কলকাতা, 11 মে: স্পিনের চক্রব্যূহে আটকে গেল নাইটরা। সোমবারের কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি দু'দলের কাছেই অস্তিত্ব রক্ষার। আইপিএলে কোনও স্কোরই এখন নিরাপদ নয়। দু'শো প্লাস রান করেও ম্যাচ জয়ের নিশ্চয়তা নেই। সেখানে কোনক্রমে দেড়শোর আশেপাশে রান প্রতিপক্ষকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট নয়। তার উপর প্রতিপক্ষ যদি রাজস্থান রয়্যালসের মতো ভারসাম্যযুক্ত দল হয়। ইডেনে বৃহস্পতিবার টস জিতে রাজস্থান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। পাওয়ার প্লে'তে নাইটদের বড় রান করার খামতি এই ম্যাচেও অব্যাহত। প্রথমে ব্যাট করে কেকেআর 8 উইকেটের বিনিময়ে 149 রান তোলে ৷ 22 বলে 57 রান করে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার ৷ মারেন 2টি চার ও 4টি ছক্কা। অন্যদিকে, যুজবেন্দ্র চাহাল চার উইকেট নেন ৷ অর্থাৎ, জিততে হলে রাজস্থানকে তুলতে হবে 150 রান ৷
সাবধানী শুরু করেও জেসন রয় ব্যর্থ। 12 বলে তাঁর 10 রানের ইনিংস ট্রেন্ট বোল্টের বলে হেটমায়ের ভালো ক্যাচে শেষ। আরেক ওপেনার গুরবাজও বড় রান করতে ব্যর্থ। তিনিও ট্রেন্ট বোল্টের শিকার। ওপেনারদের ব্যর্থতা ঢাকতে পারত মিডল অর্ডারের দৃঢ়তায়। সেখানে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে নাইটরা কাত। 4 ওভারে 25 রান দিয়ে চার শিকার চাহালের নামের পাশে। টি-20 ক্রিকেটে বোলাররা যেখানে প্রহৃত হবেন তা নিশ্চিত সেখানে সোমবারের ইডেনে যুজবেন্দ্র চাহাল যেন 'যাদুবেন্দ্র'। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা এবং শার্দূল ঠাকুর সকলেই চাহালের ঘূর্ণিতে আত্মসমর্পন করলেন।
-
Eden witnessed Venkatesh Iyer's 5️⃣0️⃣ 🙌pic.twitter.com/by7xdOtPA5
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Eden witnessed Venkatesh Iyer's 5️⃣0️⃣ 🙌pic.twitter.com/by7xdOtPA5
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023Eden witnessed Venkatesh Iyer's 5️⃣0️⃣ 🙌pic.twitter.com/by7xdOtPA5
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023
ভেঙ্কটেশ আইয়ারের 42 বলে 57 রান ছাড়া বাকিরা সেভাবে ডানা মেলতে পারেননি। অধিনায়ক নীতীশ রানা 17 বলে 22 রান করে ফিরে যান। পঞ্জাবের বিরুদ্ধে ঝড় তুলে ম্যাচ জেতানো আন্দ্রে রাসেল ফের ব্যর্থ। মাত্র 10 রান করে ফিরে যান। তার থেকেও বড় কথা কোনও সময় ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ভরসাযোগ্য মনে হয়নি। রিঙ্কু সিং 16 রান করেন 18 বলে। তিনি প্রতিদিন দলকে টানবেন এটা ভাবাও বাড়াবাড়ি।
- — KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023
">— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023
আরও পড়ুন: রয়্যালসদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ, ঘরের মাঠে প্রথমে ব্যাট করছে নাইটরা
-
Venkatesh da dealing in 6⃣s & 4⃣s 👏 pic.twitter.com/ynyzItHrS3
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Venkatesh da dealing in 6⃣s & 4⃣s 👏 pic.twitter.com/ynyzItHrS3
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023Venkatesh da dealing in 6⃣s & 4⃣s 👏 pic.twitter.com/ynyzItHrS3
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023
একইভাবে শার্দূল ঠাকুরের ব্যর্থতা অব্যাহত। অস্তিত্ব রক্ষার ম্যাচে রাজস্থান প্রথম থেকেই মরিয়া। বোলিং এবং ফিল্ডিংয়ে নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন। চাহালের ভালো বোলিংয়ের পাশে অশ্বিন উইকেট না-পেলেও মিতব্যয়ী। 8 উইকেটে 149 রান চলতি আইপিএলে বড় লক্ষ্য নয়। কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা রাজস্থান ভালো দল হলেও কতটা হেলায় এই লক্ষ্য টপকে যাবেন তা দেখার। কারণ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, সুনীল নারিনও স্পিনের চক্রব্যূহ তৈরিতে সিদ্ধহস্ত।