ETV Bharat / sports

কাজে এল না ওয়ার্নারের লড়াই, হায়দরাবাদকে হারাল মুম্বই - David Warner

হায়দরাবাদকে আটকাতে রোহিত আজ তাঁর ছয় বোলিং অস্ত্র ব্যবহার করেন । তাঁদের মধ্যে ট্রেন্ট বোল্ট, প্যাটিংসন ও পোলার্ড, তিনজনের ইকোনমি রেট ছিল আটের নিচে ।

IPL 2020
রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা
author img

By

Published : Oct 4, 2020, 8:32 PM IST

শারজা, 4 অক্টোবর : ডেভিড ওয়ার্নারের 44 বলে 60 রান কাজে লাগল না সানরাইজ়ার্সের । হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে 34 রানে জয় ছিনিয়ে নিল মুম্বই ব্রিগেড ।

টসে জিতে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা । রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ডি কক । প্রথম ওভারেই একটি ছয় হাঁকিয়ে ডাগ আউটে ফিরে যান রোহিত । সন্দীপ শর্মার বলে উইকেটের পিছনে বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন । এরপর ব্যাটিংয়ের দায়িত্ব সামলান ডি কক । 39 বলে 67 রান করেন তিনি । চারটি ছয় ও চারটি চার মারেন । স্ট্রাইক রেট 171.79 ।

আগের ম্যাচের ট্র্যাজিক হিরো ঈশান কিশানও 23 বলে 31 রান তোলেন । এরপর শেষের দিকে পোলার্ড ও ক্রুনালের ঝোড়ো ইনিংস । 13 বলে 25 রান তোলেন পোলার্ড । ক্রুনালের খাতায় 4 বলে 20 রান । 2টি চার, 2 টি ছয় । স্ট্রাইক রেট 500 । শেষের দিকে পোলার্ড-ক্রুনালের ঝোড়ো ইনিংসের দাপটে 200-র গণ্ডি পার করে মুম্বই ইন্ডিয়ানস । 20 ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে 208 রান তোলে রোহিতের দল । সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল দুটি করে উইকেট পান । রশিদ খানের ঝুলিতে যায় একটি উইকেট ।

এরপর হায়দরাবাদের হয়ে ব্যাটিং ওপেন করেন ওয়ার্নার ও বেয়ারস্টো । 44 বলে 60 রান তোলেন ওয়ার্নার । 16 ওভার চলাকালীন জেমস প্যাটিংসনের বলে ঈশান কিশানের হাতে ক্যাচ তুলে দেন । তখন সানরাইজ়ার্সের স্কোরবোর্ডে 5 উইকেট হারিয়ে 142 রান । সানরাইজ়ার্সের ব্যাটিংয়ে অন্যতম ভরসা কেন উইলিয়ামসন । তবে 5 বলে 3 রান করে ডাগ আউটে ফিরে যান তিনি । ওয়ার্নার আউট হওয়ার পর হায়দরাবাদের ম্যাচে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায় । 20 ওভার শেষে 7 উইকেটে 174 রানেই গুটিয়ে যায় সানরাইজ়ার্সের ইনিংস । ট্রেন্ট বোল্ট, প্যাটিংসন ও বুমরা । তিনজনেই দু'টি করে উইকেট পান । হায়দরাবাদকে 200-র গণ্ডি পার করা থেকে আটকাতে রোহিত আজ তাঁর ছয় বোলিং অস্ত্র ব্যবহার করেন । তাঁদের মধ্যে ট্রেন্ট বোল্ট, প্যাটিংসন ও পোলার্ড, তিনজনের ইকোনমি রেট ছিল আটের নিচে ।

শারজা, 4 অক্টোবর : ডেভিড ওয়ার্নারের 44 বলে 60 রান কাজে লাগল না সানরাইজ়ার্সের । হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে 34 রানে জয় ছিনিয়ে নিল মুম্বই ব্রিগেড ।

টসে জিতে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা । রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ডি কক । প্রথম ওভারেই একটি ছয় হাঁকিয়ে ডাগ আউটে ফিরে যান রোহিত । সন্দীপ শর্মার বলে উইকেটের পিছনে বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন । এরপর ব্যাটিংয়ের দায়িত্ব সামলান ডি কক । 39 বলে 67 রান করেন তিনি । চারটি ছয় ও চারটি চার মারেন । স্ট্রাইক রেট 171.79 ।

আগের ম্যাচের ট্র্যাজিক হিরো ঈশান কিশানও 23 বলে 31 রান তোলেন । এরপর শেষের দিকে পোলার্ড ও ক্রুনালের ঝোড়ো ইনিংস । 13 বলে 25 রান তোলেন পোলার্ড । ক্রুনালের খাতায় 4 বলে 20 রান । 2টি চার, 2 টি ছয় । স্ট্রাইক রেট 500 । শেষের দিকে পোলার্ড-ক্রুনালের ঝোড়ো ইনিংসের দাপটে 200-র গণ্ডি পার করে মুম্বই ইন্ডিয়ানস । 20 ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে 208 রান তোলে রোহিতের দল । সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল দুটি করে উইকেট পান । রশিদ খানের ঝুলিতে যায় একটি উইকেট ।

এরপর হায়দরাবাদের হয়ে ব্যাটিং ওপেন করেন ওয়ার্নার ও বেয়ারস্টো । 44 বলে 60 রান তোলেন ওয়ার্নার । 16 ওভার চলাকালীন জেমস প্যাটিংসনের বলে ঈশান কিশানের হাতে ক্যাচ তুলে দেন । তখন সানরাইজ়ার্সের স্কোরবোর্ডে 5 উইকেট হারিয়ে 142 রান । সানরাইজ়ার্সের ব্যাটিংয়ে অন্যতম ভরসা কেন উইলিয়ামসন । তবে 5 বলে 3 রান করে ডাগ আউটে ফিরে যান তিনি । ওয়ার্নার আউট হওয়ার পর হায়দরাবাদের ম্যাচে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায় । 20 ওভার শেষে 7 উইকেটে 174 রানেই গুটিয়ে যায় সানরাইজ়ার্সের ইনিংস । ট্রেন্ট বোল্ট, প্যাটিংসন ও বুমরা । তিনজনেই দু'টি করে উইকেট পান । হায়দরাবাদকে 200-র গণ্ডি পার করা থেকে আটকাতে রোহিত আজ তাঁর ছয় বোলিং অস্ত্র ব্যবহার করেন । তাঁদের মধ্যে ট্রেন্ট বোল্ট, প্যাটিংসন ও পোলার্ড, তিনজনের ইকোনমি রেট ছিল আটের নিচে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.