ETV Bharat / sports

দলের ক্রিকেটাররা তাঁদের দায়িত্ব পালন করছেন : ধোনি

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস ৷ তারপরই পয়েন্ট টেবিলের সবার উপরে চলে আসে সিএসকে ৷ এখনও পর্যন্ত সিএসকে 6টি ম্যাচে পাঁচটিতে জয় তুলে নিয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা ৷

ধোনি
ধোনি
author img

By

Published : Apr 29, 2021, 3:11 PM IST

নয়া দিল্লি, 29 এপ্রিল : পরপর পাঁচ ম্যাচে জয় ৷ তারপরই দলের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ তিনি মনে করেন ক্রিকেটাররা দারুন দায়িত্ব নিয়ে খেলছেন, তার জন্যই এই জয়ের ধারা ধরে রেখেছে ৷

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস ৷ তারপরই পয়েন্ট টেবিলের সবার উপরে চলে আসে সিএসকে ৷ এখনও পর্যন্ত সিএসকে 6টি ম্যাচে পাঁচটিতে জয় তুলে নিয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা ৷

কেন উইলিয়ামসনের ক্যামিও, মনীশ পাণ্ডে ও ডেভিড ওয়ার্নারের অর্ধশতরানে ভর করে চেন্নাইয়ের বিরুদ্ধে 171 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ ৷ জবাবে ঋতুরাজ গায়কোয়াড়ের 75 রান ও ফাফ ডুপ্লেসির 56 রানে ভর করে 9 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তোলে চেন্নাই ৷

ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘‘ব্যাটিং পারফরমেন্স দুরন্ত ৷ তবে এর মানে এই নয় বোলিং খারাপ ছিল ৷ দিল্লির উইকেট দারুন ৷ কোনও শিশির থাকেনি ৷ দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন ঋতুরাজ ও ফাফ ৷ আমি মনে করি আমরা সমস্যাগুলি দূর করতে পেরেছি ৷ গত বছর 5-6 মাস ক্রিকেটের বাইরে থাকাটা প্রভাব ফেলেছিল ৷ যদি আমি সংক্ষেপে বলি, তাহলে ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন ৷’’

আরও পড়ুন : সিএসকের বিরুদ্ধে হারের জন্য আমার শ্লথ ব্যাটিং দায়ী :ওয়ার্নার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুই ওপেনার দুরন্ত ব্য়াটিং করেন ৷ স্টেডিয়ামের প্রায় প্রতিটি প্রান্তে চার অথবা ছক্কা হাঁকান ৷ পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 54 রান করেন দুই চেন্নাই ওপেনার ৷

নয়া দিল্লি, 29 এপ্রিল : পরপর পাঁচ ম্যাচে জয় ৷ তারপরই দলের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ তিনি মনে করেন ক্রিকেটাররা দারুন দায়িত্ব নিয়ে খেলছেন, তার জন্যই এই জয়ের ধারা ধরে রেখেছে ৷

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস ৷ তারপরই পয়েন্ট টেবিলের সবার উপরে চলে আসে সিএসকে ৷ এখনও পর্যন্ত সিএসকে 6টি ম্যাচে পাঁচটিতে জয় তুলে নিয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা ৷

কেন উইলিয়ামসনের ক্যামিও, মনীশ পাণ্ডে ও ডেভিড ওয়ার্নারের অর্ধশতরানে ভর করে চেন্নাইয়ের বিরুদ্ধে 171 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ ৷ জবাবে ঋতুরাজ গায়কোয়াড়ের 75 রান ও ফাফ ডুপ্লেসির 56 রানে ভর করে 9 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তোলে চেন্নাই ৷

ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘‘ব্যাটিং পারফরমেন্স দুরন্ত ৷ তবে এর মানে এই নয় বোলিং খারাপ ছিল ৷ দিল্লির উইকেট দারুন ৷ কোনও শিশির থাকেনি ৷ দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন ঋতুরাজ ও ফাফ ৷ আমি মনে করি আমরা সমস্যাগুলি দূর করতে পেরেছি ৷ গত বছর 5-6 মাস ক্রিকেটের বাইরে থাকাটা প্রভাব ফেলেছিল ৷ যদি আমি সংক্ষেপে বলি, তাহলে ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন ৷’’

আরও পড়ুন : সিএসকের বিরুদ্ধে হারের জন্য আমার শ্লথ ব্যাটিং দায়ী :ওয়ার্নার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুই ওপেনার দুরন্ত ব্য়াটিং করেন ৷ স্টেডিয়ামের প্রায় প্রতিটি প্রান্তে চার অথবা ছক্কা হাঁকান ৷ পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 54 রান করেন দুই চেন্নাই ওপেনার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.