ETV Bharat / sports

ডুমিনির সঙ্গে কার মিল খুঁজে পেলেন সচিন? - কিংস ইলেভেন পঞ্জাব

নিকোলাস পুরানের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর৷ পুরানের ব্যাটে ভর করেই গতকাল ফের জয়ের সরণিতে ফিরল কিংস ইলেভেন পঞ্জাব৷ ম্যাচের পর সচিন টুইটে লেখেন, পুরানের ব্যাটিং মনে করাল JP ডুমিনিকে৷

pooran_stance_and_backlift_reminds_me_of_duminy_tweets_tendulkar
ডুমিনির সঙ্গে কার মিল খুঁজে পেলেন সচিন?
author img

By

Published : Oct 21, 2020, 1:40 PM IST

দুবাই, 21 অক্টোবর: নিকোলাস পুরানের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর৷ গতকাল মূলত পুরানের ঝোড়ো ইনিংসই দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবকে৷ 61 বলে 106 রান করে অপরাজিত থাকায় ম্যাচের সেরার পুরস্কার দিল্লির ওপেনার শিখর ধাওয়ান পেলেও, পুরান পেলেন মাস্টার ব্লাস্টারের দরাজ সার্টিফিকেট৷

তিনটি ছক্কা আর ছটি বাউন্ডারির সাহায্যে গতকালের ম্যাচে 28 বলে 53 রান করেন পুরান৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত 10টি ইনিংস খেলে পুরানের ঝুলিতে 295 রান৷ স্ট্রাইক রেট 180-র উপর৷ মেরেছেন 21টি চার ও 22টি ছক্কা৷ এর পাশাপাশি চলতি IPL-এ রাজস্থান ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে পাখির মতো উড়ে অবিশ্বাস্য ছক্কা বাঁচিয়ে তিনি মনে করিয়েছিলেন জন্টি রোডসের সেই স্মরণীয় ক্যাচ৷

দিল্লি ম্যাচে ক্যারিবিয়ান পুরানের ব্যাটিং সচিনকে মনে করাল আরেক প্রোটিয়াকে৷ ক্লিন স্ট্রাইকার পুরানের স্টান্স আর ব্যাকলিফট দেখে সচিন মিল খুঁজে পেলেন JP ডুমিনির সঙ্গে৷ ম্যাচের পর টুইটে সচিন লেখেন, "বেশ কিছু পাওয়ার-প্যাকড শট খেলেছেন নিকোলাস পুরান৷ নিখুঁতভাবে বল মারার দুরন্ত দক্ষতা দেখলাম, ক্লিন স্ট্রাইকার৷ তাঁর স্টান্স আর ব্যাকলিফট মনে করাল JP ডুমিনিকে৷"

টানা 6টি ম্যাচ হারার পর পুরানের ব্যাটে ভর করেই ফের জয়ের সরণিতে ফিরল কিংস ইলেভেন পঞ্জাব৷ 10 ম্যাচে এই নিয়ে চতুর্থ জয় পেয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তারা৷ কিংস ইলেভেনের পরের ম্যাচ শনিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷

দুবাই, 21 অক্টোবর: নিকোলাস পুরানের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর৷ গতকাল মূলত পুরানের ঝোড়ো ইনিংসই দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবকে৷ 61 বলে 106 রান করে অপরাজিত থাকায় ম্যাচের সেরার পুরস্কার দিল্লির ওপেনার শিখর ধাওয়ান পেলেও, পুরান পেলেন মাস্টার ব্লাস্টারের দরাজ সার্টিফিকেট৷

তিনটি ছক্কা আর ছটি বাউন্ডারির সাহায্যে গতকালের ম্যাচে 28 বলে 53 রান করেন পুরান৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত 10টি ইনিংস খেলে পুরানের ঝুলিতে 295 রান৷ স্ট্রাইক রেট 180-র উপর৷ মেরেছেন 21টি চার ও 22টি ছক্কা৷ এর পাশাপাশি চলতি IPL-এ রাজস্থান ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে পাখির মতো উড়ে অবিশ্বাস্য ছক্কা বাঁচিয়ে তিনি মনে করিয়েছিলেন জন্টি রোডসের সেই স্মরণীয় ক্যাচ৷

দিল্লি ম্যাচে ক্যারিবিয়ান পুরানের ব্যাটিং সচিনকে মনে করাল আরেক প্রোটিয়াকে৷ ক্লিন স্ট্রাইকার পুরানের স্টান্স আর ব্যাকলিফট দেখে সচিন মিল খুঁজে পেলেন JP ডুমিনির সঙ্গে৷ ম্যাচের পর টুইটে সচিন লেখেন, "বেশ কিছু পাওয়ার-প্যাকড শট খেলেছেন নিকোলাস পুরান৷ নিখুঁতভাবে বল মারার দুরন্ত দক্ষতা দেখলাম, ক্লিন স্ট্রাইকার৷ তাঁর স্টান্স আর ব্যাকলিফট মনে করাল JP ডুমিনিকে৷"

টানা 6টি ম্যাচ হারার পর পুরানের ব্যাটে ভর করেই ফের জয়ের সরণিতে ফিরল কিংস ইলেভেন পঞ্জাব৷ 10 ম্যাচে এই নিয়ে চতুর্থ জয় পেয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তারা৷ কিংস ইলেভেনের পরের ম্যাচ শনিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.