ETV Bharat / sports

Match Schedule of WPL 2023: প্লে-অফ-সহ 22 ম্যাচে উইমেনস প্রিমিয়র লিগ - গুজরাত জায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

উইমেনস প্রিমিয়র লিগের ম্যাচ তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (Match Schedule of WPL 2023) ৷ মুম্বইয়ের দু’টি স্টেডিয়ামে 4 মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে ৷ 26 মার্চ হবে ফাইনাল ৷

Match Schedule of WPL 2023 ETV BHARAT
Match Schedule of WPL 2023
author img

By

Published : Feb 15, 2023, 1:49 PM IST

মুম্বই, 15 ফেব্রুয়ারি: আগামী 4 মার্চ থেকে শুরু হবে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম সিজন ৷ মঙ্গলবার এই টুর্নামেন্টের ম্যাচের তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI Release Schedule for Womens Premire Luague) ৷ মেয়েদের এই মেগা টি-20 টুর্নামেন্টের শুরুটাই হবে গুজরাত জায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স এর ম্যাচ দিয়ে ৷ মোট 20টি লিগ স্টেজের ম্যাচ হবে ৷ এরপর হবে ফাইনাল-সহ 2টি প্লে অফের ম্যাচ ৷ 23 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 26 মার্চ ৷ প্রথম প্লে অফ অর্থাৎ, এলিমিনেটর হবে 24 মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৷ আর ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে উইমেনস প্রিমিয়র লিগের ফাইনাল ৷

বিসিসিআই মঙ্গলবার যে তালিকা প্রকাশ করেছে সেখানে, 4টি ডবল হেডার রয়েছে ৷ ডবল হেডারগুলির প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে 3টে থেকে ৷ আর সন্ধ্যের সব ম্যাচ শুরু হবে সাড়ে 7টা থেকে ৷ মুম্বইয়ের ব্রেবোর্ন এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হবে ৷ 4 মার্চ প্রথম ম্যাচে হোম টিম হিসেবে খেলতে নামবে গুজরাত জায়েন্টস ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সেই খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে 7টা থেকে ৷

5 মার্চ রবিবার রয়েছে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম ডবল হেডার ৷ ব্রেবোর্ন স্টেডিয়ামের এই ম্যাচে মুখোমুখি হবে হোম টিম আরসিবি এবং প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷ ওইদিন সন্ধ্যায় উত্তরপ্রদেশে ওয়ারিয়ার্স বনাম গুজরাত জায়েন্টসের ম্যাচ হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷ এর পর উইমেনস প্রিমিয়র লিগের ডবল হেডার রয়েছে 18 মার্চ, 20 মার্চ এবং 21 মার্চ ৷

আরও পড়ুন: আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা

উল্লেখ্য, 5টি দলের মধ্যে প্লে অফের জন্য 3টি দল কোয়ালিফাই করবে ৷ প্রথম দল সরাসরি ফাইনালে উঠবে এবং দুই ও তিন নম্বরে থাকা দল এলিমিনেটর খেলে এক নম্বরের সঙ্গে ফাইনাল খেলবে ৷ প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে ৷

মুম্বই, 15 ফেব্রুয়ারি: আগামী 4 মার্চ থেকে শুরু হবে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম সিজন ৷ মঙ্গলবার এই টুর্নামেন্টের ম্যাচের তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI Release Schedule for Womens Premire Luague) ৷ মেয়েদের এই মেগা টি-20 টুর্নামেন্টের শুরুটাই হবে গুজরাত জায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স এর ম্যাচ দিয়ে ৷ মোট 20টি লিগ স্টেজের ম্যাচ হবে ৷ এরপর হবে ফাইনাল-সহ 2টি প্লে অফের ম্যাচ ৷ 23 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 26 মার্চ ৷ প্রথম প্লে অফ অর্থাৎ, এলিমিনেটর হবে 24 মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৷ আর ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে উইমেনস প্রিমিয়র লিগের ফাইনাল ৷

বিসিসিআই মঙ্গলবার যে তালিকা প্রকাশ করেছে সেখানে, 4টি ডবল হেডার রয়েছে ৷ ডবল হেডারগুলির প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে 3টে থেকে ৷ আর সন্ধ্যের সব ম্যাচ শুরু হবে সাড়ে 7টা থেকে ৷ মুম্বইয়ের ব্রেবোর্ন এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হবে ৷ 4 মার্চ প্রথম ম্যাচে হোম টিম হিসেবে খেলতে নামবে গুজরাত জায়েন্টস ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সেই খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে 7টা থেকে ৷

5 মার্চ রবিবার রয়েছে উইমেনস প্রিমিয়র লিগের প্রথম ডবল হেডার ৷ ব্রেবোর্ন স্টেডিয়ামের এই ম্যাচে মুখোমুখি হবে হোম টিম আরসিবি এবং প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷ ওইদিন সন্ধ্যায় উত্তরপ্রদেশে ওয়ারিয়ার্স বনাম গুজরাত জায়েন্টসের ম্যাচ হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷ এর পর উইমেনস প্রিমিয়র লিগের ডবল হেডার রয়েছে 18 মার্চ, 20 মার্চ এবং 21 মার্চ ৷

আরও পড়ুন: আরসিবি উইমেনসের মেন্টর হলেন সানিয়া মির্জা

উল্লেখ্য, 5টি দলের মধ্যে প্লে অফের জন্য 3টি দল কোয়ালিফাই করবে ৷ প্রথম দল সরাসরি ফাইনালে উঠবে এবং দুই ও তিন নম্বরে থাকা দল এলিমিনেটর খেলে এক নম্বরের সঙ্গে ফাইনাল খেলবে ৷ প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.