ETV Bharat / sports

IPL 2021 : ইসলাম বিরোধী কনটেন্ট ! আফগানিস্তানে বন্ধ আইপিএলের সম্প্রচার - আইপিএল ব্যানড

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধ করল তালিবান ৷ এই সিদ্ধান্তে হতাশ রশিদ খান, মহম্মদ নবিরা ৷

IPL 2021
IPL 2021
author img

By

Published : Sep 21, 2021, 10:12 AM IST

কাবুল, 21 সেপ্টেম্বর : মাঠের ধারে ছোট পোশাক পরে নাচবেন চিয়ার লিডাররা ৷ মহিলাদের মাথায় থাকবে না হিজাব ৷ তালিবানের মতে, ইসলাম ধর্মে এসব দেখা হারাম ৷ অর্থাৎ নিষিদ্ধ ৷ ইসলাম বিরোধী কনটেন্ট থাকার আশঙ্কায় আফগানিস্তানে নিষিদ্ধ করা হল আইপিএলের সম্প্রচার ৷ তালিবানি শাসনে আইপিএলের চার-ছক্কার মনোরঞ্জন উপভোগ করতে পারবেন না আফগানিস্তানবাসী ৷

দেশটিতে তালিবান কব্জা করতেই বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপিত হয়েছে ৷ তালিবানি ফতোয়ার তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে ৷ মেয়েদের স্কুল, কলেজ যাওয়া বিশ বাঁও জলে ৷ নাচ, গান বা বিনোদনমূলক কোনও কাজ করা যাবে না ৷ বাদ যায়নি খেলাধুলোও ৷ ছেলেরা ছাড় পেলেও তালিবানি শাসনে মেয়েদের মাঠে নামার সুযোগ নেই ৷ আফগান মহিলা ক্রিকেট দলে খেলা বন্ধ ৷ এবার তালিবানের কোপ পড়ল আইপিএলের সম্প্রচারের উপর ৷ গত 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ টিভির সামনে বসে সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ আর পাবেন না আফগানিস্তানবাসী ৷ রশিদ খান, মহম্মদ নবিদের হয়ে গলা ফাটানো যাবে না ৷

  • Afghanistan national 📻 📺 will not broadcast the @IPL as usual as it was reportedly banned to live the matches resumed tonight due to possible anti-islam contents, girls dancing & the attendence of barred hair women in the 🏟️ by Islamic Emirates of the Taliban. #CSKvMI pic.twitter.com/dmPZ3rrKn6

    — M.ibrahim Momand (@IbrahimReporter) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : England Tour of Pakistan : পাক সফর বাতিল ইংল্যান্ডের, মাঠে বদলা নেওয়ার হুঙ্কার দিলেন রামিজ

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে এসেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক ইব্রাহিম মোমান্দের একটি টুইটে ৷ তিনি লিখেছেন, "আফগানিসস্তানে 2021 আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে ৷ আইপিএল ম্যাচ চলাকালীন ইসলাম বিরোধী কনটেন্ট প্রচারিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ যে কারণে এই ফরমান জারি করা হয়েছে ৷" চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগে তিনি এই টুইট করেন ৷

কাবুল, 21 সেপ্টেম্বর : মাঠের ধারে ছোট পোশাক পরে নাচবেন চিয়ার লিডাররা ৷ মহিলাদের মাথায় থাকবে না হিজাব ৷ তালিবানের মতে, ইসলাম ধর্মে এসব দেখা হারাম ৷ অর্থাৎ নিষিদ্ধ ৷ ইসলাম বিরোধী কনটেন্ট থাকার আশঙ্কায় আফগানিস্তানে নিষিদ্ধ করা হল আইপিএলের সম্প্রচার ৷ তালিবানি শাসনে আইপিএলের চার-ছক্কার মনোরঞ্জন উপভোগ করতে পারবেন না আফগানিস্তানবাসী ৷

দেশটিতে তালিবান কব্জা করতেই বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপিত হয়েছে ৷ তালিবানি ফতোয়ার তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে ৷ মেয়েদের স্কুল, কলেজ যাওয়া বিশ বাঁও জলে ৷ নাচ, গান বা বিনোদনমূলক কোনও কাজ করা যাবে না ৷ বাদ যায়নি খেলাধুলোও ৷ ছেলেরা ছাড় পেলেও তালিবানি শাসনে মেয়েদের মাঠে নামার সুযোগ নেই ৷ আফগান মহিলা ক্রিকেট দলে খেলা বন্ধ ৷ এবার তালিবানের কোপ পড়ল আইপিএলের সম্প্রচারের উপর ৷ গত 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ টিভির সামনে বসে সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ আর পাবেন না আফগানিস্তানবাসী ৷ রশিদ খান, মহম্মদ নবিদের হয়ে গলা ফাটানো যাবে না ৷

  • Afghanistan national 📻 📺 will not broadcast the @IPL as usual as it was reportedly banned to live the matches resumed tonight due to possible anti-islam contents, girls dancing & the attendence of barred hair women in the 🏟️ by Islamic Emirates of the Taliban. #CSKvMI pic.twitter.com/dmPZ3rrKn6

    — M.ibrahim Momand (@IbrahimReporter) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : England Tour of Pakistan : পাক সফর বাতিল ইংল্যান্ডের, মাঠে বদলা নেওয়ার হুঙ্কার দিলেন রামিজ

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে এসেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক ইব্রাহিম মোমান্দের একটি টুইটে ৷ তিনি লিখেছেন, "আফগানিসস্তানে 2021 আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে ৷ আইপিএল ম্যাচ চলাকালীন ইসলাম বিরোধী কনটেন্ট প্রচারিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ যে কারণে এই ফরমান জারি করা হয়েছে ৷" চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগে তিনি এই টুইট করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.