ETV Bharat / sports

IPL 2023: বাইশ গজে তথৈবচ ! এবার মাঠের বাইরেও সমস্যায় দিল্লি ক্যাপিটালস, খোয়া গেল ওয়ার্নারদের লক্ষাধিক টাকার ব্যাট-প্যাড - এবার মাঠের বাইরেও সমস্যায় দিল্লি ক্যাপিটালস

আইপিএল ঘিরে ধরা পড়ল অব্যবস্থার ছবি। সূত্রের খবর, আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর দিল্লির ক্রিকেটারদের লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে।

Etv Bharat
খোয়া গেল ওয়ার্নারদের লক্ষাধিক টাকার ব্যাট-প্যাড
author img

By

Published : Apr 20, 2023, 2:08 AM IST

Updated : Apr 20, 2023, 12:37 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: দাদার দাওয়াই কাজে আসেনি । 5 ম্যাচের 5টিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস । এবার সৌরভের শহরের বিরুদ্ধে নামার আগে আরও চাপে 'ওয়ার্নার অ্যান্ড কোং' । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পরেই খোয়া গেল দিল্লি খেলোয়াড়দের লক্ষাধিক টাকার সামগ্রী । টিম সূত্রে জানা গিয়েছে, পাওয়া যাচ্ছে না ব্যাট, প্যাড-সহ একাধিক জিনিস ।

খোয়া গিয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, যশ ধূলদের একাধিক ব্যাট । জানা গিয়েছে, এক একটি ব্যাটের দাম প্রায় এক লক্ষ টাকা । শুধু ব্যাটই নয়, খোয়া গিয়েছে প্যাড, গ্লাভস-সহ অন্যান্য সামগ্রীও । অভিযোগ, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের পর যখন ক্রিকেটারদের কিটব্যাগগুলি ফেরত আসছিল, ওই সময়েই ব্যাট-প্যাড খোয়া গিয়েছে বলে খবর ।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সব ক্রিকেটারই তাদের ব্যাট হারিয়েছেন। যশ ধূলের পাঁচটি ব্যাট খোয়া গিয়েছে । বিদেশি খেলোয়াড়দের প্রতিটি ব্যাটের দাম কমবেশি 1 লক্ষ টাকা । পুলিশের কাছ থেকে সাহায্য চেয়েছে ফ্র্যাঞ্চাইজি টিম কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস খেলোয়াড়-সাপোর্ট স্টাফদের কিট ব্যাগ, ক্রীড়াসামগ্রী এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে একটি লজিস্টিক সংস্থা । কোনও শহরে ম্যাচের পর হোটেল রুমের বাইরে কিট ব্যাগ রেখে দেন ক্রিকেটাররা । সেখান থেকে সেই ব্যাগ সংগ্রহ করে নেয় ওই সংস্থা । পরবর্তী ভেন্যুতে ব্যাগ পৌঁছে দেওয়া হয় ক্রিকেটারদের রুমে ।

আরও পড়ুন: পারিপার্শ্বিক চাপ সামলানো ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্জুনের, মত গাভাসকরের

আরসিবি ম্যাচের পর ঠিক সেখানেই হয়ে গিয়েছে গলদ । এখন দেখার মাঠের বাইরে এই অনভিপ্রেত ঘটনার রেশ ঝেড়ে ফেল নাইটদের বিরুদ্ধে কীভাবে নিজেদের মেলে ধরে পন্টিংয়ের দল । দিল্লি ক্যাপিটালস আইপিএল 2023-এর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ৷ এখনও পর্যন্ত 5টি ম্যাচের সবকটিই হেরেছে তারা ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে সৌরভ-পান্টারের ছেলেরা ।

নয়াদিল্লি, 20 এপ্রিল: দাদার দাওয়াই কাজে আসেনি । 5 ম্যাচের 5টিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস । এবার সৌরভের শহরের বিরুদ্ধে নামার আগে আরও চাপে 'ওয়ার্নার অ্যান্ড কোং' । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পরেই খোয়া গেল দিল্লি খেলোয়াড়দের লক্ষাধিক টাকার সামগ্রী । টিম সূত্রে জানা গিয়েছে, পাওয়া যাচ্ছে না ব্যাট, প্যাড-সহ একাধিক জিনিস ।

খোয়া গিয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, যশ ধূলদের একাধিক ব্যাট । জানা গিয়েছে, এক একটি ব্যাটের দাম প্রায় এক লক্ষ টাকা । শুধু ব্যাটই নয়, খোয়া গিয়েছে প্যাড, গ্লাভস-সহ অন্যান্য সামগ্রীও । অভিযোগ, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের পর যখন ক্রিকেটারদের কিটব্যাগগুলি ফেরত আসছিল, ওই সময়েই ব্যাট-প্যাড খোয়া গিয়েছে বলে খবর ।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সব ক্রিকেটারই তাদের ব্যাট হারিয়েছেন। যশ ধূলের পাঁচটি ব্যাট খোয়া গিয়েছে । বিদেশি খেলোয়াড়দের প্রতিটি ব্যাটের দাম কমবেশি 1 লক্ষ টাকা । পুলিশের কাছ থেকে সাহায্য চেয়েছে ফ্র্যাঞ্চাইজি টিম কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস খেলোয়াড়-সাপোর্ট স্টাফদের কিট ব্যাগ, ক্রীড়াসামগ্রী এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে একটি লজিস্টিক সংস্থা । কোনও শহরে ম্যাচের পর হোটেল রুমের বাইরে কিট ব্যাগ রেখে দেন ক্রিকেটাররা । সেখান থেকে সেই ব্যাগ সংগ্রহ করে নেয় ওই সংস্থা । পরবর্তী ভেন্যুতে ব্যাগ পৌঁছে দেওয়া হয় ক্রিকেটারদের রুমে ।

আরও পড়ুন: পারিপার্শ্বিক চাপ সামলানো ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্জুনের, মত গাভাসকরের

আরসিবি ম্যাচের পর ঠিক সেখানেই হয়ে গিয়েছে গলদ । এখন দেখার মাঠের বাইরে এই অনভিপ্রেত ঘটনার রেশ ঝেড়ে ফেল নাইটদের বিরুদ্ধে কীভাবে নিজেদের মেলে ধরে পন্টিংয়ের দল । দিল্লি ক্যাপিটালস আইপিএল 2023-এর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ৷ এখনও পর্যন্ত 5টি ম্যাচের সবকটিই হেরেছে তারা ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে সৌরভ-পান্টারের ছেলেরা ।

Last Updated : Apr 20, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.