবার সময় নিয়ে তিনি ইনিংস বিল্ড করেন ৷ 56 বলে 74 রান রাহুলের আইপিএল কেরিয়ারের সবচেয়ে স্লথ টি-20 ইনিংস ৷ রাহুলের এই ইনিংসের পরেও লখনউকে গতকালের ম্যাচ হারতে হয়েছে ৷

ম্যাচে হারের পর কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নও উঠেছে ৷ এই পরিস্থিতিতে লখনউ-এক পাশে দাঁড়িয়েছেন ফিল্ডিং কোচ ৷ তিনি বলেন, "অধিনায়ক এমন একজন, যিনি নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন ৷ আর রাহুল এক্ষেত্রে সবসময় সফল ৷ কারণ, একজন সফল ব্যাটার হিসেবে প্রতি আইপিএল-এ ও ধারাবাহিকভাবে রান করে আসছে ৷" জন্টি জানান, অনেকে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর সেই চাপ সামাল দিতে পারেন না ৷ কিন্তু, রাহুল নিজের পারফর্ম্যান্সের মাধ্যমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ৷

জন্টি রোডসের কথায়, কেএল রাহুল কোনও দিন নিজের অধিনায়কত্ব নিয়ে ভাবিত নন ৷ কারণ, তিনি পারফর্ম্যান্সের মাধ্যমে দলকে নেতৃত্ব দেন ৷ উল্লেখ্য, আইপিএল সিজন-16’র 5টি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়েন্টস ৷ কিন্তু, কেএল রাহুল প্রথম 4 ম্যাচে ব্যাটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷ এ নিয়ে জন্টি জানান, টিম ম্যানেজমেন্টের রাহুলের প্রতি পূর্ণ আস্থা ছিল ৷ কারণ তিনি নেটে অসাধারণ ব্যাটিং করছেন ৷ তাঁর ম্যাচে রান পাওয়া সময়ের অপেক্ষা ছিল বলে জানান ৷ কিন্তু, রাহুলের 56 বলে 74 রানের ইনিংসের পরেও লখনউকে 159 রানে থেকে যেতে হয় পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: প্রীতির পঞ্জাব কিংসকে জেতালেন শাহরুখ, ঘরের মাঠে হারলেন রাহুলরা

আর সেই রান 3 বল বাকি থাকতে তুলে নেয় পঞ্জাব কিংস ৷ লখনউ সুপার জায়েন্টসকে তাদের ঘরের মাঠে 2 উইকেটে হারিয়ে পঞ্জাব গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট তুলে নিয়েছে ৷ গতকালের ম্যাচে কাঁধের চোটের কারণে খেলেননি পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান ৷ তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন স্যাম কারেন ৷ পঞ্জাব কিংসের হয়ে ব্যাট হাতে আইপিএল-এর প্রথম হাফ সেঞ্চুরি করেছেন জিম্বাবোয়ের সিকন্দর রাজাও ৷ তিনিই ম্যাচের সেরা হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.