নয়াদিল্লি, 20 এপ্রিল: দাদার দাওয়াই কাজে আসেনি । 5 ম্যাচের 5টিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস । এবার সৌরভের শহরের বিরুদ্ধে নামার আগে আরও চাপে 'ওয়ার্নার অ্যান্ড কোং' । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পরেই খোয়া গেল দিল্লি খেলোয়াড়দের লক্ষাধিক টাকার সামগ্রী । টিম সূত্রে জানা গিয়েছে, পাওয়া যাচ্ছে না ব্যাট, প্যাড-সহ একাধিক জিনিস ।
খোয়া গিয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, যশ ধূলদের একাধিক ব্যাট । জানা গিয়েছে, এক একটি ব্যাটের দাম প্রায় এক লক্ষ টাকা । শুধু ব্যাটই নয়, খোয়া গিয়েছে প্যাড, গ্লাভস-সহ অন্যান্য সামগ্রীও । অভিযোগ, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের পর যখন ক্রিকেটারদের কিটব্যাগগুলি ফেরত আসছিল, ওই সময়েই ব্যাট-প্যাড খোয়া গিয়েছে বলে খবর ।
দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সব ক্রিকেটারই তাদের ব্যাট হারিয়েছেন। যশ ধূলের পাঁচটি ব্যাট খোয়া গিয়েছে । বিদেশি খেলোয়াড়দের প্রতিটি ব্যাটের দাম কমবেশি 1 লক্ষ টাকা । পুলিশের কাছ থেকে সাহায্য চেয়েছে ফ্র্যাঞ্চাইজি টিম কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস খেলোয়াড়-সাপোর্ট স্টাফদের কিট ব্যাগ, ক্রীড়াসামগ্রী এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে একটি লজিস্টিক সংস্থা । কোনও শহরে ম্যাচের পর হোটেল রুমের বাইরে কিট ব্যাগ রেখে দেন ক্রিকেটাররা । সেখান থেকে সেই ব্যাগ সংগ্রহ করে নেয় ওই সংস্থা । পরবর্তী ভেন্যুতে ব্যাগ পৌঁছে দেওয়া হয় ক্রিকেটারদের রুমে ।
আরও পড়ুন: পারিপার্শ্বিক চাপ সামলানো ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্জুনের, মত গাভাসকরের
আরসিবি ম্যাচের পর ঠিক সেখানেই হয়ে গিয়েছে গলদ । এখন দেখার মাঠের বাইরে এই অনভিপ্রেত ঘটনার রেশ ঝেড়ে ফেল নাইটদের বিরুদ্ধে কীভাবে নিজেদের মেলে ধরে পন্টিংয়ের দল । দিল্লি ক্যাপিটালস আইপিএল 2023-এর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ৷ এখনও পর্যন্ত 5টি ম্যাচের সবকটিই হেরেছে তারা ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে সৌরভ-পান্টারের ছেলেরা ।