দুবাই, 7 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সেট করা উচ্চতায় পৌঁছাতে পারেননি ৷ বিরাট ও এবি ডেভিলিয়ার্সের ধারাবাহিকতার অভাবের কারণেই এলিমিনেটরেই শেষ RCB -র যাত্রা ৷ এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার ৷
তিনি বলেন, বিরাট ও এবি ডেভিলিয়ার্স ধারাবাহিকভাবে বড় রান করতে পারেননি ৷ যেটা সচরাচর তাঁরা করে থাকেন ৷ ফলে বিপক্ষ দলকে চাপে ফেলার জন্য বড় টার্গেট দিতে পারছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷
আবু ধাবিতে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 6 উইকেটে হেরে শুক্রবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে RCB ৷ একই সঙ্গে পরপর পাঁচ ম্যাচ হারের নজির গড়ল ব্যাঙ্গালোর ৷ অথচ টুর্নামেন্ট শুরুর সময় প্রথম 10টি ম্যাচের 7টিতেই জয় তুলে নিয়েছিল বিরাটের দল ৷
ধীরে শুরু করলেও টুর্নামেন্টে 15 ম্যাচে 466 রান করেছেন বিরাট কোহলি ৷ তাঁর স্ট্রাইকরেট ছিল 121.35 ৷ মিডল ওভারে ধারাবাহিক ছিলেন না ভারত অধিনায়ক ৷ তাই মিডল অর্ডারে বড় রান করতে পারেনি ব্যাঙ্গালোর ৷ তাই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মিডল অর্ডারে সবথেকে কম রান করার দলের মধ্যে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷
স্টার স্পোর্টসকে সুনীল গাভাসকার বলেন, ‘‘ বিরাট যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই কোহলিকে দেখা যায়নি ৷ এবং এটাই RCB -র টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একটি কারণ ৷ বিরাট যখন এবি ডেভিলিয়ার্সকে নিয়ে রানের মধ্যে থাকে, এমনিতেই বিপক্ষকে বড় রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোর ৷ তবে বরাবরের মতো বোলিং RCB -র একটি দুর্বল দিক ৷’’
তবে অলরাউন্ডার শিবম দুবেকে সাপোর্ট করার কথাও জানান গাভাসকার ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি শিবমকে একটি নির্দিষ্ট রোল দেওয়া উচিত ৷ কখনও দুবে উপরে খেলছে তো কখনও ওয়াশিংটন সুন্দর ৷ যদি তাঁকে কোনও একটি নির্দিষ্ট রোল দেওয়া হত এবং বলা হত দ্রুত রান করো ৷ আমার মনে হয় এতে দুবের সাহায্য হত ৷’’