ETV Bharat / sports

‘‘জ্যোতিষী আর্চার’’, গেইলকে আউট করার পর ভাইরাল ইংলিশ পেসারের টুইট

রাজস্থান রয়্যালস নিজেদের টুইটার অ্যাকাউন্টে আর্চারের পুরোনো টুইট পুনরায় পোস্ট করে ৷ সেখানে তাঁরা লেখেন ‘‘100% সত্যি’’ ৷

Jofra Archer
Jofra Archer
author img

By

Published : Oct 31, 2020, 5:27 PM IST

আবু ধাবি, 31 অক্টোবর : রাজস্থান রয়্যালস বোলার জোফ্রে আর্চার আর জ্যোতিষীদের মধ্যে কি কোনও সম্পর্ক আছে ? থাকলেও থাকতে পারে ৷ শুক্রবার ইউনিভার্স বসকে 99 রানে আউট করেন আর্চার ৷ তারপরই 2013 সালে আর্চারের করা একটি টুইট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷

রাজস্থান রয়্যালস নিজেদের টুইটার অ্যাকাউন্টে আর্চারের পুরোনো টুইট পুনরায় পোস্ট করে ৷ সেখানে তাঁরা লেখেন ‘‘100% সত্যি’’ ৷

2013 সালের 23 ফেব্রুয়ারি আর্চার একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি জানি, আমি যদি বোলিং করি, ও 100 করতে পারবে না ৷’’

পোস্টটি ভাইরাল হওয়ার পরই সমর্থকরা গেইলের আউটের সঙ্গে ওই টুইটের সামঞ্জস্যতা খুঁজে পান ৷ এবং সোশাল মিডিয়ায় তা খুব শীঘ্রই তা ভাইরাল হয়ে যায় ৷

ইনিংসের শেষ ওভারে ক্রিস গেইল 62 বলে 99 করে খেলছিলেন ৷ আরও একটি IPL শতরান থেকে তিনি মাত্র 1 রান দূরে ছিলেন ৷ ওভারে 3টি বল বাকি ছিল ৷ কিন্তু আর্চারের দুরন্ত ইয়র্কার সামলাতে পারেননি ইউনিভার্স বস ৷ তার আগের বলেই আর্চারকে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি ৷ এটি নিয়ে IPL-এ দ্বিতীয়বার 99 রানে ফিরতে হল গেইলকে ৷

নিজের হতাশা চেপে রাখেননি ক্যারিবিয়ান ক্রিকেটার ৷ তিনি মাটিতে তাঁর ব্যাট ছুড়ে মারেন ৷

অন্যদিকে আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত বোলিং করেন ৷ 4 ওভার বোলিং করে 28 রান দিয়ে তিনি 2টি উইকেট নেন ৷

আবু ধাবি, 31 অক্টোবর : রাজস্থান রয়্যালস বোলার জোফ্রে আর্চার আর জ্যোতিষীদের মধ্যে কি কোনও সম্পর্ক আছে ? থাকলেও থাকতে পারে ৷ শুক্রবার ইউনিভার্স বসকে 99 রানে আউট করেন আর্চার ৷ তারপরই 2013 সালে আর্চারের করা একটি টুইট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷

রাজস্থান রয়্যালস নিজেদের টুইটার অ্যাকাউন্টে আর্চারের পুরোনো টুইট পুনরায় পোস্ট করে ৷ সেখানে তাঁরা লেখেন ‘‘100% সত্যি’’ ৷

2013 সালের 23 ফেব্রুয়ারি আর্চার একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি জানি, আমি যদি বোলিং করি, ও 100 করতে পারবে না ৷’’

পোস্টটি ভাইরাল হওয়ার পরই সমর্থকরা গেইলের আউটের সঙ্গে ওই টুইটের সামঞ্জস্যতা খুঁজে পান ৷ এবং সোশাল মিডিয়ায় তা খুব শীঘ্রই তা ভাইরাল হয়ে যায় ৷

ইনিংসের শেষ ওভারে ক্রিস গেইল 62 বলে 99 করে খেলছিলেন ৷ আরও একটি IPL শতরান থেকে তিনি মাত্র 1 রান দূরে ছিলেন ৷ ওভারে 3টি বল বাকি ছিল ৷ কিন্তু আর্চারের দুরন্ত ইয়র্কার সামলাতে পারেননি ইউনিভার্স বস ৷ তার আগের বলেই আর্চারকে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি ৷ এটি নিয়ে IPL-এ দ্বিতীয়বার 99 রানে ফিরতে হল গেইলকে ৷

নিজের হতাশা চেপে রাখেননি ক্যারিবিয়ান ক্রিকেটার ৷ তিনি মাটিতে তাঁর ব্যাট ছুড়ে মারেন ৷

অন্যদিকে আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত বোলিং করেন ৷ 4 ওভার বোলিং করে 28 রান দিয়ে তিনি 2টি উইকেট নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.