ETV Bharat / sports

IPL 2021 KKR vs PKBS : শাহরুখের ছয়ে হার কিং খানের দলের, প্লে অফের পথ কঠিন হল নাইটদের - কলকাতা নাইট রাইডার্স

শুক্রবার নাইটদের হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল প্রীতি জিন্টার দল ৷

KKR vs PKBS
KKR vs PKBS
author img

By

Published : Oct 2, 2021, 6:32 AM IST

Updated : Oct 2, 2021, 6:56 AM IST

দুবাই, 2 অক্টোবর : শাহরুখ খানের দলকে পরাস্ত করলেন আরও এক শাহরুখ খান ৷ চলতি মরসুমের নিলামে চেন্নাইয়ের ডানহাতি ব্যাটসম্যান শাহরুখ খানকে দলে নিয়েছিলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা ৷ গতকাল দুবাইয়ের মাঠে শেষ ওভারের সেই শাহরুখ খানের উইনিং সিক্সে হারল কিং খানের কলকাতা নাইট রাইডার্স ৷ পঞ্জাবের সামনে 166 রানের লক্ষ্য রেখেছিল কেকেআর ৷ লোকেশ রাহুল-ময়ঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি এবং শাহরুখ খানের ঝোড়ো ইনিংসের দৌলতে নাইটদের 5 উইকেটে হারিয়েছে পঞ্জাব কিংস ৷ শুক্রবার নাইটদের হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল প্রীতির দল ৷

প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ আনুষ্ঠানিকভাবে না হলেও দিল্লি ক্যাপিটালসের প্লে অফে যাওয়া একপ্রকার নিশ্চিত ৷ বাকি কোন দুটি দল প্লে অফে যাবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ টুর্নামেন্ট যত এগিয়ে আসছে প্লে অফের লড়াইটা আরও হাড্ডাহাড্ডি মনে হচ্ছে ৷ গতকাল কেকেআরকে হারিয়ে লড়াইটা আরও জমিয়ে দিয়েছে লোকেশ রাহুলরা ৷ 10 পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তারা ৷ একদিকে পঞ্জাব যেমন এখনও প্লে অফে ঢোকার সম্ভাবনা জিইয়ে রাখল তেমনই ম্যাচ হেরে লড়াইটা কঠিন করে ফেলল কিং খানের দল ৷

পঞ্জাবের বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখলেন কেকেআর-এর বাঁ হাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৷ সেই আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাট ছড়ির মতো ঘুরছে ৷ শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে 49 বলে 67 রান করলেন ৷ হাঁকালেন 9টি চার ও একটি ছয় ৷ তাঁর ব্যাটে ভর করে পঞ্জাব কিংসের সামনে 166 রানের টার্গেট দেয় কেকেআর ৷ রাহুল ত্রিপাঠী এবং নীতীশ রানা করলেন যথাক্রমে 34 এবং 31 রান ৷ তবে ফের ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন ক্যাপ্টেন ইয়ন মরগ্যান ৷ 2 রান করে আউট হন ৷ মরু শহের পাঁচ ইনিংসে মরগ্যানের সর্বোচ্চ রান 8 ৷ প্রথম ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ব্যাট করতে হয়নি ৷ তারপর মুম্বই, চেন্নাই, দিল্লি ও পঞ্জাবের বিরুদ্ধে মরগ্যানের রান যথাক্রমে 7, 8, 0, 2 ৷ অর্থাৎ পাঁচ ম্যাচের কিং খানের দলের ক্যাপ্টেনের মোট রান 17 ৷

আরও পড়ুন : IndW vs AusW : পিঙ্ক বল টেস্টে 'স্পিরিট অফ ক্রিকেট' কীর্তি পুনমের

166 রানের বড় লক্ষ্য তাড়া করার মানসিকতা নিয়েই নেমেছিলেন পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল ৷ পাওয়ার প্লে ওভারে ওঠে 46 রান ৷ ব্যক্তিগত 46 রানে ময়ঙ্ককে ফেরান বরুণ চক্রবর্তী ৷ ততক্ষণে 9 ওভারে 70 রান তুলে ফেলেছে পঞ্জাব কিংস ৷ এরপর নিকোলাস পুরাণকে ফিরিয়ে রাহুলদের চাপে ফেলে দেন বরুণ ৷ এইডেন মার্করাম এবং লোকেশ রাহুল জুটিতে ওঠে 45 রান ৷ যদিও মাত্র 12 রান করতে পেরেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ৷

আরও পড়ুন : Smriti Mandhana : স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি

শেষ ছয় ওভারে জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ছিল 57 রান ৷ এরই মধ্যে অর্ধশতরান পূর্ণ করে নেন লোকেশ রাহুল ৷ 16তম ওভারে মার্করামকে ফেরান সুনীল নারাইন ৷ পরের ওভারেই শিবম মাভির শিকার হন দীপক হুডা ৷ চাপে পড়ে যাওয়া পঞ্জাবকে স্বস্তি দেয় ডান হাতি ব্যাটসম্যান শাহরুখ খানের 9 বলে 22 রানের ঝোড়ো ইনিংস ৷ শেষ ওভারের তৃতীয় বলে লোকেশ রাহুল ফিরলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ভেঙ্কটেশের বলে শাহরুখের ছক্কা তাতে সিলমোহর দেয় ৷

