ETV Bharat / sports

IPL 2021 CSK vs SRH : ফিনিশ ইন ধোনি স্টাইল, হায়দরাবাদকে হারিয়ে প্রথম টিম হিসেবে প্লে অফে চেন্নাই

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে জেতালেন ধোনি ৷ এরই সঙ্গে প্রথম টিম হিসেবে 2021 আইপিএলের প্লে অফে পা রাখল হলুদ ব্রিগেড ৷

IPL 2021
IPL 2021
author img

By

Published : Oct 1, 2021, 7:23 AM IST

শারজা, 1 অক্টোবর : 2020-র আইপিএলের ব্যর্থতা ভুলে ফের স্বমহিমায় চেন্নাই সুপার কিংস ৷ আইপিএলের এই অন্যতম সফল দলটি বৃহস্পতিবার প্রথম দল হিসেবে 2021 আইপিএলের প্লে অফে পৌঁছাল ৷ গতকাল শারজার মাঠে তিনবারের চ্যাম্পিয়নরা সানরাইজার্স হায়দরাবাদকে 6 উইকেটে দুরমুশ করেছে ৷ এটি মরসুমের নবম জয় ৷ ম্যাচের শেষ ওভারে নিজস্ব স্টাইলে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন ধোনি ৷

গত মরসুমে সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস ৷ লিগ পর্বের 14টি ম্যাচের মধ্যে আটটিতে হারের মুখ দেখেছিল ধোনির দল ৷ সমালোচনা বিদ্ধ মহেন্দ্র সিং ধোনির দল প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় ৷ 11টি মরসুম ধরে প্লে অফে জায়গা করে নেওয়া দলটির এই করুণ পরিস্থিতি হবে ভাবতেও পারেননি সমর্থকরা ৷ গত সিজনের ব্যর্থতা ভুলে দ্বাদশবারের মতো নকআউট পর্বে পা রাখল দলটি ৷ চতুর্থ আইপিএল খেতাব জয়ের দিকে আরও কিছুটা এগিয়ে গেল ধোনির চেন্নাই ৷ 11টি ম্যাচ খেলে 9টি জয় ও দুটি ম্যাচে হার মিলিয়ে সুপার কিংসের পয়েন্ট এখন 18 ৷

বৃহস্পতিবার শারজায় কেন উইলিয়ামসনরা প্রথমে ব্যাট করে 134 রান তোলে ৷ জবাবে চার উইকেট খুইয়ে শেষ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে ৷ রুতুরাজ গায়কোয়াড় সর্বোচ্চ 45 রান করেছেন ৷ ফাফ ডুপ্লেসি 41 রানের ইনিংস খেলেছেন ৷ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ডু প্লেসি এবং রুতুরাজ ৷ 10.1 ওভারে 75 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ অর্ধশতরান পূর্ণ হওয়ার আগেই জেসন হোল্ডারের বলে আউট হন রুতুরাজ ৷ এরপর মইন আলি এবং ডু প্লেসি মিলে 28 রানের পার্টনারশিপ গড়েন ৷ তবে মইন আলি, সুরেশ রায়নাদের দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হায়দরাবাদ ৷ দলীয় 108 রানে ফেরেন ডু প্লেসিও ৷

আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর

তবে হায়দরাবাদের কামব্যাকের স্বপ্নে জল ঢেলে দেন অম্বাতি রায়ডু এবং এমএস ধোনি ৷ ধোনি 11 বলে অপরাজিত 14 এবং রায়ডু 13 বলে অপরাজিত 17 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৷ শেষ ওভারের চতুর্থ বলে সেই পুরানো স্টাইলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ধোনি ৷ 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে চেন্নাইয়ের লাগাতার চতুর্থ জয় এটি ৷

আরও পড়ুন : AUSW vs INDW: স্মৃতির দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে চালকের আসনে ভারত

শারজা, 1 অক্টোবর : 2020-র আইপিএলের ব্যর্থতা ভুলে ফের স্বমহিমায় চেন্নাই সুপার কিংস ৷ আইপিএলের এই অন্যতম সফল দলটি বৃহস্পতিবার প্রথম দল হিসেবে 2021 আইপিএলের প্লে অফে পৌঁছাল ৷ গতকাল শারজার মাঠে তিনবারের চ্যাম্পিয়নরা সানরাইজার্স হায়দরাবাদকে 6 উইকেটে দুরমুশ করেছে ৷ এটি মরসুমের নবম জয় ৷ ম্যাচের শেষ ওভারে নিজস্ব স্টাইলে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন ধোনি ৷

গত মরসুমে সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস ৷ লিগ পর্বের 14টি ম্যাচের মধ্যে আটটিতে হারের মুখ দেখেছিল ধোনির দল ৷ সমালোচনা বিদ্ধ মহেন্দ্র সিং ধোনির দল প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় ৷ 11টি মরসুম ধরে প্লে অফে জায়গা করে নেওয়া দলটির এই করুণ পরিস্থিতি হবে ভাবতেও পারেননি সমর্থকরা ৷ গত সিজনের ব্যর্থতা ভুলে দ্বাদশবারের মতো নকআউট পর্বে পা রাখল দলটি ৷ চতুর্থ আইপিএল খেতাব জয়ের দিকে আরও কিছুটা এগিয়ে গেল ধোনির চেন্নাই ৷ 11টি ম্যাচ খেলে 9টি জয় ও দুটি ম্যাচে হার মিলিয়ে সুপার কিংসের পয়েন্ট এখন 18 ৷

বৃহস্পতিবার শারজায় কেন উইলিয়ামসনরা প্রথমে ব্যাট করে 134 রান তোলে ৷ জবাবে চার উইকেট খুইয়ে শেষ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে ৷ রুতুরাজ গায়কোয়াড় সর্বোচ্চ 45 রান করেছেন ৷ ফাফ ডুপ্লেসি 41 রানের ইনিংস খেলেছেন ৷ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ডু প্লেসি এবং রুতুরাজ ৷ 10.1 ওভারে 75 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ অর্ধশতরান পূর্ণ হওয়ার আগেই জেসন হোল্ডারের বলে আউট হন রুতুরাজ ৷ এরপর মইন আলি এবং ডু প্লেসি মিলে 28 রানের পার্টনারশিপ গড়েন ৷ তবে মইন আলি, সুরেশ রায়নাদের দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হায়দরাবাদ ৷ দলীয় 108 রানে ফেরেন ডু প্লেসিও ৷

আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর

তবে হায়দরাবাদের কামব্যাকের স্বপ্নে জল ঢেলে দেন অম্বাতি রায়ডু এবং এমএস ধোনি ৷ ধোনি 11 বলে অপরাজিত 14 এবং রায়ডু 13 বলে অপরাজিত 17 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৷ শেষ ওভারের চতুর্থ বলে সেই পুরানো স্টাইলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ধোনি ৷ 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে চেন্নাইয়ের লাগাতার চতুর্থ জয় এটি ৷

আরও পড়ুন : AUSW vs INDW: স্মৃতির দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে চালকের আসনে ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.