ETV Bharat / sports

IPL 2021 PKBS vs SRH : 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ - PKBS beat SRH

প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া গেইল এদিন খেললেও তাঁর ব্যাট 'খামোস' ছিল ৷ 17 বলে মাত্র 14 রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ এরপর আইডেন মার্করাম 27, হরপ্রীত ব্রার 18 এবং দীপক হুডা 13 রান করেন ৷

IPL 2021
IPL 2021
author img

By

Published : Sep 26, 2021, 7:26 AM IST

শারজা, 26 সেপ্টেম্বর : ব্যাটে বলে জ্বলে উঠলেন জেসন হোল্ডার ৷ ক্যারিবিয়ান পেসারের গতিতে দিশেহারা পঞ্জাব কিংস মাত্র 125 রানে গুটিয়ে গিয়েছিল ৷ পয়েন্ট টেবিলের 'লাস্ট বয়' হায়দরাবাদের মরুশহরের প্রথম জয়ের সুবর্ণ সুযোগ ছিল ৷ পরে ব্যাট হাতেও ঝড় তোলেন হোল্ডার ৷ কিন্তু তাঁর চেষ্টা জলে গিয়েছে ৷ ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন সমৃদ্ধ হায়দরাবাদের ব্যাটিং ব্রিগেড ওই স্বল্প রানটুকু তুলতে ব্যর্থ ৷ পঞ্জাবের কাছে মাত্র পাঁচ রানে হেরে প্লে অফের দৌড় থেকেই ছিটকে গেল হায়দরাবাদ ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স ক্যাপ্টেন কেন উইলিয়ামস ৷ প্রথম ব্যাটিং করে মোটেই সুবিধা করতে পারেনি পঞ্জাব ৷ লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল জুটি 26 রানের বেশি স্কোর বোর্ডে যোগ করতে পারেনি ৷ জেসন হোল্ডার দুই ওপেনারকে ফিরিয়ে প্রীতির দলকে বড় ধাক্কা দেন ৷ ময়াঙ্ক 5 ও রাহুল 21 রানে ডাগ-আউটে ফেরেন ৷

প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া গেইল এদিন খেললেও তাঁর ব্যাট 'খামোস' ছিল ৷ 17 বলে মাত্র 14 রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ এরপর আইডেন মার্করাম 27, হরপ্রীত ব্রার 18 এবং দীপক হুডা 13 রান করেন ৷ কেউ বড় রান না-করায় 130 রানের গণ্ডিও ছুঁতে পারেনি পঞ্জাব ৷ হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন হোল্ডার ৷ 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তিনটি উইকেট নেন সানরাইজার্সের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷

আরও পড়ুন : DC Win : ব্যর্থ সঞ্জুর লড়াই, 'রয়্যালস বধ' করে এক নম্বরে দিল্লি

স্বল্প রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় হায়দরাবাদ ৷ প্রথম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (2) ফেরান মহম্মদ শামি ৷ এরপর যাওয়া আসার পর্ব লেগেই ছিল ৷ কেন উইলিয়ামসন, মণিশ পাণ্ডে, আবদুল সামাদ কেউ বেশিক্ষণ টিকতে পারেননি ৷ তবে একদিক আঁকড়ে পড়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ 100-র গণ্ডি পার হওয়ার আগে রান আউট হয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধিও (31) ৷ তবে হাল ধরার চেষ্টা করে গিয়েছেন জেসন হোল্ডার ৷ 29 বলে অপরাজিত 47 রানের ঝোড়ো ইনিংস খেললেন ৷ তবে হোল্ডারের সেই ইনিংসও হায়দরাবাদকে বাঁচাতে পারেনি ৷ নির্ধারিত ওভার 7 উইকেট হারিয়ে 120 রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস ৷

