ETV Bharat / sports

IPL 2020-তে মুম্বই ইন্ডিয়ান্স সেরা দল ছিল : ডেভিলিয়ার্স - রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালোর

মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা জানিয়ে এবি ডেভিলিয়ার্স লেখেন , খুব ভালো মুম্বই ইন্ডিয়ান্স পালটন ! এটাই যে এবছরের সেরা দল ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই ৷ তবে, এবছর মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো 5 টি দলের মধ্য়ে ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ লিগ পর্যায়ে সুপার ওভারে যাওয়া ম্য়াচে মুম্বইকে হারিয়েছিল বিরাট কোহলির RCB ৷

mumbai-indians-was-the-best-team-in-ipl-2020
IPL 2020-তে মুম্বই ইন্ডিয়ান্স সেরা দল ছিল : এবি ডি’ভিলিয়ার্স
author img

By

Published : Nov 12, 2020, 5:54 PM IST

দুবাই, 12 নভেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সের প্রশংসায় রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিংবদন্তি ব্য়াটসম্য়ান এবি ডেভিলিয়ার্স ৷ মুম্বইয়ের পঞ্চমবার IPL ট্রফি জেতার রেকর্ড নিয়ে এই মন্তব্য় করেন প্রাক্তন প্রোটিয়া ব্য়াটসম্য়ান ৷ মঙ্গলবার দুবাইতে দিল্লি ক্য়াপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে IPL ট্রফি নিজেদের দখলে রাখে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তারপরই মুম্বই পালটনদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ৷

মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা জানিয়ে এবি ডেভিলিয়ার্স লেখেন , খুব ভালো মুম্বই ইন্ডিয়ান্স পালটন ! এটাই যে এবছরের সেরা দল ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই ৷ তবে, এবছর মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো 5 টি দলের মধ্য়ে ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ লিগ পর্যায়ে সুপার ওভারে যাওয়া ম্য়াচে মুম্বইকে হারিয়েছিল বিরাট কোহলির ব্যাঙ্গালোর ৷ সেই ম্য়াচে বিস্ফোরক ব্য়াটিংয়ে 24 বলে 55 রান করেছিলেন এবি ডেভিলিয়ার্স ৷ এবছর IPL মোট 454 রান করেছেন তিনি ৷ যা IPL-এ ব্যাঙ্গালোরের হয়ে এবছর তৃতীয় সর্বাধিক রান ৷ এর আগে অধিনায়ক বিরাট কোহলি করেছেন 466 রান এবং সবচেয়ে বেশি রান করে এক নম্বরে রয়েছেন তরুণ কর্নাটকি বাঁ হাতি ব্য়াটসম্য়ান দেবদত্ত পডিক্কল ৷ তাঁর প্রথম IPL সিজ়নে সংগ্রহ 473 রান ৷

লিগ স্তরে সবার উপরে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স এবছর IPL ট্রফি জিতেছে ৷ IPL ইতিহাসে লিগে টপে শেষ করে এমনটা হল এনিয়ে চতুর্থবার হয়েছে ৷ যার মধ্য়ে মুম্বই ইন্ডিয়ান্স নিজে 2017 এবং 2019 সালে এই কাজ করে দেখিয়েছে ৷ আর 2008 সালে IPL-র প্রথম সিজ়নে রাজস্থান রয়্য়ালস এই কৃতিত্ব অর্জন করেছিল ৷

দুবাই, 12 নভেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সের প্রশংসায় রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিংবদন্তি ব্য়াটসম্য়ান এবি ডেভিলিয়ার্স ৷ মুম্বইয়ের পঞ্চমবার IPL ট্রফি জেতার রেকর্ড নিয়ে এই মন্তব্য় করেন প্রাক্তন প্রোটিয়া ব্য়াটসম্য়ান ৷ মঙ্গলবার দুবাইতে দিল্লি ক্য়াপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে IPL ট্রফি নিজেদের দখলে রাখে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তারপরই মুম্বই পালটনদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ৷

মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা জানিয়ে এবি ডেভিলিয়ার্স লেখেন , খুব ভালো মুম্বই ইন্ডিয়ান্স পালটন ! এটাই যে এবছরের সেরা দল ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই ৷ তবে, এবছর মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো 5 টি দলের মধ্য়ে ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ লিগ পর্যায়ে সুপার ওভারে যাওয়া ম্য়াচে মুম্বইকে হারিয়েছিল বিরাট কোহলির ব্যাঙ্গালোর ৷ সেই ম্য়াচে বিস্ফোরক ব্য়াটিংয়ে 24 বলে 55 রান করেছিলেন এবি ডেভিলিয়ার্স ৷ এবছর IPL মোট 454 রান করেছেন তিনি ৷ যা IPL-এ ব্যাঙ্গালোরের হয়ে এবছর তৃতীয় সর্বাধিক রান ৷ এর আগে অধিনায়ক বিরাট কোহলি করেছেন 466 রান এবং সবচেয়ে বেশি রান করে এক নম্বরে রয়েছেন তরুণ কর্নাটকি বাঁ হাতি ব্য়াটসম্য়ান দেবদত্ত পডিক্কল ৷ তাঁর প্রথম IPL সিজ়নে সংগ্রহ 473 রান ৷

লিগ স্তরে সবার উপরে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স এবছর IPL ট্রফি জিতেছে ৷ IPL ইতিহাসে লিগে টপে শেষ করে এমনটা হল এনিয়ে চতুর্থবার হয়েছে ৷ যার মধ্য়ে মুম্বই ইন্ডিয়ান্স নিজে 2017 এবং 2019 সালে এই কাজ করে দেখিয়েছে ৷ আর 2008 সালে IPL-র প্রথম সিজ়নে রাজস্থান রয়্য়ালস এই কৃতিত্ব অর্জন করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.