ETV Bharat / sports

IPL 2022 : লখনউয়ের নেতা রাহুল, হার্দিক আমেদাবাদের ; মেগা নিলামের আগে নয়া ফ্র্যাঞ্চাইজিতে রশিদ-শুভমনরাও - আইপিএল 2022

আইপিএল 2022-র মেগা নিলামের আগে ড্রাফ্টের মাধ্যমে দল পেয়ে গেলেন হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, শুভমান গিল এবং রাশিদ খানের মতো তারকারা (Ahmedabad and Lucknow Franchise Officially Named Their Draft Pick Cricketers)। নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ (IPL Frachise Ahmedabad Pick Hardik Pandya as Captain) এবং লখনউ তাদের ড্রাফ্টে তোলা ক্রিকেটারদের নাম জমা দেওয়ার পর, তা চূড়ান্ত করেছে আইপিএল কমিটি ।

ipl-2022-ahmedabad-and-lucknow-franchise-officially-named-their-draft-pick-cricketers
ipl-2022-ahmedabad-and-lucknow-franchise-officially-named-their-draft-pick-cricketers
author img

By

Published : Jan 22, 2022, 11:47 AM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি : আইপিএল এর মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ তিনজন করে ক্রিকেটারকে ড্রাফ্টের মাধ্যমে তুলে নিল (Ahmedabad and Lucknow Franchise Officially Named Their Draft Pick Cricketers) ৷ যেখানে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে গেলেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের মতো তারকারা ৷ অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট ব্যবহার করে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ৷

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং আফগান লেগ স্পিনার রাশিদ খানকে 15 কোটি টাকায় দলে নিয়েছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ শুভমান গিলকে 8 কোটি টাকায় কিনেছে তারা ৷ অন্যদিকে, রেকর্ড 17 কোটি টাকায় কেএল রাহুলকে তুলে নিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷ ভারতের সীমিত ওভারের ফরম্যাটের সহ-অধিনায়ক রাহুলের আইপিএল-এ ব্যক্তিগত পারফর্মেন্সের উপরে ভিত্তি করেই তাঁকে এই বিশাল অঙ্কে কিনেছে লখনউ ৷ মার্কস স্টইনিসকে 9.2 কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে 4 কোটি টাকায় নিয়েছে লখনউ ৷

আরও পড়ুন : আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের নেতৃত্বে কেএল রাহুল

আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি বিক্রম সোলাঙ্কিকে তাঁদের ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে নিযুক্ত করেছে । আশিস নেহরাকে হেড কোচ এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে ব্যাটিং কোচ ও মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে । আইপিএল-এ আমেদাবাদের হয়ে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া (IPL Frachise Ahmedabad Pick Hardik Pandya as Captain) ।

আরও পড়ুন : আগে জাতীয় দল, রুটের পর মেগা নিলাম থেকে সরলেন স্টোকস

একইভাবে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের লখনউ ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করেছে (KL Rahul Named Lucknow Franchise Captain) । এই ফ্র্যাঞ্চাইজি আগেই জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসাবে নিয়োগ করেছে । আর প্রাক্তন ভারতীয় ওপেনার তথা কেকেআর এর আইপিএল ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর নিযুক্ত করেছে লখনউ ।

দুই ফ্র্যাঞ্চাইজিকে জানুয়ারি মাসের মধ্যে ড্রাফ্টের মাধ্যমে বেছে নেওয়া ফুটবলারদের নামের তালিকা আইপিএল কমিটির কাছে জমা দিতে হত । আর সেই প্রক্রিয়া সম্পন্ন হতেই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থার কাছে এ খবর নিশ্চিত করেন । ফেব্রুয়ারিতে আইপিএল 2022’র মেগা নিলাম (IPL 2022 Mega Auction in February) ৷

নয়াদিল্লি, 22 জানুয়ারি : আইপিএল এর মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ তিনজন করে ক্রিকেটারকে ড্রাফ্টের মাধ্যমে তুলে নিল (Ahmedabad and Lucknow Franchise Officially Named Their Draft Pick Cricketers) ৷ যেখানে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে গেলেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের মতো তারকারা ৷ অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট ব্যবহার করে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ৷

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং আফগান লেগ স্পিনার রাশিদ খানকে 15 কোটি টাকায় দলে নিয়েছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ শুভমান গিলকে 8 কোটি টাকায় কিনেছে তারা ৷ অন্যদিকে, রেকর্ড 17 কোটি টাকায় কেএল রাহুলকে তুলে নিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷ ভারতের সীমিত ওভারের ফরম্যাটের সহ-অধিনায়ক রাহুলের আইপিএল-এ ব্যক্তিগত পারফর্মেন্সের উপরে ভিত্তি করেই তাঁকে এই বিশাল অঙ্কে কিনেছে লখনউ ৷ মার্কস স্টইনিসকে 9.2 কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে 4 কোটি টাকায় নিয়েছে লখনউ ৷

আরও পড়ুন : আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের নেতৃত্বে কেএল রাহুল

আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি বিক্রম সোলাঙ্কিকে তাঁদের ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে নিযুক্ত করেছে । আশিস নেহরাকে হেড কোচ এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে ব্যাটিং কোচ ও মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে । আইপিএল-এ আমেদাবাদের হয়ে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া (IPL Frachise Ahmedabad Pick Hardik Pandya as Captain) ।

আরও পড়ুন : আগে জাতীয় দল, রুটের পর মেগা নিলাম থেকে সরলেন স্টোকস

একইভাবে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের লখনউ ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করেছে (KL Rahul Named Lucknow Franchise Captain) । এই ফ্র্যাঞ্চাইজি আগেই জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসাবে নিয়োগ করেছে । আর প্রাক্তন ভারতীয় ওপেনার তথা কেকেআর এর আইপিএল ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর নিযুক্ত করেছে লখনউ ।

দুই ফ্র্যাঞ্চাইজিকে জানুয়ারি মাসের মধ্যে ড্রাফ্টের মাধ্যমে বেছে নেওয়া ফুটবলারদের নামের তালিকা আইপিএল কমিটির কাছে জমা দিতে হত । আর সেই প্রক্রিয়া সম্পন্ন হতেই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থার কাছে এ খবর নিশ্চিত করেন । ফেব্রুয়ারিতে আইপিএল 2022’র মেগা নিলাম (IPL 2022 Mega Auction in February) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.