ETV Bharat / sports

Arun Lal-Bulbul enjoy Eden match: নবদম্পতি অরুণলাল-বুলবুলের ক্রিকেট প্রেমের দ্বৈরথ ইডেনে - আইপিএল এলিমিনিটের ম্যাচ

নবদম্পতি অরুণলাল ও বুলবুল চুটিয়ে উপভোগ করলেন আইপিএল এলিমিনেটর ম্যাচ (Arun Lal-Bulbul enjoy Eden match)৷ ইডেনের দর্শকাসনে বসে দ্বৈরথ চলল যেন তাঁদের মধ্যে (IPL Eliminator at Eden)৷

Arun Lal and his wife Bulbul enjoy IPL 2022 eliminator match in Eden gardens
নবদম্পতি অরুণলাল-বুলবুলের ক্রিকেট প্রেমের দ্বৈরথ ইডেনে
author img

By

Published : May 26, 2022, 10:42 AM IST

কলকাতা, 26 মে: সদ্যবিবাহিত স্ত্রীকে উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখানোর কথা দিয়েছিলেন । বুধ-সন্ধ্যায় সেই কথা রাখলেন অরুণলাল । বিয়ের পর প্রথমবার তিনি যান ইডেন উদ্যানে । দর্শকাসনে বসে আইপিএল ক্রিকেটের আনন্দ নিলেন সস্ত্রীক অরুণলাল (Arun Lal-Bulbul enjoy Eden match)৷

অরুণলাল সনাতনী টেস্ট ক্রিকেটের ভক্ত হলেও তাঁর স্ত্রী বুলবুলের পছন্দ টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনা (IPL Eliminator at Eden)। ফলে নবদম্পতির মধ্যে মধুর গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল ইডেন । খোশমেজাজে সেজেগুজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে এসেছিলেন অরুণলাল এবং বুলবুল । কিন্তু ম্যাচ শুরু হতেই সদ্য বিবাহিতরা ভিন্ন মেরুতে । লখনউয়ের সমর্থক অরুণলালের স্ত্রী বুলবুল । আর বাংলার কোচ চান বেঙ্গালুরুর জয় । দু'জনেরই অবশ্য নিজস্ব কারণ রয়েছে (Eden gardens match)।

বিয়ের পর এটাই কি প্রকাশ্যে প্রথম মতবিরোধ ? অরুণলাল বলেন, 'এটাই ক্রিকেটের মজা । কোনও দলকে সমর্থন করাটা ব্যক্তিগত বিষয় । বেঙ্গালুরুতে দু'জন বাংলার ক্রিকেটার আছে । তাই বাংলার কোচ হিসেবে আমি চাই ওরা ভাল খেলুক এবং আরসিবি জিতুক ।' বুলবুল অবশ্য লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সমর্থনে । কেকেআর বিদায় নেওয়ায় কলকাতার শিল্পপতির দলই আজ তাঁর কাছে হোম টিম । বুলবুল বলেন, 'লখনউয়ের মালিক কলকাতার । সেই হিসেবে ওরা আমাদের এখানকারই টিম । তাই আজ আমি চাই লখনউ জিতুক ।' পাশে দাঁড়ানো অরুণলালের মুখে তখন মুচকি হাসি । বাংলার কোচ শেষে যোগ করেন, 'চাইব সেরা দলই জিতুক।' দিনের শেষে মন ভালো নেই বুলবুলের । তাঁর পছন্দের লখনউ সুপার কিংস লড়াই করেও পরাজিত । তবে উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ হয়েছে ভেবেই আনন্দিত তিনি (Arun Lal and his wife Bulbul enjoy IPL 2022 eliminator match)।

