ETV Bharat / sports

এক ওভারে ম্যাচের ভাগ্য, সুপার ওভার কী ? - সুপার ওভারের ইতিহাস

2019 সালের অক্টোবরে ICC-র টুর্নামেন্টগুলিতে সুপার ওভারের নিয়মে কিছু বদল আনে । কী সেই নিয়মগুলি ? দেখে নিন এক ঝলকে ।

সুপার ওভার
সুপার ওভার
author img

By

Published : Sep 21, 2020, 11:43 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : IPL -এর ত্রয়োদশ মরশুম । আর মরশুমের দ্বিতীয় ম্যাচেই সুপার ওভার । টানটান উত্তেজনার ভরা চল্লিশ ওভার । শেষে সুপার ওভারে পঞ্জাবকে হারিয়ে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস । মরশুমের প্রথম সুপার ওভার । ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনা তখন ফুটছে টগবগ করে । কিন্তু সেভাবে কোনও দূরপাল্লার ছক্কা দেখা গেল না । পঞ্জাবের পকেটে আসে মাত্র তিন রান । এরপর ঋষভ পন্থের হাত দিয়ে সহজ জয় দিল্লি ক্যাপিটালসের ।

আজ সবে তৃতীয় দিন IPL 2020-র । এখনও অনেক ম্যাচ বাকি । আগামীদিনে হয়ত আরও ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়াবে । আর এই মুহূর্তগুলির জন্যই তো বসে থাকেন ক্রিকেটভক্তরা । একবার তাহলে মগজে ঝালিয়ে নেওয়া যাক সুপার ওভারের নিয়মগুলি ।

ICC WC 2019
2019 বিশ্বকাপ ফাইনালের এক ঝলক

সুপার ওভার আসলে কী ?

সুপার ওভার বা এক ওভারের ফলাফল নির্ণায়ক টাই ব্রেকার । সীমিত ওভারের ক্রিকেটে এই বিশেষ নিয়মটি ব্যবহার হয় । কোনও ম্যাচে দুই দল একই রান করলে একটি অতিরিক্ত ওভার খেলা হয় । সেই ওভার দিয়েই ম্য়াচের জয়ীকে বেছে নেওয়া হয় ।

সুপার ওভারে যে দল বেশি রান করবে, সেই দলই জিতবে টাই ব্রেকার । অতিরিক্ত এই ওভারটিতেও যদি দুই দল একই রান করে, তবে আবারও একটি ওভার খেলতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটি দল জয়ী হচ্ছে ।

IPL 2020
বিধ্বংসী রাবাডার সামনে সুপার ওভারে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব

সুপার ওভারের ইতিহাস

আগে ছিল বোল-আউট । নিশ্চয়ই সবার মনে আছে 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সেই বোল-আউটে টাইব্রেকার । এরপর 2008 সালে টি-20 -তে প্রথম সুপার ওভার নিয়ে আসা হয় বোল-আউটের বদলে । একদিনের আন্তর্জাতিকে সুপার ওভার প্রথম আসে 2011 বিশ্বকাপ ক্রিকেটের নক আউট পর্যায়ে । কিন্তু বিশ্বকাপের একটি ম্যাচেও সেই বছর সুপার ওভারের দরকার পড়েনি । এরপর থেকে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালেই সুপার ওভারের মাধ্যমে টাই ব্রেকার করা হয় । সেক্ষেত্রে নক আউট পর্যায়ে টাই হলে গ্রুপ স্তরে যে দলের পারফরম্যান্স ভালো, সেই দলই জয়ী হবে ।

Super Over in Cricket
সুপার ওভারে গেইল ঝড়

আরও পড়ুন : "ছন্দ পেতে কোহলিকে বেশি পরিশ্রম করতে হবে না"

এরপর 2017 সালের মহিলা বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্যায়ে সুপার ওভার নিয়ে আসে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC । 2019 সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার কোনও একদিনের আন্তর্জাতিকে সুপার ওভার ব্যবহার করা হয় । সুপার ওভারেও একই রান তোলে দুই দল । কিন্তু, ম্যাচে বেশি বাউন্ডারি মারায় প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড ।

সুপার ওভার
সুপার ওভার

সুপার ওভারের নিয়ম

ICC স্ট্যান্ডার্ড টি-20 আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে সুপার ওভারের ক্ষেত্রে যে নিয়মগুলি করেছে --

