ETV Bharat / sports

মরিস-মিলারের ব্যাটে অধিনায়ক সঞ্জুর প্রথম জয় - ক্রিস মরিস

পাওয়ারপ্লে-তে পৃথ্বী শ, শিখর ধাওয়ান আর অজিঙ্ক রাহানের উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ডুবতে থাকা ব্য়াটিংয়ের হাল ধরেন অধিনায়ক স্বয়ং ৷

ipl
ipl
author img

By

Published : Apr 16, 2021, 7:04 AM IST

মুম্বই, 16 এপ্রিল : 147 রান তাড়া করতে নেমে 42 রানেই হারিয়ে ফেলেছিল পাঁচটি উইকেট ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বপ্নের জয় রাজস্থান রয়্যালসের ৷ বৃহস্পতিবার ওয়াংখেড়ের মাঠে লো স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারাল জয়পুরের দলটি ৷ প্রথম ম্যাচে দুরন্ত শতরান করেও জয় হাতছাড়া হয়েছিল সঞ্জু স্যামসনের ৷ তরুণ অধিনায়ককে দ্বিতীয় ম্যাচে নিরাশ করলেন না তাঁর সতীর্থরা ৷ ডেভিড মিলারের অর্ধশতরান আর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিং ৷ অধিনায়ক সঞ্জু জিতলেন প্রথম আইপিএল ম্যাচ ৷ উলটোদিকে খালি হাতে ফিরলেন বিপক্ষের আরও এক তরুণ অধিনায়ক ঋষভ পন্থ ৷

দ্বিতীয় ওভার থেকেই দিল্লির ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভাঙার কাজটা শুরু করে দিয়েছিলেন জয়দেব উনাদকট, মুস্তাফিজুর রহমানরা ৷ পাওয়ারপ্লে-তে পৃথ্বী শ, শিখর ধাওয়ান আর অজিঙ্ক রাহানের উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ডুবতে থাকা ব্য়াটিংয়ের হাল ধরেন অধিনায়ক স্বয়ং ৷ চাপের মুখে পন্থের ব্যাট থেকে এল 32 বলে 51 রান ৷ পন্থের অর্ধশতরানে ভর করে রাজস্থানের সামনে কোনওক্রমে 147 রানের ভদ্রস্থ স্কোর খাড়া করে দিল্লি ৷ উনাদকট 3টি ও মুস্তাফিজুর 2টি উইকেট নেন ৷

অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসন
অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসন

আরও পড়ুন : একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার, বিরাটকে সম্মান উইজ়ডেনের

মনে হচ্ছিল জস বাটলার, ক্রিস মরিসরা অনায়াসে এই ম্যাচ বের করে নেবে ৷ কিন্তু স্বল্প রানের ম্যাচ তাড়া করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান ৷ ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের একজনও দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ৷ ক্রিস ওকস, আবেশ খানদের পেস আক্রমণে অসহায় দেখাচ্ছিল জস বাটলার, সঞ্জু স্যামসনদের ৷ বাটলার 2, মনন ভোরা 9, সঞ্জু স্যামসন 4 এবং শিবম দুবে 2 রানে ফেরেন ৷ রাজস্থানের বিপর্যয় রোধে রুখে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার ৷ 15.5 ওভারে মিলারকে যখন ফেরালেন আবেশ খান তখন রয়্যালসদের স্কোর একশোর গণ্ডি পার করে গিয়েছে ৷ 43 বলে 62 রান করেন মিলার ৷

জাত চেনালেন ক্রিস মরিস
জাত চেনালেন ক্রিস মরিস

তবে শেষটা করলেন মিলারের স্বদেশীয় ক্রিস মরিস ৷ 16.25 কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে মরিসকে দলে নিয়েছিল রাজস্থান ৷ নিলামের টেবিলে ঝড় তুলেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷ রাজস্থানকে আইপিএল জেতাতে মরিস কতটা সাহায্য করবে তা ভবিষ্যত বলবে ৷ আপাতত রাজস্থানকে মরসুমের প্রথম ম্যাচ জিতিয়ে মরিস বুঝিয়ে দিলেন তাঁকে নিয়ে নিলামের টেবিলে ঝড় ওঠার কারণ ৷ 18 বলে 36 রান করলেন ৷ তার মধ্যে চারটি পেল্লাই ছক্কা ৷ তার মধ্যে দুটি ছক্কা কাগিসো রাবাদার বলে ৷ জয়ের জন্য শেষ পাঁচ ওভারে 58 রানের প্রয়োজন ছিল ৷ মরিসের তাণ্ডবে দু বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় রাজস্থান ৷

