ETV Bharat / sports

নিজেকে ফিট রাখার গ্যারান্টি দিচ্ছেন ক্যাপ্টেন কুল

হলুদ জার্সি গায়ে অধিনায়ক হিসাবে 200 তম ম্যাচ খেলতে নেমে জয় নিয়েই ফেরেন মহেন্দ্র সিংহ ধোনি ৷ রাজস্থানকে হারিয়ে ধোনি বলেন, তিনি পারফরমেন্স নিয়ে কথা না দিতে পারলেও নিজেকে ফিট রাখার দাবি করেন ৷

ক্যাপ্টেন কুল
ক্যাপ্টেন কুল
author img

By

Published : Apr 20, 2021, 3:18 PM IST

মুম্বই, 20 এপ্রিল : গত আইপিএল মরশুম একেবারেই ভাল কাটেনি ৷ না ব্যাটসম্যান হিসাবে, না অধিনায়ক হিসাবে ৷ দলও ভাল পারফর্ম করেনি ৷ গত মরশুমের শেষ ম্যাচে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, পরবর্তী আইপিএলে তাঁকে দেখা যাবে কিনা ৷ তিনি বলেছিলেন, অবশ্যই এটা তাঁর শেষ ম্যাচ নয় ৷ এই কথায় বুক বেঁধেছিলেন সমর্থরকরা ৷

ভারতীয় দলের নীল জার্সি খুলে রাখলেও চেন্নাইয়ের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা ৷ প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরায় হতাশ হয়েছিলেন সমর্থকরা ৷ এরপর রাজস্থান ম্যাচে রানে আসে তাঁর ব্যাটে ৷ তবে বড় রান করতে ব্যর্থ ধোনি ৷ 17 বলে করেন মাত্র 18 রান ৷ ইনিংসে মারেন 4 টি বাউন্ডারি ৷ তবে হলুদ জার্সি গায়ে অধিনায়ক হিসাবে 200 তম ম্যাচ খেলতে নেমে জয় নিয়েই ফেরেন মহেন্দ্র সিংহ ধোনি ৷ রাজস্থানকে হারিয়ে ধোনি বলেন, তিনি পারফরমেন্স নিয়ে কথা না দিতে পারলেও নিজেকে ফিট রাখার দাবি করেন ৷

39 বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়কের পারফরমেন্স নিয়ে সমালোচকরা প্রশ্ন তুললেও তাঁর ফিটনেস নিয়ে কোনওদিনও কেউ কোনও প্রশ্ন তুলতে পারেননি ৷ রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর এদিন ধোনি বলেন, 24 বছরেও আমি পারফরমেন্সের গ্যারান্টি দিইনি, 40 বছরেও তা দিতে পারব না । কিন্তু কেউ যদি আমার দিকে আনফিট হওয়ার তকমা না লাগাতে পারে, তা হলে সেটাই আমার কাছে বড় পাওনা ৷ তরুণদের সঙ্গে খেলতে গেলে নিজেকে ফিট রাখতেই হবে একথাও জানান তিনি ৷

আরও পড়ুন : 200 তম ম্যাচে জয় অধিনায়ক ধোনির, রাজস্থানকে 45 রানে হারাল চেন্নাই

তরুণ খেলোয়াড়দের চ্যালেঞ্জ করতে তাঁর ভালই লাগে ৷ এর সঙ্গে সঙ্গে বোলারদের সাধুবাদ জানান ধোনি ৷ গত বছর দুবাইয়ে বোলাররা যেখানে উইকেট পাচ্ছিল না, সেখানে এখানকার পরিস্থিতিতে বোলাররা ভাল বল করছে দেখে খুশি অধিনায়ক ৷

মুম্বই, 20 এপ্রিল : গত আইপিএল মরশুম একেবারেই ভাল কাটেনি ৷ না ব্যাটসম্যান হিসাবে, না অধিনায়ক হিসাবে ৷ দলও ভাল পারফর্ম করেনি ৷ গত মরশুমের শেষ ম্যাচে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, পরবর্তী আইপিএলে তাঁকে দেখা যাবে কিনা ৷ তিনি বলেছিলেন, অবশ্যই এটা তাঁর শেষ ম্যাচ নয় ৷ এই কথায় বুক বেঁধেছিলেন সমর্থরকরা ৷

ভারতীয় দলের নীল জার্সি খুলে রাখলেও চেন্নাইয়ের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা ৷ প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরায় হতাশ হয়েছিলেন সমর্থকরা ৷ এরপর রাজস্থান ম্যাচে রানে আসে তাঁর ব্যাটে ৷ তবে বড় রান করতে ব্যর্থ ধোনি ৷ 17 বলে করেন মাত্র 18 রান ৷ ইনিংসে মারেন 4 টি বাউন্ডারি ৷ তবে হলুদ জার্সি গায়ে অধিনায়ক হিসাবে 200 তম ম্যাচ খেলতে নেমে জয় নিয়েই ফেরেন মহেন্দ্র সিংহ ধোনি ৷ রাজস্থানকে হারিয়ে ধোনি বলেন, তিনি পারফরমেন্স নিয়ে কথা না দিতে পারলেও নিজেকে ফিট রাখার দাবি করেন ৷

39 বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়কের পারফরমেন্স নিয়ে সমালোচকরা প্রশ্ন তুললেও তাঁর ফিটনেস নিয়ে কোনওদিনও কেউ কোনও প্রশ্ন তুলতে পারেননি ৷ রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর এদিন ধোনি বলেন, 24 বছরেও আমি পারফরমেন্সের গ্যারান্টি দিইনি, 40 বছরেও তা দিতে পারব না । কিন্তু কেউ যদি আমার দিকে আনফিট হওয়ার তকমা না লাগাতে পারে, তা হলে সেটাই আমার কাছে বড় পাওনা ৷ তরুণদের সঙ্গে খেলতে গেলে নিজেকে ফিট রাখতেই হবে একথাও জানান তিনি ৷

আরও পড়ুন : 200 তম ম্যাচে জয় অধিনায়ক ধোনির, রাজস্থানকে 45 রানে হারাল চেন্নাই

তরুণ খেলোয়াড়দের চ্যালেঞ্জ করতে তাঁর ভালই লাগে ৷ এর সঙ্গে সঙ্গে বোলারদের সাধুবাদ জানান ধোনি ৷ গত বছর দুবাইয়ে বোলাররা যেখানে উইকেট পাচ্ছিল না, সেখানে এখানকার পরিস্থিতিতে বোলাররা ভাল বল করছে দেখে খুশি অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.