ETV Bharat / sports

পন্থকে আউট করে বিহুর ছন্দে মাতলেন রিয়ান পরাগ - আইপিএলে ফিরল বিহু নাচ

গত মরসুমে মাঠের মধ্যেই অসমের ট্র্যাডিশনাল বিহু নাচ করে শিরোনামে উঠে এসেছিলেন 18 বছরের এই তরুণ ক্রিকেটার ৷ বৃহস্পতিবার ফের আইপিএল মাতলেন নাচের ছন্দে ৷

ipl 2021
ipl 2021
author img

By

Published : Apr 16, 2021, 8:54 AM IST

Updated : Apr 16, 2021, 9:23 AM IST

মুম্বই, 16 এপ্রিল : ফের বিহুর ছন্দে কোমল দোলালেন রিয়ান পরাগ ৷ আইপিএলের মঞ্চে ফিরল রিয়ানের বিহু নাচ ৷ গত মরসুমে মাঠের মধ্যেই অসমের ট্র্যাডিশনাল বিহু নাচ করে শিরোনামে উঠে এসেছিলেন 18 বছরের এই তরুণ ক্রিকেটার ৷ বৃহস্পতিবার ফের আইপিএল মাতলেন নাচের ছন্দে ৷ দিল্লি ক্য়াপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে রানআউট করে এভাবেই সেলিব্রেশনের মাতেন তিনি ৷

রাজস্থান রয়্যালসের সদস্য রিয়ান পরাগ ৷ গোলাপি জার্সিতে 2019 সাল থেকেই নজর কেড়েছেন অসমের ছেলেটি ৷ চলতি আইপিএলেও রাজস্থান দলে রয়েছেন ৷ গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছিস রাজস্থান রয়্যালস ৷ দিল্লি টপ অর্ডারকে প্যাভিলিয়নে ফেরালেও অধিনায়ক ঋষভ পন্থ যেন ক্রিজ থেকে নড়তেই চাইছিলেন না ৷ দিল্লি অধিনায়কের ব্যাটিং চাপ বাড়াচ্ছিল রয়্যালস শিবিরের উপর ৷ সেই চাপ কমালেন 19 বছরের রিয়ান ৷ সদ্য অর্ধশতরান করা ঋষভকে রান আউট করেন তিনি ৷ স্বস্তি ফেরে রয়্যালস শিবিরে ৷ আর সেই আনন্দ প্রকাশ করতে মাঠের মধ্যেই বিহু নাচ শুরু করেন রিয়ান ৷ দলের সতীর্থরাও তাঁকে উৎসাহ দিতে থাকেন ৷ রিয়ানের উদযাপনেই বোঝা গিয়েছে পন্থের উইকেটের গুরুত্বটা ৷

আরও পড়ুন : মরিস-মিলারের ব্যাটে অধিনায়ক সঞ্জুর প্রথম জয়

বৃহস্পতিবার ওয়াংখেড়ের মাঠে লো স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়েছে জয়পুরের দলটি ৷ প্রথম ম্যাচে দুরন্ত শতরান করেও জয় হাতছাড়া হয়েছিল সঞ্জু স্যামসনের ৷ তরুণ অধিনায়ককে দ্বিতীয় ম্যাচে নিরাশ করলেন না তাঁর সতীর্থরা ৷ ডেভিড মিলারের অর্ধশতরান আর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিং ৷ অধিনায়ক সঞ্জু জিতলেন প্রথম আইপিএল ম্যাচ ৷ উলটোদিকে খালি হাতে ফিরলেন বিপক্ষের আরও এক তরুণ অধিনায়ক ঋষভ পন্থ ৷

মুম্বই, 16 এপ্রিল : ফের বিহুর ছন্দে কোমল দোলালেন রিয়ান পরাগ ৷ আইপিএলের মঞ্চে ফিরল রিয়ানের বিহু নাচ ৷ গত মরসুমে মাঠের মধ্যেই অসমের ট্র্যাডিশনাল বিহু নাচ করে শিরোনামে উঠে এসেছিলেন 18 বছরের এই তরুণ ক্রিকেটার ৷ বৃহস্পতিবার ফের আইপিএল মাতলেন নাচের ছন্দে ৷ দিল্লি ক্য়াপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে রানআউট করে এভাবেই সেলিব্রেশনের মাতেন তিনি ৷

রাজস্থান রয়্যালসের সদস্য রিয়ান পরাগ ৷ গোলাপি জার্সিতে 2019 সাল থেকেই নজর কেড়েছেন অসমের ছেলেটি ৷ চলতি আইপিএলেও রাজস্থান দলে রয়েছেন ৷ গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছিস রাজস্থান রয়্যালস ৷ দিল্লি টপ অর্ডারকে প্যাভিলিয়নে ফেরালেও অধিনায়ক ঋষভ পন্থ যেন ক্রিজ থেকে নড়তেই চাইছিলেন না ৷ দিল্লি অধিনায়কের ব্যাটিং চাপ বাড়াচ্ছিল রয়্যালস শিবিরের উপর ৷ সেই চাপ কমালেন 19 বছরের রিয়ান ৷ সদ্য অর্ধশতরান করা ঋষভকে রান আউট করেন তিনি ৷ স্বস্তি ফেরে রয়্যালস শিবিরে ৷ আর সেই আনন্দ প্রকাশ করতে মাঠের মধ্যেই বিহু নাচ শুরু করেন রিয়ান ৷ দলের সতীর্থরাও তাঁকে উৎসাহ দিতে থাকেন ৷ রিয়ানের উদযাপনেই বোঝা গিয়েছে পন্থের উইকেটের গুরুত্বটা ৷

আরও পড়ুন : মরিস-মিলারের ব্যাটে অধিনায়ক সঞ্জুর প্রথম জয়

বৃহস্পতিবার ওয়াংখেড়ের মাঠে লো স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়েছে জয়পুরের দলটি ৷ প্রথম ম্যাচে দুরন্ত শতরান করেও জয় হাতছাড়া হয়েছিল সঞ্জু স্যামসনের ৷ তরুণ অধিনায়ককে দ্বিতীয় ম্যাচে নিরাশ করলেন না তাঁর সতীর্থরা ৷ ডেভিড মিলারের অর্ধশতরান আর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিং ৷ অধিনায়ক সঞ্জু জিতলেন প্রথম আইপিএল ম্যাচ ৷ উলটোদিকে খালি হাতে ফিরলেন বিপক্ষের আরও এক তরুণ অধিনায়ক ঋষভ পন্থ ৷

Last Updated : Apr 16, 2021, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.