মুম্বই, 22 মার্চ : ফের বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷ আর তা খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন ‘‘দে রাশ’’ আন্দ্রে রাসেল ৷ তাঁর ভারতে আসার কথা নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স ৷
ইনস্টগ্রামে পোস্ট করা ছবিতে কেকেআরের তরফে লেখা হয়েছে, ‘‘ দেখুন ভারতের বিমানে কে আছেন ৷ শীঘ্রই দেখা হবে ‘‘বিগ ম্যান’’ ৷ সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন রাসেল ৷ ফলে গত মাসে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে আসেননি তিনি ৷ তাই বেশ কিছুদিন বিশ্রামের পর তরতাজা হয়েই আইপিএলের আসরে আসছেন রাসেল ৷
কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস আন্দ্রে রাসেল ৷ একথা বেশ চকয়েক মরশুম ধরেই প্রমাণ করে আসছেন রাসেল ৷ যদিও শেষ মরশুমে তাঁকে পরিচিত ফর্মে পায়নি কেকেআর সমর্থকরা ৷ 2019 আইপিএলে কেকেআরের হয়ে 500-র বেশি রান করেছিলেন তিনি ৷ উল্লেখযোগ্যভাবে তাঁর স্ট্রাইকরেট ছিল 200-র কাছাকাছি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি
তবে এসেই অনুশীলনে নামতে পারবেন না দে রাশ ৷ প্রোটকল অনুযায়ী তাঁকে আপাতত থাকতে হবে কোয়ারানটিনে ৷ তারপরই আইপিএল বায়ো বাবলে ঢুকতে পারবেন বিধ্বংসী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ তবে রাসেল একা নন, ইতিমধ্যে কলকাতা শিবিরে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠী ও কমলেশ নাগরকোটি ৷