ETV Bharat / sports

IPL 2020 : দিল্লি-পঞ্জাবের লড়াইয়ে নজরে রাবাডা, গেইল - ক্রিস গেইল

গেইলের হার্ড হিট করার ক্ষমতার কথা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে ক্যারিবিয়ান ঝড় থামাবার দায়িত্ব দিতে পারেন দিল্লি থিঙ্কট্যাঙ্ক ।

Gayle
Gayle
author img

By

Published : Sep 20, 2020, 5:42 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর : ক্রিস গেইল যে কোনও প্ল্যাটফর্মে ক্রিকেটের অন্যতম চরিত্র। গেইলের বয়স বাড়ছে । আগের মতো সেই রিফ্লেক্সও নেই ক্যারিবিয়ান দৈত্যের । তা সত্ত্বেও নিলামে তাঁকে কিংস ইলেভেন পঞ্জাব কিনে নেয় । তাদের এখনও একটাই আশা নিজের দিনে গেইল সবথেকে ভয়ংকর ।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসকে তাঁর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ কিছু প্রয়োজন । গেইলের হার্ড হিট করার ক্ষমতার কথা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে ক্যারিবিয়ান ঝড় থামাবার দায়িত্ব দিতে পারেন দিল্লি থিঙ্কট্যাঙ্ক । যদিও আরও অনেক কিছুই এর মধ্যে ঘটতে পারে । এমনকী প্রথম একাদশে গেইল খেলবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ । তা সত্ত্বেও দর্শকরা চাইবেন এই দুই মহারথীর ডুয়েল দেখতে ।

IPL পর্যায়ে একজনের যা গুণাগুণ থাকা দরকার গেইলের তা সব রয়েছে। মোট 125টি ম্যাচ খেলেছেন । 6টি শতরান সহ 4484 রান করেছেন । 28টি অর্ধশতরান আছে । আর স্ট্রাইক রেট 151-এর বেশি । এর থেকে বেশি একজনের থেকে আশা করা যায় না ।

রাবডার রেকর্ড গেইলের ধারে কাছেও যায় না । তবে এটাও মনে রাখতে হবে বেশি দিন তিনি IPL খেলেননি । তবে 18 ম্যাচে তাঁর 31টি উইকেট আছে । স্ট্রাইক রেট 13.22 । তবে রাবাডার বোলিংয়ে গতি, বৈচিত্র্য এবং শক্তি রয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে অনুকূল হতে পারে ।

দিল্লি ক্যাপিটালস স্পিনারদের উপরই বেশি নির্ভরশীল । তবে গেইলের ক্ষেত্রে ফর্ম বা বয়সের দিকে নজর দিলে ভুল করতে পারে দিল্লি ক্যাপিটালস । সেক্ষেত্রে স্পিনাররা নয়, রাবাডা ভালো বিকল্প হতে পারেন ।

দুবাই, 20 সেপ্টেম্বর : ক্রিস গেইল যে কোনও প্ল্যাটফর্মে ক্রিকেটের অন্যতম চরিত্র। গেইলের বয়স বাড়ছে । আগের মতো সেই রিফ্লেক্সও নেই ক্যারিবিয়ান দৈত্যের । তা সত্ত্বেও নিলামে তাঁকে কিংস ইলেভেন পঞ্জাব কিনে নেয় । তাদের এখনও একটাই আশা নিজের দিনে গেইল সবথেকে ভয়ংকর ।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসকে তাঁর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ কিছু প্রয়োজন । গেইলের হার্ড হিট করার ক্ষমতার কথা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে ক্যারিবিয়ান ঝড় থামাবার দায়িত্ব দিতে পারেন দিল্লি থিঙ্কট্যাঙ্ক । যদিও আরও অনেক কিছুই এর মধ্যে ঘটতে পারে । এমনকী প্রথম একাদশে গেইল খেলবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ । তা সত্ত্বেও দর্শকরা চাইবেন এই দুই মহারথীর ডুয়েল দেখতে ।

IPL পর্যায়ে একজনের যা গুণাগুণ থাকা দরকার গেইলের তা সব রয়েছে। মোট 125টি ম্যাচ খেলেছেন । 6টি শতরান সহ 4484 রান করেছেন । 28টি অর্ধশতরান আছে । আর স্ট্রাইক রেট 151-এর বেশি । এর থেকে বেশি একজনের থেকে আশা করা যায় না ।

রাবডার রেকর্ড গেইলের ধারে কাছেও যায় না । তবে এটাও মনে রাখতে হবে বেশি দিন তিনি IPL খেলেননি । তবে 18 ম্যাচে তাঁর 31টি উইকেট আছে । স্ট্রাইক রেট 13.22 । তবে রাবাডার বোলিংয়ে গতি, বৈচিত্র্য এবং শক্তি রয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে অনুকূল হতে পারে ।

দিল্লি ক্যাপিটালস স্পিনারদের উপরই বেশি নির্ভরশীল । তবে গেইলের ক্ষেত্রে ফর্ম বা বয়সের দিকে নজর দিলে ভুল করতে পারে দিল্লি ক্যাপিটালস । সেক্ষেত্রে স্পিনাররা নয়, রাবাডা ভালো বিকল্প হতে পারেন ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.