ETV Bharat / sports

Dinesh Karthik : নাইটদের প্লে-অফে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিকে - দীনেশ কার্তিক

19 সেপ্টেম্বর থেকে মরু শহরে শুরু হচ্ছে আইপিএলের চতুর্দশ সংস্করণের দ্বিতীয় পর্ব ৷ আট দলের টুর্নামেন্টের লিগ তালিকায় সাত নম্বরে থেকে দ্বিতীয় পর্বে নামছে কলকাতা নাইটরাইডার্স ৷ তবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের আশা দেখছেন প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিক ৷

Dinesh Karthik
নাইটদের প্লে-অফে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিকে
author img

By

Published : Sep 8, 2021, 12:47 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : ভারত-ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকরের দায়িত্ব পালন করে নাইটদের অনুশীলনে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক ৷ অনুশীলনে যোগ দিয়েই সহকারী কোচ অভিষেক নায়ারের থ্রো-ডাউনের সামনে সাবলীল ব্যাটিং করতে দেখা গেল প্রাক্তন কেকেআর অধিনায়ককে ৷ ব্যাট হাতে দলের অনুশীলনে যোগ দিয়ে খুশি ডিকে ৷ গত মরসুমে আরব আমিরশাহিতে পাঁচ নম্বরে থেমে গিয়েছিল নাইটদের দৌড় । রান-রেটে পিছিয়ে থাকায় প্লে-অফে জায়গা পায়নি ৷ এবার সেই মরু শহরেই 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে নামছে কেকেআর ৷ তবে ভারতের মাটিতে প্রথম পর্বের আইপিএলের চতুর্দশ সংস্করণে সাত নম্বরে শেষ করে কিং খানের দল ৷ তবে মরু শহরে দ্বিতীয় পর্বে দলের ভাগ্য বদলাতে চান ডিকে ৷

আরও পডুন: আট বছরের সম্পর্কের ইতি, বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হল শিখরের

অনুশীলনে যোগ দিয়ে কার্তিক বলেন, "গতবছর আমরা প্রথম চারে জায়গা করে নেওয়ার সুযোগ অল্পের জন্য হারিয়ে ছিলাম। আমরা বেশ কয়েকটি ম্যাচ জিতলেও অল্পের জন্য প্লে-অফে জায়গা করতে পারিনি। পরপর দুই বছর পঞ্চম স্থানে শেষ করেছি। যা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায় ৷" পাশাপাশি ভাল ক্রিকেট খেলে নাইট সমর্থকদের গর্বিত করার কথাও জানান প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন ৷ এবার প্লে-অফে জায়গা করে নেওয়ার ব্যাপারে নিজের মত জানাতে গিয়ে কার্তিক বলেন, "দল হিসেবে আমরা ভাল জায়গাতে রয়েছি । আমাদের সকলকে একসঙ্গে দল হয়ে উঠতে হবে । তাহলেই গত দুই বছরের তুলনায় তফাৎ গড়ে তোলা সম্ভব হবে ।"

আরও পডুন: ম্যাঞ্চেস্টারে থমকে যাবে রোনাল্ডোর সুপারকারের গতি

মরু শহরে নামার আগে দেশের মাটিতে 2021 আইপিলের প্রথমার্ধে সাতটি ম্যাচের মধ্য মাত্র দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কেকআর ৷ মরু শহরে শেষ সাতটি ম্যাচের মধ্যে 6টি জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নিতে চাই । একটি করে ম্যাচ ধরে এগোলে বিষয়টি অসম্ভব নয় বলে মনে করেন কার্তিক । তিনি বলেন, " আইপিএলের প্রথম পর্বে র সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটোতে জিতেছি ৷ তবে আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেটের জন্য পরিচিত। দ্বিতীয় পর্বে সেটাই করে দেখাতে চাই । দলের স্পিরিট যথেষ্ট ভাল জায়গায় রয়েছে ।" তাদের পাশে থাকার জন্য সমর্থকদের আহ্বান জানিয়ে তাদের গর্বিত করার আশ্বাস দেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : ভারত-ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকরের দায়িত্ব পালন করে নাইটদের অনুশীলনে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক ৷ অনুশীলনে যোগ দিয়েই সহকারী কোচ অভিষেক নায়ারের থ্রো-ডাউনের সামনে সাবলীল ব্যাটিং করতে দেখা গেল প্রাক্তন কেকেআর অধিনায়ককে ৷ ব্যাট হাতে দলের অনুশীলনে যোগ দিয়ে খুশি ডিকে ৷ গত মরসুমে আরব আমিরশাহিতে পাঁচ নম্বরে থেমে গিয়েছিল নাইটদের দৌড় । রান-রেটে পিছিয়ে থাকায় প্লে-অফে জায়গা পায়নি ৷ এবার সেই মরু শহরেই 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে নামছে কেকেআর ৷ তবে ভারতের মাটিতে প্রথম পর্বের আইপিএলের চতুর্দশ সংস্করণে সাত নম্বরে শেষ করে কিং খানের দল ৷ তবে মরু শহরে দ্বিতীয় পর্বে দলের ভাগ্য বদলাতে চান ডিকে ৷

আরও পডুন: আট বছরের সম্পর্কের ইতি, বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হল শিখরের

অনুশীলনে যোগ দিয়ে কার্তিক বলেন, "গতবছর আমরা প্রথম চারে জায়গা করে নেওয়ার সুযোগ অল্পের জন্য হারিয়ে ছিলাম। আমরা বেশ কয়েকটি ম্যাচ জিতলেও অল্পের জন্য প্লে-অফে জায়গা করতে পারিনি। পরপর দুই বছর পঞ্চম স্থানে শেষ করেছি। যা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায় ৷" পাশাপাশি ভাল ক্রিকেট খেলে নাইট সমর্থকদের গর্বিত করার কথাও জানান প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন ৷ এবার প্লে-অফে জায়গা করে নেওয়ার ব্যাপারে নিজের মত জানাতে গিয়ে কার্তিক বলেন, "দল হিসেবে আমরা ভাল জায়গাতে রয়েছি । আমাদের সকলকে একসঙ্গে দল হয়ে উঠতে হবে । তাহলেই গত দুই বছরের তুলনায় তফাৎ গড়ে তোলা সম্ভব হবে ।"

আরও পডুন: ম্যাঞ্চেস্টারে থমকে যাবে রোনাল্ডোর সুপারকারের গতি

মরু শহরে নামার আগে দেশের মাটিতে 2021 আইপিলের প্রথমার্ধে সাতটি ম্যাচের মধ্য মাত্র দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কেকআর ৷ মরু শহরে শেষ সাতটি ম্যাচের মধ্যে 6টি জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নিতে চাই । একটি করে ম্যাচ ধরে এগোলে বিষয়টি অসম্ভব নয় বলে মনে করেন কার্তিক । তিনি বলেন, " আইপিএলের প্রথম পর্বে র সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটোতে জিতেছি ৷ তবে আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেটের জন্য পরিচিত। দ্বিতীয় পর্বে সেটাই করে দেখাতে চাই । দলের স্পিরিট যথেষ্ট ভাল জায়গায় রয়েছে ।" তাদের পাশে থাকার জন্য সমর্থকদের আহ্বান জানিয়ে তাদের গর্বিত করার আশ্বাস দেন প্রাক্তন নাইট অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.