ETV Bharat / sports

Women Premier League: মহিলা প্রিমিয়র লিগে নেই কলকাতা, আদানিদের দখলে আমেদাবাদ

মহিলা প্রিমিয়র লিগে 5টি ফ্র্যাঞ্চাইজির সফল দরপত্র প্রকাশ করল বিসিসিআই (Women Premier League) ৷ সেখানে আমেদাবাদের দর সবচেয়ে বেশি উঠেছে ৷

Women Premier League ETV BHARAT
Women Premier League
author img

By

Published : Jan 25, 2023, 4:42 PM IST

Updated : Jan 25, 2023, 5:21 PM IST

মুম্বই, 25 জানুয়ারি: মহিলা প্রিমিয়র লিগে পাঁচটি দলের সফল বিড ঘোষণা করল বিসিসিআই (BCCI Announces Successful Birdders for Women Premier League) ৷ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে দরপত্রের মোট মূল্য 4 হাজার 669 কোটি 99 লক্ষ টাকা উঠেছে ৷ আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউয়ের দল কিনেছে পাঁচটি স্পোর্টস সংস্থা ৷ আর সবচেয়ে বেশি 1289 কোটি টাকার দরপত্র জমা দিয়ে আমেদাবাদের দল কিনেছে আদানি স্পোটর্সলাইন প্রাইভেট লিমিটেড ৷ তার পরে রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ ৷

আদানি স্পোটর্সলাইন প্রাইভেট লিমিটেড 1289 কোটি টাকায় আমেদাবাদের দল কিনেছে ৷ ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড 912.99 কোটি টাকার দরপত্রে মুম্বইয়ের দল কিনেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড 901 কোটি টাকা দিয়ে বেঙ্গালুরুর দল কিনেছে ৷ জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড 810 কোটি টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ কাপরি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড লখনউয়ের দল কিনেছে 757 কোটি টাকায় ৷

বিসিসিআই সচিব জয় শাহ টুইট করেছেন এ নিয়ে ৷ আজকের দিনটিকে ক্রিকেটের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি ৷ জয় শাহ জানিয়েছেন, 2008 সালে আইপিএল এর সূচনায় 8টি দলের মোট যে দর উঠেছিল ৷ 5 টি দলের মহিলা প্রিমিয়র লিগ সেই রেকর্ড ভেঙে দিয়েছে ৷ মহিলা ক্রিকেটের এক যুগান্তকারী বদল আসতে চলেছে বলে জানান জয় শাহ ৷

  • 𝐁𝐂𝐂𝐈 𝐚𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐛𝐢𝐝𝐝𝐞𝐫𝐬 𝐟𝐨𝐫 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐏𝐫𝐞𝐦𝐢𝐞𝐫 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞.

    The combined bid valuation is INR 4669.99 Cr

    A look at the Five franchises with ownership rights for #WPL pic.twitter.com/ryF7W1BvHH

    — BCCI (@BCCI) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিরিজ জিতে একান্ত আলাপচারিতায় শিষ্য শুভমন এবং গুরু রাহুল

তিনি টুইটারে লেখেন, ‘‘আজকে ক্রিকেটের ঐতিহাসিক দিন ৷ মহিলা প্রিমিয়র লিগের দলের জন্য ওঠা দরপত্র 2008 সালের আইপিএল-এর রেকর্ড ভেঙে দিয়েছে ৷ জয়ীদের অনেক অভিনন্দন ৷ আর আমরা মোট দরপত্রে 4 হাজার 669 কোট 99 লক্ষ টাকা লাভ করেছিল ৷ এটা মহিলা ক্রিকেটের জন্য একটা যুগান্তকারী বদল আনতে চলেছে ৷’’

  • The @BCCI has named the league - Women's Premier League (WPL). Let the journey begin....