মুম্বই, 16 এপ্রিল : 147 রান তাড়া করতে নেমে 42 রানেই হারিয়ে ফেলেছিল পাঁচটি উইকেট ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বপ্নের জয় রাজস্থান রয়্যালসের ৷ বৃহস্পতিবার ওয়াংখেড়ের মাঠে লো স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারাল জয়পুরের দলটি ৷ প্রথম ম্যাচে দুরন্ত শতরান করেও জয় হাতছাড়া হয়েছিল সঞ্জু স্যামসনের ৷ তরুণ অধিনায়ককে দ্বিতীয় ম্যাচে নিরাশ করলেন না তাঁর সতীর্থরা ৷ ডেভিড মিলারের অর্ধশতরান আর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিং ৷ অধিনায়ক সঞ্জু জিতলেন প্রথম আইপিএল ম্যাচ ৷ উলটোদিকে খালি হাতে ফিরলেন বিপক্ষের আরও এক তরুণ অধিনায়ক ঋষভ পন্থ ৷

দ্বিতীয় ওভার থেকেই দিল্লির ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভাঙার কাজটা শুরু করে দিয়েছিলেন জয়দেব উনাদকট, মুস্তাফিজুর রহমানরা ৷ পাওয়ারপ্লে-তে পৃথ্বী শ, শিখর ধাওয়ান আর অজিঙ্ক রাহানের উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ডুবতে থাকা ব্য়াটিংয়ের হাল ধরেন অধিনায়ক স্বয়ং ৷ চাপের মুখে পন্থের ব্যাট থেকে এল 32 বলে 51 রান ৷ পন্থের অর্ধশতরানে ভর করে রাজস্থানের সামনে কোনওক্রমে 147 রানের ভদ্রস্থ স্কোর খাড়া করে দিল্লি ৷ উনাদকট 3টি ও মুস্তাফিজুর 2টি উইকেট নেন ৷

অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসন
অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচ জিতলেন সঞ্জু স্যামসন

আরও পড়ুন : একদিনের ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার, বিরাটকে সম্মান উইজ়ডেনের

মনে হচ্ছিল জস বাটলার, ক্রিস মরিসরা অনায়াসে এই ম্যাচ বের করে নেবে ৷ কিন্তু স্বল্প রানের ম্যাচ তাড়া করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান ৷ ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের একজনও দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ৷ ক্রিস ওকস, আবেশ খানদের পেস আক্রমণে অসহায় দেখাচ্ছিল জস বাটলার, সঞ্জু স্যামসনদের ৷ বাটলার 2, মনন ভোরা 9, সঞ্জু স্যামসন 4 এবং শিবম দুবে 2 রানে ফেরেন ৷ রাজস্থানের বিপর্যয় রোধে রুখে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার ৷ 15.5 ওভারে মিলারকে যখন ফেরালেন আবেশ খান তখন রয়্যালসদের স্কোর একশোর গণ্ডি পার করে গিয়েছে ৷ 43 বলে 62 রান করেন মিলার ৷

জাত চেনালেন ক্রিস মরিস
জাত চেনালেন ক্রিস মরিস

তবে শেষটা করলেন মিলারের স্বদেশীয় ক্রিস মরিস ৷ 16.25 কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে মরিসকে দলে নিয়েছিল রাজস্থান ৷ নিলামের টেবিলে ঝড় তুলেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷ রাজস্থানকে আইপিএল জেতাতে মরিস কতটা সাহায্য করবে তা ভবিষ্যত বলবে ৷ আপাতত রাজস্থানকে মরসুমের প্রথম ম্যাচ জিতিয়ে মরিস বুঝিয়ে দিলেন তাঁকে নিয়ে নিলামের টেবিলে ঝড় ওঠার কারণ ৷ 18 বলে 36 রান করলেন ৷ তার মধ্যে চারটি পেল্লাই ছক্কা ৷ তার মধ্যে দুটি ছক্কা কাগিসো রাবাদার বলে ৷ জয়ের জন্য শেষ পাঁচ ওভারে 58 রানের প্রয়োজন ছিল ৷ মরিসের তাণ্ডবে দু বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় রাজস্থান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.