ETV Bharat / sports

Sunrisers Hyderabad: টম মুডির অধ্যায় শেষ, সানরাইজার্স হায়দরাবাদের নতুন হেড কোচ লারা - ডেল স্টেইন

স্ট্র্যাটেজিক হেড থেকে হেড কোচর ভূমিকায় ব্রায়ান লারা (Brian Lara) ৷ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) প্রাক্তন এই ওয়েস্ট ইন্ডিয়ানকেই হেড কোচ করেছে ৷ টম মুডির (Tom Moody) জায়গায় তাঁকে আগামী আইপিএলে (IPL) হায়দরাবাদ ডাগ আউটে দেখা যাবে ৷

brian-lara-replaces-tom-moody-as-sunrisers-hyderabad-head-coach-in-ipl
brian-lara-replaces-tom-moody-as-sunrisers-hyderabad-head-coach-in-ipl
author img

By

Published : Sep 3, 2022, 1:19 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ হলেন ব্রায়ান লারা (Brian Lara) ৷ আগামী সিজন অর্থাৎ, আইপিএল 16-তে অরেঞ্জ আর্মির দায়িত্বে থাকবেন তিনি ৷ গত বছরও তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ডাগ আউটে দেখা গিয়েছিল ৷ সেই সিজনে তিনি স্ট্র্যাটেজিক হেড হিসাবে দায়িত্ব সামলেছেন ৷

এবার টম মুডির (Tom Moody) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল (IPL) হায়দরাবাদ সানরাইজার্স ৷ তাঁর অধীনে গতবছর পয়েন্ট টেবিলে আট নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ এরপর মুডিকে সরিয়ে ব্রায়ান লারাকেই হেড কোচ করল এসআরএইচ ৷ এ দিন টুইট করে এ খবর দেয় সানরাইজার্স কর্তৃপক্ষ ৷ যেখানে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘‘ ব্রায়ান লারা আইপিএলের আগামী মরশুমে আমাদের হেড কোচ হতে চলেছেন ৷’’

প্রসঙ্গত, টম মুডির কোচিংয়ে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ 5 বার আইপিএল এর প্লে-অফসে উঠেছে ৷ যার মধ্যে 2016 সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রথমবার আইপিএল ট্রফি জেতে ৷ তবে, 2020 সাল থেকে আইপিএলে সেভাবে দাগ কাটতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ ৷ আর এ বছর লিগ পর্যায়ে 14 ম্যাচের মধ্যে মাত্র 6টিতে জয় ও 8টি ম্যাচে হারতে হয় এসআরএইচ-কে ৷

আরও পড়ুন: রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

অধিনায়কত্ব নিয়েও সমস্যা রয়েছে হায়দরাবাদের ৷ আইপিএল 15’র শেষের দিকে অধিনায়ক কেন উইলিয়ামসন দল থেকে বেরিয়ে যান ৷ সেই সময় শেষ 2টি ম্যাচে ভুবনেশ্বর কুমার অধিনায়কের দায়িত্ব পালন করেন ৷ ফলে নতুন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ তাদের অধিনায়ক পরিবর্তন করে কিনা, সেটাও দেখার ৷ অন্যদিকে, বোলিং কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন প্রোটিয়াস পেসার ডেল স্টেইন (Dale Steyn) ৷

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ হলেন ব্রায়ান লারা (Brian Lara) ৷ আগামী সিজন অর্থাৎ, আইপিএল 16-তে অরেঞ্জ আর্মির দায়িত্বে থাকবেন তিনি ৷ গত বছরও তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ডাগ আউটে দেখা গিয়েছিল ৷ সেই সিজনে তিনি স্ট্র্যাটেজিক হেড হিসাবে দায়িত্ব সামলেছেন ৷

এবার টম মুডির (Tom Moody) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল (IPL) হায়দরাবাদ সানরাইজার্স ৷ তাঁর অধীনে গতবছর পয়েন্ট টেবিলে আট নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ এরপর মুডিকে সরিয়ে ব্রায়ান লারাকেই হেড কোচ করল এসআরএইচ ৷ এ দিন টুইট করে এ খবর দেয় সানরাইজার্স কর্তৃপক্ষ ৷ যেখানে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘‘ ব্রায়ান লারা আইপিএলের আগামী মরশুমে আমাদের হেড কোচ হতে চলেছেন ৷’’

প্রসঙ্গত, টম মুডির কোচিংয়ে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ 5 বার আইপিএল এর প্লে-অফসে উঠেছে ৷ যার মধ্যে 2016 সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রথমবার আইপিএল ট্রফি জেতে ৷ তবে, 2020 সাল থেকে আইপিএলে সেভাবে দাগ কাটতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ ৷ আর এ বছর লিগ পর্যায়ে 14 ম্যাচের মধ্যে মাত্র 6টিতে জয় ও 8টি ম্যাচে হারতে হয় এসআরএইচ-কে ৷

আরও পড়ুন: রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

অধিনায়কত্ব নিয়েও সমস্যা রয়েছে হায়দরাবাদের ৷ আইপিএল 15’র শেষের দিকে অধিনায়ক কেন উইলিয়ামসন দল থেকে বেরিয়ে যান ৷ সেই সময় শেষ 2টি ম্যাচে ভুবনেশ্বর কুমার অধিনায়কের দায়িত্ব পালন করেন ৷ ফলে নতুন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ তাদের অধিনায়ক পরিবর্তন করে কিনা, সেটাও দেখার ৷ অন্যদিকে, বোলিং কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন প্রোটিয়াস পেসার ডেল স্টেইন (Dale Steyn) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.