ETV Bharat / sports

বোলিং অ্য়াকশন নিয়ে নারাইনকে কড়া বার্তা BCCI-এর - বোলিং অ্য়াকশন কমিটি

সুনীল নারাইনকে ম্য়াচে সেই ভাবেই বল করতে হবে যা তিনি বোলিং অ্য়াকশন কমিটির কাছে টেস্টের সময় করেছিলেন ৷

narines-fizz-missing-as-bcci-asks-spinner-to-reproduce-assessment-action-in-matches
বোলিং অ্য়াকশন নিয়ে নারাইনকে কড়া বার্তা দিল BCCI
author img

By

Published : Oct 27, 2020, 7:43 PM IST

দুবাই, 27 অক্টোবর : কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনকে তাঁর বোলিংয়ে সততা বজায় রাখতে হবে বলে জানিয়ে দিল BCCI ৷ সম্প্রতি IPL-এ সন্দেহজনক বোলিং অ্য়াকশনের জন্য় চারটি ম্য়াচে খেলতে পারেননি তিনি ৷ বোলিং অ্য়াকশন কমিটির সামনে পরীক্ষা দিয়ে দুই ম্য়াচ আগে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে দলে ফিরেছেন তিনি ৷ তবে তাঁর বোলিংয়ে আগের সেই ধার দেখা যাচ্ছে না ৷

প্রশ্ন উঠেছিল সুনীল নারাইনকে কী বোলিং অ্য়াকশন কমিটির তরফে হাফহাতা জার্সি পরে খেলতে বলা হয়েছে কি না ৷ সেই প্রশ্নের উত্তরে BCCI জানিয়েছে, তাদের কাছে এমন কোনও রিপোর্ট জমা পড়েনি ৷ তবে তাঁর বোলিং অ্য়াকশন নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছে ৷ তবে সুনীল নারাইনকে ম্য়াচে সেই ভাবেই বল করতে হবে যা তিনি বোলিং অ্য়াকশন কমিটির কাছে টেস্টের সময় করেছিলেন ৷ BCCI-এর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দু’টি ম্যাচে খেলেছেন নারাইন ৷ তবে সেই দু’টি ম্য়াচে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি ৷ যা নিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর নারাইনের ওয়েস্ট ইন্ডিজ় দলের একসময়ের সতীর্থ ক্রিস গেল বলেন, নারাইনের বলে কোনও স্পিন তিনি দেখেননি ৷ ফলে মিস্ট্রি স্পিনারকে খেলতে তাঁর কোনও সমস্য়াই হয়নি ৷ তবে, এরপরও নারাইনের বোলিং অ্য়াকশনে নজর রাখা প্রয়োজন আছে কি না এ নিয়ে সংবাদসংস্থার তরফে BCCI-এর কাছে জানতে চাওয়া হয় ৷ এ নিয়ে BCCI জানায়, তারা ম্য়াচের ফুটেজ হক আইয়ের মাধ্য়মে রেকর্ড করে নিতে পারে ৷ এতে বলের স্পিন ভিশন দেখা যায় ৷ এতে যেকোনও সময় কোনও বোলারের বোলিং অ্য়াকশন চেক করা যায় ৷ ফলে আলাদভাবে নজরদারির প্রয়োজন নেই ৷

তবে এই প্রথম নয় এর আগে একাধিকবার সুনীল নারাইনের বোলিং অ্য়াকশন নিয়ে বিশ্বের একাধিক লিগে আম্পায়াররা প্রশ্ন তুলেছেন ৷ IPL-এর মঞ্চেই অনেকবার তাঁর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ পরে বোলিং অ্য়াকশনের পরীক্ষা দিয়ে ফিরেও এসেছেন তিনি ৷ তবে বারবার একই ঘটনা ঘটনায় এবার কিছুটা কড়াকড়িভাবেই বিষয়টিকে দেখছে ভারতীয় বোর্ড ৷ এ নিয়ে নাইট শিবির থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, নারাইন দলের বোলিং কোচ এবং টেকনিক্য়াল টিমের সঙ্গে এই নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন ৷ ফলে এমনটা বারবার হওয়া কখনই সম্ভব নয় ৷

দুবাই, 27 অক্টোবর : কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনকে তাঁর বোলিংয়ে সততা বজায় রাখতে হবে বলে জানিয়ে দিল BCCI ৷ সম্প্রতি IPL-এ সন্দেহজনক বোলিং অ্য়াকশনের জন্য় চারটি ম্য়াচে খেলতে পারেননি তিনি ৷ বোলিং অ্য়াকশন কমিটির সামনে পরীক্ষা দিয়ে দুই ম্য়াচ আগে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে দলে ফিরেছেন তিনি ৷ তবে তাঁর বোলিংয়ে আগের সেই ধার দেখা যাচ্ছে না ৷

প্রশ্ন উঠেছিল সুনীল নারাইনকে কী বোলিং অ্য়াকশন কমিটির তরফে হাফহাতা জার্সি পরে খেলতে বলা হয়েছে কি না ৷ সেই প্রশ্নের উত্তরে BCCI জানিয়েছে, তাদের কাছে এমন কোনও রিপোর্ট জমা পড়েনি ৷ তবে তাঁর বোলিং অ্য়াকশন নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছে ৷ তবে সুনীল নারাইনকে ম্য়াচে সেই ভাবেই বল করতে হবে যা তিনি বোলিং অ্য়াকশন কমিটির কাছে টেস্টের সময় করেছিলেন ৷ BCCI-এর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর দু’টি ম্যাচে খেলেছেন নারাইন ৷ তবে সেই দু’টি ম্য়াচে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি ৷ যা নিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর নারাইনের ওয়েস্ট ইন্ডিজ় দলের একসময়ের সতীর্থ ক্রিস গেল বলেন, নারাইনের বলে কোনও স্পিন তিনি দেখেননি ৷ ফলে মিস্ট্রি স্পিনারকে খেলতে তাঁর কোনও সমস্য়াই হয়নি ৷ তবে, এরপরও নারাইনের বোলিং অ্য়াকশনে নজর রাখা প্রয়োজন আছে কি না এ নিয়ে সংবাদসংস্থার তরফে BCCI-এর কাছে জানতে চাওয়া হয় ৷ এ নিয়ে BCCI জানায়, তারা ম্য়াচের ফুটেজ হক আইয়ের মাধ্য়মে রেকর্ড করে নিতে পারে ৷ এতে বলের স্পিন ভিশন দেখা যায় ৷ এতে যেকোনও সময় কোনও বোলারের বোলিং অ্য়াকশন চেক করা যায় ৷ ফলে আলাদভাবে নজরদারির প্রয়োজন নেই ৷

তবে এই প্রথম নয় এর আগে একাধিকবার সুনীল নারাইনের বোলিং অ্য়াকশন নিয়ে বিশ্বের একাধিক লিগে আম্পায়াররা প্রশ্ন তুলেছেন ৷ IPL-এর মঞ্চেই অনেকবার তাঁর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ পরে বোলিং অ্য়াকশনের পরীক্ষা দিয়ে ফিরেও এসেছেন তিনি ৷ তবে বারবার একই ঘটনা ঘটনায় এবার কিছুটা কড়াকড়িভাবেই বিষয়টিকে দেখছে ভারতীয় বোর্ড ৷ এ নিয়ে নাইট শিবির থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, নারাইন দলের বোলিং কোচ এবং টেকনিক্য়াল টিমের সঙ্গে এই নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন ৷ ফলে এমনটা বারবার হওয়া কখনই সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.