কলকাতা, 4 এপ্রিল: শুরু হয়ে গিয়েছে আইপিএল । আর এই নিয়ে বাঙালি তথা ভারতবাসীর উন্মাদনা তুঙ্গে । কেউ জিতছেন, কেউ বা দেখছেন হারের মুখ ৷ ঠিক যেমন শুরুটা ধোনির দল করেছিল হার দিয়ে, আবার গতকাল জয়ে ফিরেছে তারা ৷ আবার হেরেছে রোহিত ব্রিগ্রেড, জয়ীর আসনে বসেছে কোহলি আর্মি ৷ রোজই আইপিএলে তৈরি হচ্ছে নতুন নতুন স্টার ৷ উন্মাদনা কমতি নেই টলিপাড়াতেও । কাজের ব্যস্ততা, কলটাইমের তাড়াহুড়ো যতই থাক না কেন, সময় বের করে আইপিএল দেখবেন না এমন অভিনেতা কমই আছেন । তাঁদেরই মধ্যে চারজনের এবারের আইপিএল ঘিরে আবেগের কথা জেনে নিল ইটিভি ভারত ।
আজীবন ক্রীড়াপ্রেমী অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, "চুটিয়ে খেলা দেখছি এবার । প্রতিবারই দেখি অবশ্য । আমি ক্রিকেট ভক্ত । তাই রাস্তায় থাকলে ফোনেও ফলো করি । কেকেআর-এর ভক্ত আমি । এবার 14 তারিখ ইডেনে গিয়ে আমি আর কৌশানি খেলা দেখব । বন্ধুরা মিলে ফাইনাল দেখার ইচ্ছা আছে । তা সে যে দলই খেলুক না কেন ? খেলায় হারজিত আছেই । খেলাটা এনজয় করাই আমার কাছে বড় কথা ।"
সেই বন্ধুরা কি ইন্ডাস্ট্রির ? প্রশ্নের উত্তরে বনি বলেন, " না না । ওঁরা কেউ আমার স্কুলের, কেউ কলেজের । ইন্ডাস্ট্রিতে বন্ধু খুব কম আমার । তাই স্কুল, কলেজের বন্ধুদের সঙ্গেই আমার ব্যক্তিগত সময় কাটে ।" বনি এমনিতেও প্রায়শই শেয়ার করেন তাঁর ক্রিকেট অনুশীলনের ভিডিয়ো ৷ অন্যদিকে অভিনেতা সৌরভ দাস বলেন, "কেকেআর আমার জীবন ৷ কেকেআর-এর খেলা দেখব না তাও কি হয় ৷ নিয়মিত আইপিএলে চোখ রাখছি ৷"
আইপিএল নিয়ে ব্যাপক উৎসাহী অভিনেতা রণজয় । তাঁর কথাতে উঠে আসে, "রোজ না দেখতে পারলেও চেষ্টা করছি দেখার । আমি 'সিএসকে' দলের সাপোর্টার । ধোনির অন্ধভক্ত আসলে । এতটাই ভক্ত যে বলে বোঝাতে পারব না । অরিজিৎ সিং ওঁকে প্রণাম করে এসেছেন আমারও ইচ্ছা ওঁকে প্রণাম করার । এটাই বোধহয় ধোনির শেষ আইপিএল । একা একাই দেখছি খেলা । আসলে এখন এত খেলা হয়, যে বন্ধুদের সঙ্গে দেখা করে খেলা দেখা সম্ভব হয় না আজকাল । সবাই ব্যস্ত এখন খুব । একসঙ্গে হওয়াটাই মুশকিলের । বিশ্বকাপ একসঙ্গে দেখা হয় । আবারও ধোনির কথা বলি, কেউ ধোনির ব্যাপারে কিছু বললে আমি তাঁকে ছেড়ে দিই না । আমার কাছে আইপিএল মানে একটা ইমোশন । আর সেই ইমোশনের নাম ধোনি ।"
জীবন ক্রীড়াপ্রেমী অভিনেত্রী সোনালী চৌধুরীর কাছে ইটিভি ভারতের তরফে আইপিএল নিয়ে তাঁর উন্মাদনার কথা জানতে চাইলে তিনি বলেন, "আমি সবসময়ই 'কেকেআর' দলকে সাপোর্ট করি । ওরা কোনওভাবে ফাইনালে আউট হয়ে গেলে আমি 'সিএসকে'- কে সাপোর্ট করি সাধারণত । আগে আমি ইডেন গার্ডেনে গিয়েও খেলা দেখতাম । এখন আর সেভাবে যাওয়া হয় না । বাড়িতেই দেখি । সব খেলা দেখা না হলেও দেখি সময় পেলেই । তবে, সেমিফাইনাল থেকে সিরিয়াসলি দেখি । ফাইনালের দিন অনেক সময় বন্ধুরা অ্যারেঞ্জ করে একসঙ্গে খেলা দেখার । সেটা এবারও হলে ভালো । না হলে পরিবারের সঙ্গেই দেখব বাড়িতে । তবে দেখব তো বটেই ।"
আরও পড়ুন: হৃতিকের 'ওয়ার 2' ছবির পরিচালনায় অয়ন, জানালেন ব্রহ্মাস্ত্র এর পরবর্তী পর্বের কথাও