লো স্কোরিং থ্রিলারে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের ভাসিয়ে রাখল পঞ্জাব কিংস ৷ ওই জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তারা ৷ বাকিদের সঙ্গে প্লে অফে ওঠার দৌড়ে সামনে চলে এল লোকেশ রাহুলরা ৷ ফলে মরুদেশে কুড়ি বিশের টুর্নামেন্ট আরও জমজমাট হবে তাতে সন্দেহ নেই ৷

শারজা, 26 সেপ্টেম্বর : ব্যাটে বলে জ্বলে উঠলেন জেসন হোল্ডার ৷ ক্যারিবিয়ান পেসারের গতিতে দিশেহারা পঞ্জাব কিংস মাত্র 125 রানে গুটিয়ে গিয়েছিল ৷ পয়েন্ট টেবিলের 'লাস্ট বয়' হায়দরাবাদের মরুশহরের প্রথম জয়ের সুবর্ণ সুযোগ ছিল ৷ পরে ব্যাট হাতেও ঝড় তোলেন হোল্ডার ৷ কিন্তু তাঁর চেষ্টা জলে গিয়েছে ৷ ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন সমৃদ্ধ হায়দরাবাদের ব্যাটিং ব্রিগেড ওই স্বল্প রানটুকু তুলতে ব্যর্থ ৷ পঞ্জাবের কাছে মাত্র পাঁচ রানে হেরে প্লে অফের দৌড় থেকেই ছিটকে গেল হায়দরাবাদ ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স ক্যাপ্টেন কেন উইলিয়ামস ৷ প্রথম ব্যাটিং করে মোটেই সুবিধা করতে পারেনি পঞ্জাব ৷ লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল জুটি 26 রানের বেশি স্কোর বোর্ডে যোগ করতে পারেনি ৷ জেসন হোল্ডার দুই ওপেনারকে ফিরিয়ে প্রীতির দলকে বড় ধাক্কা দেন ৷ ময়াঙ্ক 5 ও রাহুল 21 রানে ডাগ-আউটে ফেরেন ৷

প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া গেইল এদিন খেললেও তাঁর ব্যাট 'খামোস' ছিল ৷ 17 বলে মাত্র 14 রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ এরপর আইডেন মার্করাম 27, হরপ্রীত ব্রার 18 এবং দীপক হুডা 13 রান করেন ৷ কেউ বড় রান না-করায় 130 রানের গণ্ডিও ছুঁতে পারেনি পঞ্জাব ৷ হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন হোল্ডার ৷ 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তিনটি উইকেট নেন সানরাইজার্সের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷

আরও পড়ুন : DC Win : ব্যর্থ সঞ্জুর লড়াই, 'রয়্যালস বধ' করে এক নম্বরে দিল্লি

স্বল্প রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় হায়দরাবাদ ৷ প্রথম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (2) ফেরান মহম্মদ শামি ৷ এরপর যাওয়া আসার পর্ব লেগেই ছিল ৷ কেন উইলিয়ামসন, মণিশ পাণ্ডে, আবদুল সামাদ কেউ বেশিক্ষণ টিকতে পারেননি ৷ তবে একদিক আঁকড়ে পড়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ 100-র গণ্ডি পার হওয়ার আগে রান আউট হয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধিও (31) ৷ তবে হাল ধরার চেষ্টা করে গিয়েছেন জেসন হোল্ডার ৷ 29 বলে অপরাজিত 47 রানের ঝোড়ো ইনিংস খেললেন ৷ তবে হোল্ডারের সেই ইনিংসও হায়দরাবাদকে বাঁচাতে পারেনি ৷ নির্ধারিত ওভার 7 উইকেট হারিয়ে 120 রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস ৷

লো স্কোরিং থ্রিলারে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের ভাসিয়ে রাখল পঞ্জাব কিংস ৷ ওই জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে তারা ৷ বাকিদের সঙ্গে প্লে অফে ওঠার দৌড়ে সামনে চলে এল লোকেশ রাহুলরা ৷ ফলে মরুদেশে কুড়ি বিশের টুর্নামেন্ট আরও জমজমাট হবে তাতে সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.