আরও পড়ুন: Rajat Patidar: ইডেনে বিরাটের মঞ্চে পাতিদারের মস্তানি

মঙ্গলবার গুজরাট-রাজস্থান ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত ছিলেন তাঁরা । গ্যালারিতে বসে দুই ছাত্র ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির ম্যাচ দেখেন অরুণলাল । একাধিকবার বাংলার অ্যাওয়ে ম্যাচে অরুণলালের সঙ্গে গিয়েছেন বুলবুল । ঋদ্ধি, শামিদের খেলা আগেও দেখেছেন । কিন্তু তার সঙ্গে এখনকার পার্থক্য কী ? বুলবুল বলেন, 'খুব বেশি পার্থক্য নেই । তবে এখন আমি অরুণের স্ত্রী । এটাই আলাদা অনুভূতি।' ঘরের মাঠে বাংলার দুই ক্রিকেটারই ফ্লপ । অরুণলাল মনে করেন, এক-আধটা ম্যাচে এরকম হতেই পারে । এক সপ্তাহ আগে ঋদ্ধির সঙ্গে কথা হয়েছিল তাঁর । বাংলার উইকেটকিপার ব্যাটারকে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত বদলের জন্য । এই প্রসঙ্গে অরুণলাল বলেন, 'আমি বড় দাদা এবং অভিভাবক হিসেবে ওকে অনুরোধ করেছি সিদ্ধান্ত বদলের জন্য । বলেছে ভেবে দেখবে । তবে ব্যক্তিগত ভাবে ওর এই সিদ্ধান্ত আমার ভাল লাগেনি ।' বাংলার হয়ে খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমান ৷ ইতিমধ্যেই বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাও ছেড়ে দিয়েছেন তিনি ৷

কলকাতায় দুটো প্লে অফ । কিন্তু নেই কেকেআর । অরুণলালের বিশ্বাস, পরের আইপিএলে সফল হবে নাইটরা । তবে কেকেআরে বাংলার ক্রিকেটারদের দেখতে চান । অরুণলাল বলেন, 'বাংলার ক্রিকেটাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলছে, অথচ কেকেআরে একজনও নেই । পঞ্জাব নিজেদের প্লেয়ারদের ভীষণ ভাবে সাপোর্ট করে । রাজ্যের ক্রিকেটারদের খেলায় । আগামী দিনে কেকেআরেও বাংলার ক্রিকেটারদের দেখতে চাই ।'

পরীক্ষার খাতা দেখা নিয়ে ব্যস্ত বুলবুল । তাই হানিমুনের প্ল্যান এখনও করা হয়নি । রঞ্জি খেলতে শুক্রবার বাংলা দল নিয়ে বেঙ্গালুরু উড়ে যাবেন অরুণলাল । তার আগে বৃহস্পতিবার বাংলার ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করবেন । 2 জুন বাংলার কোচের সঙ্গে যোগ দেবেন বুলবুল ।

কলকাতা, 26 মে: সদ্যবিবাহিত স্ত্রীকে উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখানোর কথা দিয়েছিলেন । বুধ-সন্ধ্যায় সেই কথা রাখলেন অরুণলাল । বিয়ের পর প্রথমবার তিনি যান ইডেন উদ্যানে । দর্শকাসনে বসে আইপিএল ক্রিকেটের আনন্দ নিলেন সস্ত্রীক অরুণলাল (Arun Lal-Bulbul enjoy Eden match)৷

অরুণলাল সনাতনী টেস্ট ক্রিকেটের ভক্ত হলেও তাঁর স্ত্রী বুলবুলের পছন্দ টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনা (IPL Eliminator at Eden)। ফলে নবদম্পতির মধ্যে মধুর গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল ইডেন । খোশমেজাজে সেজেগুজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে এসেছিলেন অরুণলাল এবং বুলবুল । কিন্তু ম্যাচ শুরু হতেই সদ্য বিবাহিতরা ভিন্ন মেরুতে । লখনউয়ের সমর্থক অরুণলালের স্ত্রী বুলবুল । আর বাংলার কোচ চান বেঙ্গালুরুর জয় । দু'জনেরই অবশ্য নিজস্ব কারণ রয়েছে (Eden gardens match)।