    — Jay Shah (@JayShah) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয় শাহ জানিয়েছেন, এটা শুধু ভারতীয় মহিলা ক্রিকেটারদের সফরেই শুধু আমূূল পরিবর্তন আনবে না ৷ এর সুফল সমগ্র স্পোর্টস ফেটারনিটি পাবে ৷ মহিলা প্রিমিয়র লিগে প্রয়োজনীয় সবরকম নিয়মরীতি আনা হবে বলে জানিয়েছেন তিনি ৷

মুম্বই, 25 জানুয়ারি: মহিলা প্রিমিয়র লিগে পাঁচটি দলের সফল বিড ঘোষণা করল বিসিসিআই (BCCI Announces Successful Birdders for Women Premier League) ৷ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে দরপত্রের মোট মূল্য 4 হাজার 669 কোটি 99 লক্ষ টাকা উঠেছে ৷ আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউয়ের দল কিনেছে পাঁচটি স্পোর্টস সংস্থা ৷ আর সবচেয়ে বেশি 1289 কোটি টাকার দরপত্র জমা দিয়ে আমেদাবাদের দল কিনেছে আদানি স্পোটর্সলাইন প্রাইভেট লিমিটেড ৷ তার পরে রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ ৷

আদানি স্পোটর্সলাইন প্রাইভেট লিমিটেড 1289 কোটি টাকায় আমেদাবাদের দল কিনেছে ৷ ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড 912.99 কোটি টাকার দরপত্রে মুম্বইয়ের দল কিনেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড 901 কোটি টাকা দিয়ে বেঙ্গালুরুর দল কিনেছে ৷ জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড 810 কোটি টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ কাপরি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড লখনউয়ের দল কিনেছে 757 কোটি টাকায় ৷

বিসিসিআই সচিব জয় শাহ টুইট করেছেন এ নিয়ে ৷ আজকের দিনটিকে ক্রিকেটের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি ৷ জয় শাহ জানিয়েছেন, 2008 সালে আইপিএল এর সূচনায় 8টি দলের মোট যে দর উঠেছিল ৷ 5 টি দলের মহিলা প্রিমিয়র লিগ সেই রেকর্ড ভেঙে দিয়েছে ৷ মহিলা ক্রিকেটের এক যুগান্তকারী বদল আসতে চলেছে বলে জানান জয় শাহ ৷

  • 𝐁𝐂𝐂𝐈 𝐚𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐛𝐢𝐝𝐝𝐞𝐫𝐬 𝐟𝐨𝐫 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐏𝐫𝐞𝐦𝐢𝐞𝐫 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞.

    The combined bid valuation is INR 4669.99 Cr

    A look at the Five franchises with ownership rights for #WPL pic.twitter.com/ryF7W1BvHH

    — BCCI (@BCCI) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিরিজ জিতে একান্ত আলাপচারিতায় শিষ্য শুভমন এবং গুরু রাহুল

তিনি টুইটারে লেখেন, ‘‘আজকে ক্রিকেটের ঐতিহাসিক দিন ৷ মহিলা প্রিমিয়র লিগের দলের জন্য ওঠা দরপত্র 2008 সালের আইপিএল-এর রেকর্ড ভেঙে দিয়েছে ৷ জয়ীদের অনেক অভিনন্দন ৷ আর আমরা মোট দরপত্রে 4 হাজার 669 কোট 99 লক্ষ টাকা লাভ করেছিল ৷ এটা মহিলা ক্রিকেটের জন্য একটা যুগান্তকারী বদল আনতে চলেছে ৷’’

  • The @BCCI has named the league - Women's Premier League (WPL). Let the journey begin....

    — Jay Shah (@JayShah) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয় শাহ জানিয়েছেন, এটা শুধু ভারতীয় মহিলা ক্রিকেটারদের সফরেই শুধু আমূূল পরিবর্তন আনবে না ৷ এর সুফল সমগ্র স্পোর্টস ফেটারনিটি পাবে ৷ মহিলা প্রিমিয়র লিগে প্রয়োজনীয় সবরকম নিয়মরীতি আনা হবে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jan 25, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.