  • প্রতিটি দল তিনজন ব্যাটসম্যানকে সুপার ওভারে খেলাতে পারবে । অর্থাৎ, হাতে দু'টি উইকেট নিয়ে একটি ওভার ব্যাট করতে পারবে প্রতিটি দল ।
  • ম্যাচে যে দল পরে ব্যাটিং করবে, সেই দল সুপার ওভারে আগে ব্যাটিং করবে । যে দল সুপার ওভাবে বোলিং করবে, সেই দলই সিদ্ধান্ত নেবে উইকেটের কোনদিক থেকে বোলিং করা হবে ।
  • ম্যাচ চলাকালীন যদি ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার হয়ে থাকে, তবে সুপার ওভারেও কাউন্ট ব্যাক নিয়ম চলে আসবে ।
  • গ্রুপ স্তরে যদি কোনও সুপার ওভার টাই হয়, তবে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে । কিন্তু নক আউট পর্যায়ে যতক্ষণ না কেউ জয়ী হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে ।
  • দ্বিপাক্ষিক সিরিজ়ের ক্ষেত্রেও কোনও একটি দল না জেতা পর্যন্ত চালু থাকবে সুপার ওভার ।

আরও পড়ুন : IPL 2020: সামনে ধোনি-গম্ভীর-রোহিতরা, নতুন রেকর্ডের মুখে কোহলি

প্রথম সুপার ওভার কবে খেলা হয়েছিল ?

সুপার ওভার প্রথমবার ব্যবহার হয়েছিল 2008 সালের 26 ডিসেম্বর । টি-20 ম্যাচ । প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় ও নিউজ়িল্যান্ড । ক্যারিবিয়ানরা ওই সুপার ওভারে এক উইকেট হারিয়ে 25 রান তুলেছিল । জবাবে ব্যাট করতে নেমে 15 রানেই গুটিয়ে যায় কিউইরা ।

সুপার ওভারেও একই রান হলে কী হবে ?

2019 সালের অক্টোবরে ICC-র টুর্নামেন্টগুলিতে সুপার ওভারের নিয়মে কিছু বদল আনে । সেই নিয়মে গ্রুপ স্তরে যদি কোনও সুপার ওভার টাই হয়, তবে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে । কিন্তু নক আউট পর্যায়ে যতক্ষণ না কেউ জয়ী হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে ।

দুবাই, 21 সেপ্টেম্বর : IPL -এর ত্রয়োদশ মরশুম । আর মরশুমের দ্বিতীয় ম্যাচেই সুপার ওভার । টানটান উত্তেজনার ভরা চল্লিশ ওভার । শেষে সুপার ওভারে পঞ্জাবকে হারিয়ে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস । মরশুমের প্রথম সুপার ওভার । ক্রিকেটভক্তদের মধ্যে উত্তেজনা তখন ফুটছে টগবগ করে । কিন্তু সেভাবে কোনও দূরপাল্লার ছক্কা দেখা গেল না । পঞ্জাবের পকেটে আসে মাত্র তিন রান । এরপর ঋষভ পন্থের হাত দিয়ে সহজ জয় দিল্লি ক্যাপিটালসের ।

আজ সবে তৃতীয় দিন IPL 2020-র । এখনও অনেক ম্যাচ বাকি । আগামীদিনে হয়ত আরও ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়াবে । আর এই মুহূর্তগুলির জন্যই তো বসে থাকেন ক্রিকেটভক্তরা । একবার তাহলে মগজে ঝালিয়ে নেওয়া যাক সুপার ওভারের নিয়মগুলি ।

ICC WC 2019
2019 বিশ্বকাপ ফাইনালের এক ঝলক

সুপার ওভার আসলে কী ?

