ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ রোহিত-ইশান, মুম্বইকে 55 রানে হারাল গুজরাত - all round gujarat titans

208 রান তাড়া করতে নেমে 55 রানে হেরে গেল রোহিতের মুম্বই । বড় রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি । আর তার জেরেই বড় ব্যবধানে হারতে হল মুম্বইকে ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 26, 2023, 6:51 AM IST

আমেদাবাদ, 26 এপ্রিল: মুম্বইকে 55 রানে হারিয়ে দিল গুজরাত। 20 ওভারে 208 রান তুলেছিল হার্দিক পান্ডিয়ার দল । জবাবে 152 রানেই থেমে গেল রোহিত শর্মার মুম্বই। বলা যেতে পারে, 208 রান তাড়া করতে হলে শুরুটা যেমন হওয়া দরকার তা করতে পারেননি রোহিতরা । আর তাই বড় ব্যবধানে ম্যাচ পকেটে পুরল হার্দিকের দল। বড় রান পেতে সবদলই পাওয়ার প্লে-কে কাজে লাগাতে চায়। সেটাই করতে পারেনি মুম্বই। 6 ওভার শেষে তাদের স্কোর ছিল মাত্র 29। ততক্ষণে ডাগআউটে ফিরে গিয়েছেন 'হিটম্যান'। এখান থেকে ম্যাচে ফেরা সব হিসেবেই কঠিন ছিল। শেষমেশ সেটা করতে পারল না মুম্বই।

ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রোহিত । আরেক ওপেনার ইশান কিষাণও নিজের কাজ করতে ব্যর্থ। রশিদ খানের স্পিনের সামনে কার্যত হিমশিম খেলেন এই ব্যাটার। 13 রান করে তিনি যখন ফিরছেন ততক্ষণে খেলে ফেলেছেন 21টি বল। এর অল্প সময়ের মধ্যেই ফিরে যান মুম্বইয়ের আরেক ভরসা তিলক বর্মা । সেই রাশিদের বলেই। 45 রানে তিন উইকেট পড়ে যাওয়ায় ম্যাচে ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় মুম্বইয়ের। এরপর অবশ্য সূর্যকুমার যাদব থেকে শুরু করে ক্যামেরন গ্রিনের হাত ধরে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে মুম্বই। কিন্তু শুরুটা একেবারেই ভালো না-হওয়ায় শেষমেশ হারতেই হয় রোহিতদের ।

অন্যদিকে, গুজরাতের হয়ে এদিন ইনিংসের শুরুটা ভাল করেন শুভমন গিল । গ্রিনের এক ওভারেই 17 রান তোলেন তিনি। তার উপর ভিত্তি করেই 6 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 50 রান তুলেছিল গুজরাত । পঞ্জাব ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না সচিন-তনয় । মাত্র তিন ওভার বল করে খরচ করেছিলেন 48 রান । কিন্তু এদিন বেশ খানিকটা ছন্দ ফিরে পেলেন বছর তেইশের তরুণ। 2 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট তুলে নেন অর্জুন।

চলতি আইপিএলেই মুম্বইয়ের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। ছেলে যেদিন প্রথমবার মাঠে নামেন সেদিন আবেগে ভেসে গিয়েছিলেন বাবা সচিন। সবমিলিয়ে গুজরাতের কাছে হারতে হল মুম্বইকে। লিগ টেবিলে গুজরাত এখন 2 নম্বরে আর মুম্বইয়ের অবস্থান সাতে । এর ঠিক একধাপ পরেই আছে কেকেআর ।

আরও পড়ুন: ইডেন ম্যাচে ধোনির খড়গপুর নিয়ে মন্তব্যে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম

আমেদাবাদ, 26 এপ্রিল: মুম্বইকে 55 রানে হারিয়ে দিল গুজরাত। 20 ওভারে 208 রান তুলেছিল হার্দিক পান্ডিয়ার দল । জবাবে 152 রানেই থেমে গেল রোহিত শর্মার মুম্বই। বলা যেতে পারে, 208 রান তাড়া করতে হলে শুরুটা যেমন হওয়া দরকার তা করতে পারেননি রোহিতরা । আর তাই বড় ব্যবধানে ম্যাচ পকেটে পুরল হার্দিকের দল। বড় রান পেতে সবদলই পাওয়ার প্লে-কে কাজে লাগাতে চায়। সেটাই করতে পারেনি মুম্বই। 6 ওভার শেষে তাদের স্কোর ছিল মাত্র 29। ততক্ষণে ডাগআউটে ফিরে গিয়েছেন 'হিটম্যান'। এখান থেকে ম্যাচে ফেরা সব হিসেবেই কঠিন ছিল। শেষমেশ সেটা করতে পারল না মুম্বই।

ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রোহিত । আরেক ওপেনার ইশান কিষাণও নিজের কাজ করতে ব্যর্থ। রশিদ খানের স্পিনের সামনে কার্যত হিমশিম খেলেন এই ব্যাটার। 13 রান করে তিনি যখন ফিরছেন ততক্ষণে খেলে ফেলেছেন 21টি বল। এর অল্প সময়ের মধ্যেই ফিরে যান মুম্বইয়ের আরেক ভরসা তিলক বর্মা । সেই রাশিদের বলেই। 45 রানে তিন উইকেট পড়ে যাওয়ায় ম্যাচে ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় মুম্বইয়ের। এরপর অবশ্য সূর্যকুমার যাদব থেকে শুরু করে ক্যামেরন গ্রিনের হাত ধরে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে মুম্বই। কিন্তু শুরুটা একেবারেই ভালো না-হওয়ায় শেষমেশ হারতেই হয় রোহিতদের ।

অন্যদিকে, গুজরাতের হয়ে এদিন ইনিংসের শুরুটা ভাল করেন শুভমন গিল । গ্রিনের এক ওভারেই 17 রান তোলেন তিনি। তার উপর ভিত্তি করেই 6 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 50 রান তুলেছিল গুজরাত । পঞ্জাব ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না সচিন-তনয় । মাত্র তিন ওভার বল করে খরচ করেছিলেন 48 রান । কিন্তু এদিন বেশ খানিকটা ছন্দ ফিরে পেলেন বছর তেইশের তরুণ। 2 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট তুলে নেন অর্জুন।

চলতি আইপিএলেই মুম্বইয়ের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। ছেলে যেদিন প্রথমবার মাঠে নামেন সেদিন আবেগে ভেসে গিয়েছিলেন বাবা সচিন। সবমিলিয়ে গুজরাতের কাছে হারতে হল মুম্বইকে। লিগ টেবিলে গুজরাত এখন 2 নম্বরে আর মুম্বইয়ের অবস্থান সাতে । এর ঠিক একধাপ পরেই আছে কেকেআর ।

আরও পড়ুন: ইডেন ম্যাচে ধোনির খড়গপুর নিয়ে মন্তব্যে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.