ETV Bharat / sports

পয়েন্ট টেবিলে শীর্ষে যেতে আজ মুখোমুখি বিরাট-শ্রেয়স - আরসিবি বনাম ডিসি

দু'দলেরই পয়েন্ট সমান । রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দু'নম্বরে রয়েছে দিল্লি । ব্যাঙ্গালোর তার পরেই ।

RCB vs DC
রয়্যাল চ্যাসেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস
author img

By

Published : Oct 5, 2020, 8:43 AM IST

Updated : Oct 5, 2020, 8:54 AM IST

দুবাই, 5 অক্টোবর : দুটো দলই 4 ম্যাচ খেলে তিনটেয় জিতেছে । আজ যে জিতবে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে যাবে । আর সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও দিল্লি ক্যাপিটালস (DC) ।

ব্যর্থতা কাটিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন RCB অধিনায়ক বিরাট কোহলি । দলের পারফরম্যান্সেও তিনি খুশি । ফর্মে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স । তরুণ ওপেনার দেবদূত পড়িক্কলও ভরসা জোগাচ্ছেন দলকে । রয়েছেন অজ়ি ওপেনার অ্যারন ফিঞ্চ । ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কমেছে বিরাটের ।

বোলারদের নিয়েও খুব একটা চাপ নেই বিরাটের । যুজবেন্দ্র চাহাল ভালো বল করছেন । নভদীপ সাইনিও অধিনায়কের আস্থার মর্যাদা রাখছেন । চোট সারিয়ে দলে ফিরতে পারেন ক্রিস মরিস । অ্যাডাম জ়াম্পার জায়গায় প্রথম একাদশে থাকতে পারেন । ডেথ ওভারে সাইনির সঙ্গে তাঁকে ব্যবহার করতে পারবেন কোহলি । লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন মরিস । সবমিলিয়ে দিল্লি ম্যাচের আগে ফুরফুরে মেজাজে RCB অধিনায়ক ।

যদি কোহলি ফুরফুরে মেজাজে থাকেন, তাহলে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও মাথাব্যথার কোনও কারণ নেই । তিনি নিজে বিধ্বংসী ফর্মে রয়েছেন । নাইট রাইডার্সের বিরুদ্ধে 38 বলে 88 রান করেছেন । তাঁর দলের ওপেনিং জুটিও ফর্মে । পৃথ্বী শ চার ম্যাচে দুটি অর্ধশতরান করেছেন । ধীরে ধীরে ফর্মে ফিরছেন অন্য ওপেনার শিখর ধাওয়ান । রয়েছেন ঋষভ পন্থ ।

আর অশ্বিন চোট সারিয়ে দলে ফেরায় বোলিং বিভাগও শক্তিশালী হয়েছে দিল্লির । ডেথ ওভারে কাগিসো রাবাডার মতো স্পেশালিস্ট রয়েছেন । সঙ্গে অ্যানরিচ নর্জে ও অমিত শাহ । ফলে বিরাটের মতো আজ দুশ্চিন্তামুক্ত হয়েই মাঠে নামবেন আইয়ার ।

পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে বিরাটের দল । 2011 সাল থেকে দু'দল IPL-এ 17 বার মুখোমুখি হয়েছে । দিল্লি জিতেছে মাত্র তিনবার । তবে পরিসংখ্যান দিয়ে কি আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী করা যায় ? শেষপর্যন্ত কারা পয়েন্ট টেবিলের শীর্ষে যাবে, সেটা আজ দুই দলের লড়াই শেষেই জানা যাবে ।

দুবাই, 5 অক্টোবর : দুটো দলই 4 ম্যাচ খেলে তিনটেয় জিতেছে । আজ যে জিতবে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে যাবে । আর সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও দিল্লি ক্যাপিটালস (DC) ।

ব্যর্থতা কাটিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন RCB অধিনায়ক বিরাট কোহলি । দলের পারফরম্যান্সেও তিনি খুশি । ফর্মে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স । তরুণ ওপেনার দেবদূত পড়িক্কলও ভরসা জোগাচ্ছেন দলকে । রয়েছেন অজ়ি ওপেনার অ্যারন ফিঞ্চ । ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কমেছে বিরাটের ।

বোলারদের নিয়েও খুব একটা চাপ নেই বিরাটের । যুজবেন্দ্র চাহাল ভালো বল করছেন । নভদীপ সাইনিও অধিনায়কের আস্থার মর্যাদা রাখছেন । চোট সারিয়ে দলে ফিরতে পারেন ক্রিস মরিস । অ্যাডাম জ়াম্পার জায়গায় প্রথম একাদশে থাকতে পারেন । ডেথ ওভারে সাইনির সঙ্গে তাঁকে ব্যবহার করতে পারবেন কোহলি । লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন মরিস । সবমিলিয়ে দিল্লি ম্যাচের আগে ফুরফুরে মেজাজে RCB অধিনায়ক ।

যদি কোহলি ফুরফুরে মেজাজে থাকেন, তাহলে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও মাথাব্যথার কোনও কারণ নেই । তিনি নিজে বিধ্বংসী ফর্মে রয়েছেন । নাইট রাইডার্সের বিরুদ্ধে 38 বলে 88 রান করেছেন । তাঁর দলের ওপেনিং জুটিও ফর্মে । পৃথ্বী শ চার ম্যাচে দুটি অর্ধশতরান করেছেন । ধীরে ধীরে ফর্মে ফিরছেন অন্য ওপেনার শিখর ধাওয়ান । রয়েছেন ঋষভ পন্থ ।

আর অশ্বিন চোট সারিয়ে দলে ফেরায় বোলিং বিভাগও শক্তিশালী হয়েছে দিল্লির । ডেথ ওভারে কাগিসো রাবাডার মতো স্পেশালিস্ট রয়েছেন । সঙ্গে অ্যানরিচ নর্জে ও অমিত শাহ । ফলে বিরাটের মতো আজ দুশ্চিন্তামুক্ত হয়েই মাঠে নামবেন আইয়ার ।

পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে বিরাটের দল । 2011 সাল থেকে দু'দল IPL-এ 17 বার মুখোমুখি হয়েছে । দিল্লি জিতেছে মাত্র তিনবার । তবে পরিসংখ্যান দিয়ে কি আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী করা যায় ? শেষপর্যন্ত কারা পয়েন্ট টেবিলের শীর্ষে যাবে, সেটা আজ দুই দলের লড়াই শেষেই জানা যাবে ।

Last Updated : Oct 5, 2020, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.