বিয়ের পর এটাই কি প্রকাশ্যে প্রথম মতবিরোধ ? অরুণলাল বলেন, 'এটাই ক্রিকেটের মজা । কোনও দলকে সমর্থন করাটা ব্যক্তিগত বিষয় । বেঙ্গালুরুতে দু'জন বাংলার ক্রিকেটার আছে । তাই বাংলার কোচ হিসেবে আমি চাই ওরা ভাল খেলুক এবং আরসিবি জিতুক ।' বুলবুল অবশ্য লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সমর্থনে । কেকেআর বিদায় নেওয়ায় কলকাতার শিল্পপতির দলই আজ তাঁর কাছে হোম টিম । বুলবুল বলেন, 'লখনউয়ের মালিক কলকাতার । সেই হিসেবে ওরা আমাদের এখানকারই টিম । তাই আজ আমি চাই লখনউ জিতুক ।' পাশে দাঁড়ানো অরুণলালের মুখে তখন মুচকি হাসি । বাংলার কোচ শেষে যোগ করেন, 'চাইব সেরা দলই জিতুক।' দিনের শেষে মন ভালো নেই বুলবুলের । তাঁর পছন্দের লখনউ সুপার কিংস লড়াই করেও পরাজিত । তবে উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ হয়েছে ভেবেই আনন্দিত তিনি (Arun Lal and his wife Bulbul enjoy IPL 2022 eliminator match)।

আরও পড়ুন: Rajat Patidar: ইডেনে বিরাটের মঞ্চে পাতিদারের মস্তানি

মঙ্গলবার গুজরাট-রাজস্থান ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত ছিলেন তাঁরা । গ্যালারিতে বসে দুই ছাত্র ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির ম্যাচ দেখেন অরুণলাল । একাধিকবার বাংলার অ্যাওয়ে ম্যাচে অরুণলালের সঙ্গে গিয়েছেন বুলবুল । ঋদ্ধি, শামিদের খেলা আগেও দেখেছেন । কিন্তু তার সঙ্গে এখনকার পার্থক্য কী ? বুলবুল বলেন, 'খুব বেশি পার্থক্য নেই । তবে এখন আমি অরুণের স্ত্রী । এটাই আলাদা অনুভূতি।' ঘরের মাঠে বাংলার দুই ক্রিকেটারই ফ্লপ । অরুণলাল মনে করেন, এক-আধটা ম্যাচে এরকম হতেই পারে । এক সপ্তাহ আগে ঋদ্ধির সঙ্গে কথা হয়েছিল তাঁর । বাংলার উইকেটকিপার ব্যাটারকে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত বদলের জন্য । এই প্রসঙ্গে অরুণলাল বলেন, 'আমি বড় দাদা এবং অভিভাবক হিসেবে ওকে অনুরোধ করেছি সিদ্ধান্ত বদলের জন্য । বলেছে ভেবে দেখবে । তবে ব্যক্তিগত ভাবে ওর এই সিদ্ধান্ত আমার ভাল লাগেনি ।' বাংলার হয়ে খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমান ৷ ইতিমধ্যেই বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাও ছেড়ে দিয়েছেন তিনি ৷

কলকাতায় দুটো প্লে অফ । কিন্তু নেই কেকেআর । অরুণলালের বিশ্বাস, পরের আইপিএলে সফল হবে নাইটরা । তবে কেকেআরে বাংলার ক্রিকেটারদের দেখতে চান । অরুণলাল বলেন, 'বাংলার ক্রিকেটাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলছে, অথচ কেকেআরে একজনও নেই । পঞ্জাব নিজেদের প্লেয়ারদের ভীষণ ভাবে সাপোর্ট করে । রাজ্যের ক্রিকেটারদের খেলায় । আগামী দিনে কেকেআরেও বাংলার ক্রিকেটারদের দেখতে চাই ।'

পরীক্ষার খাতা দেখা নিয়ে ব্যস্ত বুলবুল । তাই হানিমুনের প্ল্যান এখনও করা হয়নি । রঞ্জি খেলতে শুক্রবার বাংলা দল নিয়ে বেঙ্গালুরু উড়ে যাবেন অরুণলাল । তার আগে বৃহস্পতিবার বাংলার ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করবেন । 2 জুন বাংলার কোচের সঙ্গে যোগ দেবেন বুলবুল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.