দুবাই, 2 অক্টোবর : শাহরুখ খানের দলকে পরাস্ত করলেন আরও এক শাহরুখ খান ৷ চলতি মরসুমের নিলামে চেন্নাইয়ের ডানহাতি ব্যাটসম্যান শাহরুখ খানকে দলে নিয়েছিলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা ৷ গতকাল দুবাইয়ের মাঠে শেষ ওভারের সেই শাহরুখ খানের উইনিং সিক্সে হারল কিং খানের কলকাতা নাইট রাইডার্স ৷ পঞ্জাবের সামনে 166 রানের লক্ষ্য রেখেছিল কেকেআর ৷ লোকেশ রাহুল-ময়ঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি এবং শাহরুখ খানের ঝোড়ো ইনিংসের দৌলতে নাইটদের 5 উইকেটে হারিয়েছে পঞ্জাব কিংস ৷ শুক্রবার নাইটদের হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল প্রীতির দল ৷

প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ আনুষ্ঠানিকভাবে না হলেও দিল্লি ক্যাপিটালসের প্লে অফে যাওয়া একপ্রকার নিশ্চিত ৷ বাকি কোন দুটি দল প্লে অফে যাবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ টুর্নামেন্ট যত এগিয়ে আসছে প্লে অফের লড়াইটা আরও হাড্ডাহাড্ডি মনে হচ্ছে ৷ গতকাল কেকেআরকে হারিয়ে লড়াইটা আরও জমিয়ে দিয়েছে লোকেশ রাহুলরা ৷ 10 পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তারা ৷ একদিকে পঞ্জাব যেমন এখনও প্লে অফে ঢোকার সম্ভাবনা জিইয়ে রাখল তেমনই ম্যাচ হেরে লড়াইটা কঠিন করে ফেলল কিং খানের দল ৷

পঞ্জাবের বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখলেন কেকেআর-এর বাঁ হাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ৷ সেই আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাট ছড়ির মতো ঘুরছে ৷ শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে 49 বলে 67 রান করলেন ৷ হাঁকালেন 9টি চার ও একটি ছয় ৷ তাঁর ব্যাটে ভর করে পঞ্জাব কিংসের সামনে 166 রানের টার্গেট দেয় কেকেআর ৷ রাহুল ত্রিপাঠী এবং নীতীশ রানা করলেন যথাক্রমে 34 এবং 31 রান ৷ তবে ফের ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন ক্যাপ্টেন ইয়ন মরগ্যান ৷ 2 রান করে আউট হন ৷ মরু শহের পাঁচ ইনিংসে মরগ্যানের সর্বোচ্চ রান 8 ৷ প্রথম ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ব্যাট করতে হয়নি ৷ তারপর মুম্বই, চেন্নাই, দিল্লি ও পঞ্জাবের বিরুদ্ধে মরগ্যানের রান যথাক্রমে 7, 8, 0, 2 ৷ অর্থাৎ পাঁচ ম্যাচের কিং খানের দলের ক্যাপ্টেনের মোট রান 17 ৷

আরও পড়ুন : IndW vs AusW : পিঙ্ক বল টেস্টে 'স্পিরিট অফ ক্রিকেট' কীর্তি পুনমের

166 রানের বড় লক্ষ্য তাড়া করার মানসিকতা নিয়েই নেমেছিলেন পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল ৷ পাওয়ার প্লে ওভারে ওঠে 46 রান ৷ ব্যক্তিগত 46 রানে ময়ঙ্ককে ফেরান বরুণ চক্রবর্তী ৷ ততক্ষণে 9 ওভারে 70 রান তুলে ফেলেছে পঞ্জাব কিংস ৷ এরপর নিকোলাস পুরাণকে ফিরিয়ে রাহুলদের চাপে ফেলে দেন বরুণ ৷ এইডেন মার্করাম এবং লোকেশ রাহুল জুটিতে ওঠে 45 রান ৷ যদিও মাত্র 12 রান করতে পেরেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ৷

আরও পড়ুন : Smriti Mandhana : স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি

শেষ ছয় ওভারে জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ছিল 57 রান ৷ এরই মধ্যে অর্ধশতরান পূর্ণ করে নেন লোকেশ রাহুল ৷ 16তম ওভারে মার্করামকে ফেরান সুনীল নারাইন ৷ পরের ওভারেই শিবম মাভির শিকার হন দীপক হুডা ৷ চাপে পড়ে যাওয়া পঞ্জাবকে স্বস্তি দেয় ডান হাতি ব্যাটসম্যান শাহরুখ খানের 9 বলে 22 রানের ঝোড়ো ইনিংস ৷ শেষ ওভারের তৃতীয় বলে লোকেশ রাহুল ফিরলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ভেঙ্কটেশের বলে শাহরুখের ছক্কা তাতে সিলমোহর দেয় ৷

Last Updated : Oct 2, 2021, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.