সুপার ওভার বা এক ওভারের ফলাফল নির্ণায়ক টাই ব্রেকার । সীমিত ওভারের ক্রিকেটে এই বিশেষ নিয়মটি ব্যবহার হয় । কোনও ম্যাচে দুই দল একই রান করলে একটি অতিরিক্ত ওভার খেলা হয় । সেই ওভার দিয়েই ম্য়াচের জয়ীকে বেছে নেওয়া হয় ।

সুপার ওভারে যে দল বেশি রান করবে, সেই দলই জিতবে টাই ব্রেকার । অতিরিক্ত এই ওভারটিতেও যদি দুই দল একই রান করে, তবে আবারও একটি ওভার খেলতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটি দল জয়ী হচ্ছে ।

IPL 2020
বিধ্বংসী রাবাডার সামনে সুপার ওভারে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব

সুপার ওভারের ইতিহাস

আগে ছিল বোল-আউট । নিশ্চয়ই সবার মনে আছে 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সেই বোল-আউটে টাইব্রেকার । এরপর 2008 সালে টি-20 -তে প্রথম সুপার ওভার নিয়ে আসা হয় বোল-আউটের বদলে । একদিনের আন্তর্জাতিকে সুপার ওভার প্রথম আসে 2011 বিশ্বকাপ ক্রিকেটের নক আউট পর্যায়ে । কিন্তু বিশ্বকাপের একটি ম্যাচেও সেই বছর সুপার ওভারের দরকার পড়েনি । এরপর থেকে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালেই সুপার ওভারের মাধ্যমে টাই ব্রেকার করা হয় । সেক্ষেত্রে নক আউট পর্যায়ে টাই হলে গ্রুপ স্তরে যে দলের পারফরম্যান্স ভালো, সেই দলই জয়ী হবে ।

Super Over in Cricket
সুপার ওভারে গেইল ঝড়

আরও পড়ুন : "ছন্দ পেতে কোহলিকে বেশি পরিশ্রম করতে হবে না"

এরপর 2017 সালের মহিলা বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্যায়ে সুপার ওভার নিয়ে আসে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC । 2019 সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমবার কোনও একদিনের আন্তর্জাতিকে সুপার ওভার ব্যবহার করা হয় । সুপার ওভারেও একই রান তোলে দুই দল । কিন্তু, ম্যাচে বেশি বাউন্ডারি মারায় প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড ।

সুপার ওভার
সুপার ওভার

সুপার ওভারের নিয়ম

ICC স্ট্যান্ডার্ড টি-20 আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে সুপার ওভারের ক্ষেত্রে যে নিয়মগুলি করেছে --

  • প্রতিটি দল তিনজন ব্যাটসম্যানকে সুপার ওভারে খেলাতে পারবে । অর্থাৎ, হাতে দু'টি উইকেট নিয়ে একটি ওভার ব্যাট করতে পারবে প্রতিটি দল ।
  • ম্যাচে যে দল পরে ব্যাটিং করবে, সেই দল সুপার ওভারে আগে ব্যাটিং করবে । যে দল সুপার ওভাবে বোলিং করবে, সেই দলই সিদ্ধান্ত নেবে উইকেটের কোনদিক থেকে বোলিং করা হবে ।
  • ম্যাচ চলাকালীন যদি ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার হয়ে থাকে, তবে সুপার ওভারেও কাউন্ট ব্যাক নিয়ম চলে আসবে ।
  • গ্রুপ স্তরে যদি কোনও সুপার ওভার টাই হয়, তবে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে । কিন্তু নক আউট পর্যায়ে যতক্ষণ না কেউ জয়ী হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে ।
  • দ্বিপাক্ষিক সিরিজ়ের ক্ষেত্রেও কোনও একটি দল না জেতা পর্যন্ত চালু থাকবে সুপার ওভার ।

আরও পড়ুন : IPL 2020: সামনে ধোনি-গম্ভীর-রোহিতরা, নতুন রেকর্ডের মুখে কোহলি

প্রথম সুপার ওভার কবে খেলা হয়েছিল ?

সুপার ওভার প্রথমবার ব্যবহার হয়েছিল 2008 সালের 26 ডিসেম্বর । টি-20 ম্যাচ । প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় ও নিউজ়িল্যান্ড । ক্যারিবিয়ানরা ওই সুপার ওভারে এক উইকেট হারিয়ে 25 রান তুলেছিল । জবাবে ব্যাট করতে নেমে 15 রানেই গুটিয়ে যায় কিউইরা ।

সুপার ওভারেও একই রান হলে কী হবে ?

2019 সালের অক্টোবরে ICC-র টুর্নামেন্টগুলিতে সুপার ওভারের নিয়মে কিছু বদল আনে । সেই নিয়মে গ্রুপ স্তরে যদি কোনও সুপার ওভার টাই হয়, তবে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে । কিন্তু নক আউট পর্যায়ে যতক্ষণ না কেউ জয়ী হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.