মুম্বই, 25 এপ্রিল : এক বনাম দুই ৷ 'ক্যাপ্টেন কুল' বনাম 'ক্যাপ্টেন হট' ৷ এমন ম্যাচের জন্যই মুখিয়ে থাকে ক্রিকেটপ্রেমীরা ৷ আজ ওয়াংখেড়েতে মুখোমুখি 14তম আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ৷ দুজনের নেতৃত্ব দেওয়ার ধরন দু রকমের ৷ বিশ্বজয়ের মাঠে জাতীয় দলের প্রাক্তন ও বর্তমানের অধিনায়কের আজ মস্তিষ্কের পরীক্ষা ৷
কোটিপতি লিগে দুটি দলই ছুটছে দুরন্ত গতিতে ৷ পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে কোহলির আরসিবি ৷ টানা চার ম্যাচে জয়ী তারা ৷ অন্যদিকে গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে ফের স্বমহিমায় ফিরেছে চেন্নাই সুপার কিংস ৷ সুরেশ রায়না, মইন আলিদের ধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের প্রথমদিকে ঘোরাফেরা করছে ধোনির দল ৷ জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে নামছে দুটি দল ৷ গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল সিএসকে ৷ রাজস্থান রয়্যালসকে আরসিবি হারায় 10 উইকেটে ৷ কোহলির অর্ধশতরান ও দেবদত্ত পড়িক্কলের শতরানে দাপটে ম্যাচ জিতেছিল ব্যাঙ্গালোর ৷
আরও পড়ুন : টানা চার ম্যাচে হার, পয়েন্ট টেবিলের তলানিতে কেকেআর
কোহলি, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলের উপর আরসিবির ব্যাটিং বিভাগ অনেকটাই নির্ভরশীল ৷ পড়িক্কলের ফর্মে ফেরাটা টিমের কাছে লাভদায়ক ৷ যদিও আরসিবির ব্যাটসম্যানদের দীপক চাহারের থেকে সতর্ক থাকতে হবে ৷ যিনি শুরুর দিকে উইকেট তুলতে দক্ষ ৷ আরসিবির বোলিং বিভাগও ঝকঝকে ৷ ভাল ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ ৷ তবে আজকের ম্যাচ সিরাজের জন্য পরীক্ষার ম্যাচ হতে চলেছে ৷ কারণ সিএসকে-র লোয়ার অর্ডারও বেশ শক্তিশালী ৷ ফলে শুরুর দিকে উইকেট খোয়ালেও হলুদ ব্রিগেডকে চাপে ফেলা যাচ্ছে না ৷