নয়াদিল্লি, 22 জানুয়ারি : আইপিএল এর মেগা নিলামের আগে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ তিনজন করে ক্রিকেটারকে ড্রাফ্টের মাধ্যমে তুলে নিল (Ahmedabad and Lucknow Franchise Officially Named Their Draft Pick Cricketers) ৷ যেখানে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে গেলেন হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিলের মতো তারকারা ৷ অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট ব্যবহার করে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ৷
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং আফগান লেগ স্পিনার রাশিদ খানকে 15 কোটি টাকায় দলে নিয়েছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ শুভমান গিলকে 8 কোটি টাকায় কিনেছে তারা ৷ অন্যদিকে, রেকর্ড 17 কোটি টাকায় কেএল রাহুলকে তুলে নিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি ৷ ভারতের সীমিত ওভারের ফরম্যাটের সহ-অধিনায়ক রাহুলের আইপিএল-এ ব্যক্তিগত পারফর্মেন্সের উপরে ভিত্তি করেই তাঁকে এই বিশাল অঙ্কে কিনেছে লখনউ ৷ মার্কস স্টইনিসকে 9.2 কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে 4 কোটি টাকায় নিয়েছে লখনউ ৷
আরও পড়ুন : আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের নেতৃত্বে কেএল রাহুল
-
We wanted the best and we didn't settle for less. 💪🤩#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We wanted the best and we didn't settle for less. 💪🤩#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 21, 2022We wanted the best and we didn't settle for less. 💪🤩#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 21, 2022We wanted the best and we didn't settle for less. 💪🤩#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 21, 2022
আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি বিক্রম সোলাঙ্কিকে তাঁদের ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে নিযুক্ত করেছে । আশিস নেহরাকে হেড কোচ এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে ব্যাটিং কোচ ও মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে । আইপিএল-এ আমেদাবাদের হয়ে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া (IPL Frachise Ahmedabad Pick Hardik Pandya as Captain) ।
আরও পড়ুন : আগে জাতীয় দল, রুটের পর মেগা নিলাম থেকে সরলেন স্টোকস
একইভাবে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের লখনউ ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করেছে (KL Rahul Named Lucknow Franchise Captain) । এই ফ্র্যাঞ্চাইজি আগেই জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসাবে নিয়োগ করেছে । আর প্রাক্তন ভারতীয় ওপেনার তথা কেকেআর এর আইপিএল ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর নিযুক্ত করেছে লখনউ ।
দুই ফ্র্যাঞ্চাইজিকে জানুয়ারি মাসের মধ্যে ড্রাফ্টের মাধ্যমে বেছে নেওয়া ফুটবলারদের নামের তালিকা আইপিএল কমিটির কাছে জমা দিতে হত । আর সেই প্রক্রিয়া সম্পন্ন হতেই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থার কাছে এ খবর নিশ্চিত করেন । ফেব্রুয়ারিতে আইপিএল 2022’র মেগা নিলাম (IPL 2022 Mega Auction in February) ৷