ETV Bharat / sports

IPL 2020 : কোটিপতি লিগের আহ্বানে মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেডিয়ামগুলি - শারজা ক্রিকেট স্টেডিয়াম

আবু ধাবি, দুবাই ও শারজার তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ । IPL এর জন্য মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেডিয়ামগুলি ।

IPL 2020
Sharja Stadium
author img

By

Published : Sep 19, 2020, 5:09 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 19 সেপ্টেম্বর : মরুদেশে মহাযজ্ঞ । আজ থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । আবু ধাবি, দুবাই ও শারজার তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ । IPL এর জন্য মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেডিয়ামগুলি । এক নজরে স্টেডিয়ামগুলির ঝলক ।

IPL 2020
আবুধাবি স্টেডিয়াম

শেখ জায়েদ স্টেডিয়াম (আবু ধাবি )

IPL এর উদ্বোধনী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর আসর বসছে এখানেই । 20 হাজার দর্শক বিশিষ্ট এই স্টেডিয়াম তৈরি হয় 2004 সালে । এই মাঠেই ভারত- পাকিস্তান ফ্রেন্ডশিপ সিরিজ হয়েছিল ।

IPL 2020
শারজা স্টেজিয়াম

শারজা ক্রিকেট স্টেডিয়াম

17 হাজার দর্শক বিশিষ্ট এই স্টেডিয়াম তৈরি হয় 1982 সালে । ভারত ও পাকিস্তানের একাধিক ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামেই । 1998 সালে এই স্টেডিয়ামে সচিনের ঝড়ো ইনিংসে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া ।

IPL 2020
দুবাই স্টেডিয়াম

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

আরব আমিরশাহির অন্যতম নতুন স্টেডিয়াম এটি । 2009 সালে এই স্টেডিয়াম তৈরি হয় । কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচ এই স্টেডিয়ামে খেলবে । স্টেডিয়ামের দার্শকাশন প্রায় 30 হাজার ।

দুবাই, 19 সেপ্টেম্বর : মরুদেশে মহাযজ্ঞ । আজ থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । আবু ধাবি, দুবাই ও শারজার তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ । IPL এর জন্য মায়াবী আলোয় সেজে উঠেছে স্টেডিয়ামগুলি । এক নজরে স্টেডিয়ামগুলির ঝলক ।

IPL 2020
আবুধাবি স্টেডিয়াম

শেখ জায়েদ স্টেডিয়াম (আবু ধাবি )

IPL এর উদ্বোধনী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর আসর বসছে এখানেই । 20 হাজার দর্শক বিশিষ্ট এই স্টেডিয়াম তৈরি হয় 2004 সালে । এই মাঠেই ভারত- পাকিস্তান ফ্রেন্ডশিপ সিরিজ হয়েছিল ।

IPL 2020
শারজা স্টেজিয়াম

শারজা ক্রিকেট স্টেডিয়াম

17 হাজার দর্শক বিশিষ্ট এই স্টেডিয়াম তৈরি হয় 1982 সালে । ভারত ও পাকিস্তানের একাধিক ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামেই । 1998 সালে এই স্টেডিয়ামে সচিনের ঝড়ো ইনিংসে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া ।

IPL 2020
দুবাই স্টেডিয়াম

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

আরব আমিরশাহির অন্যতম নতুন স্টেডিয়াম এটি । 2009 সালে এই স্টেডিয়াম তৈরি হয় । কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচ এই স্টেডিয়ামে খেলবে । স্টেডিয়ামের দার্শকাশন প্রায় 30 হাজার ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.