কলকাতা, 22 এপ্রিল: এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় কলকাতাবাসীর আবেগের ভরকেন্দ্র কীসে আবর্তিত হচ্ছে ? উত্তরটা অবশ্যই রবিবাসরীয় সন্ধেয় ভারত বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ঘিরে ৷ ঘরের টিমকে নিয়ে তিলোত্তমাবাসীর বাড়তি আবেগ তো রয়েইছে, আবেগের আরও একটা কারণ অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ৷ এমনিতেই সানরাইজার্স ম্যাচের পর আবারও অবসর জল্পনা উসকে দিয়েছেন মাহি ৷ তাই শেষবেলায় সুযোগ মিস করার পক্ষপাতী নন অনুরাগীরা ৷ তবে আইপিএলের মরশুমে বাইশ গজের পাশাপাশি মাঠের বাইরেও এমন অনেক ঘটনা ঘটে, যা ক্রিকেটকে আরও ভালোবাসতে শেখায় ৷ তেমনই এক গল্প মালদার শুভজিৎ দাসের ৷
নিজে দ্বিতীয় ডিভিশনের ক্রিকেটার ৷ তবে আইপিএল মরশুম এলে ব্যাটের বদলে ঝড় ওঠে শুভজিতের ব্রাশস্ট্রোকে ৷ ক্যানভাসে ফুটে ওঠেন বাইশ গজের তারকারা ৷ নীতীশের কাঁধে রিঙ্কু, ধোনির ভুবনভোলানো হাসি কিংবা কোহলির সোয়্যাগ ৷ শুভজিতের ক্যানভাসে ঠাঁই হয়েছে অনেকেরই ৷ আগামিকালের ম্যাচ নিয়ে চরম টিকিটের চাহিদার মাঝে ক্রিকেটের নন্দনকাননের তিন নম্বর গেটের কাছে ম্যাচের আগেরদিন আলাদা করে নজর কাড়ল শুভজিত ও তাঁর ক্যানভাস ৷
আরও পড়ুন: আরও এক সপ্তাহ মাঠের বাইরে স্টোকস, জানিয়ে দিলেন ফ্লেমিং
তবে কেবল ছবি এঁকে ক্ষান্ত থাকাই নয়, সেগুলি শুভজিৎ পৌঁছে দিতে চান পছন্দের ক্রিকেটারদের হাতে ৷ অনেক চেষ্টা করে শেষমেশ সফলও মালদার তরুণ ৷ অনুশীলন সেরে ইডেন ছাড়ার পথে নাইট অধিনায়ক এবং রিঙ্কুর হাতে তাঁর প্রচেষ্টা এদিন তুলে দিতে পেরে যারপরনাই খুশি শুভজিৎ ৷ তাঁর আগে ইটিভি ভারতকে ক্রীড়া উৎসাহী শুভজিৎ বলেন, "ভালোলাগা থেকেই প্রিয় খেলোয়াড়দের ছবি আঁকা। ধোনিকে ভালোবাসেন না এমন লোক দেশে নেই। আমিও ধোনি ভক্ত। ক্রিকেট খেলি। হয়তো এই বছরই শেষবারের জন্য ধোনি ইডেনে নামবেন। সেই ভাবনা থেকেই আমার এই ছবি আঁকা। যদি হাতে তুলে দিতে পারতাম তাহলে স্বপ্নপূরণ হত।" আপাতত শুভজিতের অপেক্ষা মাহির হাতে উপহার তুলে দেওয়ার ৷