ETV Bharat / sports

বড় ধাক্কা দিল্লি শিবিরে, করোনা আক্রান্ত তারকা পেসার - দিল্লি ক্যাপিটালস

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলার দরুন প্রথম ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন না দিল্লির তারকা পেসার অ্যানরিখ নর্জে ৷ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে চলে আসেন ৷

IPL 2021
IPL 2021
author img

By

Published : Apr 14, 2021, 3:58 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল : করোনা নেগেটিভ নিশ্চিত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন ৷ কিন্তু কোয়ারানটিন পর্ব কাটার আগেই করোনা আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার ডান হাতি ফাস্ট বোলার অ্যানরিখ নর্জে ৷ আপাতত তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

চোটের কারণে এবার আইপিএল খেলতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ এরপর টুর্নামেন্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন অক্ষর প্যাটেল ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি ৷ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলার দরুন প্রথম ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন না দিল্লির তারকা পেসার অ্যানরিখ নর্জে ৷ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে চলে আসেন ৷ সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিন পর্ব শেষ করে দ্রুত মাঠে নামার কথা ছিল ৷ কিন্তু কোয়ারানটিনে থাকাকালীনই করোনায় আক্রান্ত হলেন তিনি ৷ তাই আপাতত নর্জের সার্ভিস পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস ৷

আরও পড়ুন : কেকেআরের বিরুদ্ধে জয়ের পিছনে মস্তিষ্ক অধিনায়ক রোহিতের, মত রাহুলের

বিসিসিআইয়ের এসওপি অনুযায়ী করোনা আক্রান্তদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে নির্দিষ্ট স্থানে কমপক্ষে দশদিন আইসোলেশনে থাকতে হবে ৷ আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নিয়েছিল ঋষভ পন্থের দল ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল : করোনা নেগেটিভ নিশ্চিত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন ৷ কিন্তু কোয়ারানটিন পর্ব কাটার আগেই করোনা আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার ডান হাতি ফাস্ট বোলার অ্যানরিখ নর্জে ৷ আপাতত তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

চোটের কারণে এবার আইপিএল খেলতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ এরপর টুর্নামেন্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন অক্ষর প্যাটেল ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি ৷ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলার দরুন প্রথম ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন না দিল্লির তারকা পেসার অ্যানরিখ নর্জে ৷ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে আইপিএলের জন্য ভারতে চলে আসেন ৷ সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিন পর্ব শেষ করে দ্রুত মাঠে নামার কথা ছিল ৷ কিন্তু কোয়ারানটিনে থাকাকালীনই করোনায় আক্রান্ত হলেন তিনি ৷ তাই আপাতত নর্জের সার্ভিস পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস ৷

আরও পড়ুন : কেকেআরের বিরুদ্ধে জয়ের পিছনে মস্তিষ্ক অধিনায়ক রোহিতের, মত রাহুলের

বিসিসিআইয়ের এসওপি অনুযায়ী করোনা আক্রান্তদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে নির্দিষ্ট স্থানে কমপক্ষে দশদিন আইসোলেশনে থাকতে হবে ৷ আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নিয়েছিল ঋষভ পন্থের দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.