ETV Bharat / sports

কঠিন লড়াই, সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ কোহলি-পড়িক্কলদের

author img

By

Published : Apr 25, 2021, 4:12 PM IST

আজ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তার কয়েক ঘণ্টা আগে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে আরসিবি ৷ ভিডিয়োতে অনুরাগীদের করোনা সুরক্ষা মেনে চলার আবেদন জানিয়েছেন কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, চহ্বালরা ৷

ipl-2021-
ipl-2021-

মুম্বই, 25 এপ্রিল : কিছু কিছু লড়াই আপনার ভাবনার থেকেও বেশি কঠিন ৷ তবে এই লড়াই আমরা একসঙ্গে জয় করব ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশবাসীর উদ্দেশে বার্তা আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ৷ আরসিবির পোস্ট করা একটি ভিডিয়োতে অনুরাগীদের সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন কোহলি-ম্যাক্সওয়েল-পড়িক্কলরা ৷

আজ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তার কয়েক ঘণ্টা আগে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে আরসিবি ৷ ভিডিয়োতে অনুরাগীদের করোনা সুরক্ষা মেনে চলার আবেদন জানিয়েছেন কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, চহ্বালরা ৷ অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, "অধিনায়ক হিসেবে আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি ৷ আশেপাশের মানুষদের সাহায্যের চেষ্টা করি ৷ আপনাদেরও এমনটা করার অনুরোধ জানাচ্ছি ৷ হাত স্যানিটাইজ করুন ৷ সবসময় মাস্ক পরুন ৷ প্রয়োজন পড়লে তবেই বাড়ির বাইরে বের হন ৷" তাঁর অনুরোধ, "ভুলভাল তথ্য এবং গুজব ছড়াবেন না ৷ কিছু কিছু যুদ্ধ জয় করা খুব কঠিন ৷ আমরা একশো শতাংশ দিলে তবেই এই লড়াই জিততে পারব ৷"

আরও পড়ুন : করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস

কিছুদিন আগে করোনা থেকে সেরে উঠেছেন দেবদত্ত পড়িক্কল ৷ করোনা জয় করে ফর্মেও ফিরেছেন ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকানো আরসিবি ওপেনার বলেছেন, "ক্রিকেটের মতো করোনাকে হারাতেও একটা ইতিবাচক শুরুর প্রয়োজন ৷ করোনা প্রটোকল মেনে চলুন ৷ বাড়িতে থাকুন ৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন ৷ একসঙ্গে আমরা করোনাকে হারাতে পারব ৷"

মুম্বই, 25 এপ্রিল : কিছু কিছু লড়াই আপনার ভাবনার থেকেও বেশি কঠিন ৷ তবে এই লড়াই আমরা একসঙ্গে জয় করব ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশবাসীর উদ্দেশে বার্তা আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ৷ আরসিবির পোস্ট করা একটি ভিডিয়োতে অনুরাগীদের সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন কোহলি-ম্যাক্সওয়েল-পড়িক্কলরা ৷

আজ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তার কয়েক ঘণ্টা আগে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে আরসিবি ৷ ভিডিয়োতে অনুরাগীদের করোনা সুরক্ষা মেনে চলার আবেদন জানিয়েছেন কোহলি, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, চহ্বালরা ৷ অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, "অধিনায়ক হিসেবে আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি ৷ আশেপাশের মানুষদের সাহায্যের চেষ্টা করি ৷ আপনাদেরও এমনটা করার অনুরোধ জানাচ্ছি ৷ হাত স্যানিটাইজ করুন ৷ সবসময় মাস্ক পরুন ৷ প্রয়োজন পড়লে তবেই বাড়ির বাইরে বের হন ৷" তাঁর অনুরোধ, "ভুলভাল তথ্য এবং গুজব ছড়াবেন না ৷ কিছু কিছু যুদ্ধ জয় করা খুব কঠিন ৷ আমরা একশো শতাংশ দিলে তবেই এই লড়াই জিততে পারব ৷"

আরও পড়ুন : করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস

কিছুদিন আগে করোনা থেকে সেরে উঠেছেন দেবদত্ত পড়িক্কল ৷ করোনা জয় করে ফর্মেও ফিরেছেন ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকানো আরসিবি ওপেনার বলেছেন, "ক্রিকেটের মতো করোনাকে হারাতেও একটা ইতিবাচক শুরুর প্রয়োজন ৷ করোনা প্রটোকল মেনে চলুন ৷ বাড়িতে থাকুন ৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন ৷ একসঙ্গে আমরা করোনাকে হারাতে পারব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.