ETV Bharat / sports

দুরন্ত বোলিং, রাজস্থান রয়্যালসের বিজয়রথ থামাল KKR

author img

By

Published : Oct 1, 2020, 6:26 AM IST

ম্যাচের শুরুতেই স্মিথকে সাজ ঘরে ফেরান প্যাট ক্য়ামিন্স ৷ এরপর শিভম মাভি ও কলমেশ নাগরকোটির দুরন্ত বোলিং ৷ রাজস্থানকে হারাল KKR ।

KKR vs RR
KKR vs RR

দুবাই, 30 সেপ্টেম্বর :রাজস্থানের বিজয়রথ থামিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স ৷ কলকাতার বোলারদের দাপটে মাত্র 137 রান থেমে গেল স্মিথ বাহিনীর দাপট ৷ আগের দুটি ম্যাচেই 200 রানের গণ্ডি পার করা রাজস্থান রয়্য়ালস 150 রানেই আগে থেমে গেল ৷ রাজস্থানের গত ম্যাচের নায়ক স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াটিয়া মিলিতভাবে করলেন 25 রান ৷ আর রাজস্থান রয়্যালসকে 37 রানে হারিয়ে টেবিলে দু'নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷

শুরুতেই স্মিথকে সাজঘরে ফেরান প্যাট ক্য়ামিন্স ৷ তারপরই ম্যাজিক দেখান কলকাতার তরুণ পেসাররe ৷ শিভম মাভি ও কলমেশ নাগরকোটি দুরন্ত বোলিং করেন ৷ মাভি 4 ওভারে 20 রান দিয়ে তুলে নেন 2 উইকেট ৷ আর নাগরকোটি মাত্র 2 ওভার বোলিং করে নেন 2টি উইকেট ৷ তা ছাড়া দুরন্ত ফিল্ডিংও করেন তিনি ৷ বরুণ চক্রবর্তী নেন 2টি উইকেট ৷ কুলদীপ, সুনীল নারাইন ও প্যাট ক্যামিন্স নেন একটি করে উইকেট ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ৷ টুর্নামেন্টে এই প্রথম ব্যাট করতে নেমে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম দিকে কলকাতার ইনিংসকে টানেন শুভমন গিল ৷ কিন্তু ব্যক্তিগত 47 রানে আর্চারের বলে থামতে হয় তাঁকে ৷ শেষ পর্যন্ত দল থামে 174 রানে ৷

এদিনও কলকাতার ইনিংসের শুরু করেন শুভমন গিল ও সুনীল নারাইন ৷ কিন্তু অনান্য দিনের মতোই নড়বড়ে দেখিয়েছে সুনীল নারাইনকে ৷ একবার তাঁর সহজ ক্যাচ মিস করেন রবীন উথাপ্পা ৷ তার পর একটি ছক্কা হাঁকালেও 15 রানে ফেলেন তিনি ৷ ভালো শুরু করেন নীতিশ রানাও ৷ কিন্তু ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷

ঝড় না উঠলেও ক্যামিও ইনিংস খেলেন আন্দ্রে রাসেল ৷ 14 বলে করেন 24 রান ৷ মারেন 3টি বিশাল ছক্কা ৷ ইঙ্গিত দিলেন মরুদেশে উঠতে পারে রাসেল ঝড় ৷ তবে এদিনও ভালো খেলেন ইয়ন মরগ্যান ৷ 23 বলে করলেন অপরাজিত 34 রান ৷ রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ করেন মাত্র 1 রান ৷

রাজস্থান বোলারদের মধ্যে ভালো বোলিং করলেন জোফ্রে আর্চার ৷ 4 ওভার বোলিং করে তুলে নেন 2টি উইকেট ৷ তার মধ্যে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলের উইকেটও রয়েছে ৷ এছাড়া রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকাট, অঙ্কিত রাজপুত ও টম কুরান নেন একটি করে উইকেট ।

দুবাই, 30 সেপ্টেম্বর :রাজস্থানের বিজয়রথ থামিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স ৷ কলকাতার বোলারদের দাপটে মাত্র 137 রান থেমে গেল স্মিথ বাহিনীর দাপট ৷ আগের দুটি ম্যাচেই 200 রানের গণ্ডি পার করা রাজস্থান রয়্য়ালস 150 রানেই আগে থেমে গেল ৷ রাজস্থানের গত ম্যাচের নায়ক স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াটিয়া মিলিতভাবে করলেন 25 রান ৷ আর রাজস্থান রয়্যালসকে 37 রানে হারিয়ে টেবিলে দু'নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷

শুরুতেই স্মিথকে সাজঘরে ফেরান প্যাট ক্য়ামিন্স ৷ তারপরই ম্যাজিক দেখান কলকাতার তরুণ পেসাররe ৷ শিভম মাভি ও কলমেশ নাগরকোটি দুরন্ত বোলিং করেন ৷ মাভি 4 ওভারে 20 রান দিয়ে তুলে নেন 2 উইকেট ৷ আর নাগরকোটি মাত্র 2 ওভার বোলিং করে নেন 2টি উইকেট ৷ তা ছাড়া দুরন্ত ফিল্ডিংও করেন তিনি ৷ বরুণ চক্রবর্তী নেন 2টি উইকেট ৷ কুলদীপ, সুনীল নারাইন ও প্যাট ক্যামিন্স নেন একটি করে উইকেট ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ৷ টুর্নামেন্টে এই প্রথম ব্যাট করতে নেমে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম দিকে কলকাতার ইনিংসকে টানেন শুভমন গিল ৷ কিন্তু ব্যক্তিগত 47 রানে আর্চারের বলে থামতে হয় তাঁকে ৷ শেষ পর্যন্ত দল থামে 174 রানে ৷

এদিনও কলকাতার ইনিংসের শুরু করেন শুভমন গিল ও সুনীল নারাইন ৷ কিন্তু অনান্য দিনের মতোই নড়বড়ে দেখিয়েছে সুনীল নারাইনকে ৷ একবার তাঁর সহজ ক্যাচ মিস করেন রবীন উথাপ্পা ৷ তার পর একটি ছক্কা হাঁকালেও 15 রানে ফেলেন তিনি ৷ ভালো শুরু করেন নীতিশ রানাও ৷ কিন্তু ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷

ঝড় না উঠলেও ক্যামিও ইনিংস খেলেন আন্দ্রে রাসেল ৷ 14 বলে করেন 24 রান ৷ মারেন 3টি বিশাল ছক্কা ৷ ইঙ্গিত দিলেন মরুদেশে উঠতে পারে রাসেল ঝড় ৷ তবে এদিনও ভালো খেলেন ইয়ন মরগ্যান ৷ 23 বলে করলেন অপরাজিত 34 রান ৷ রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ করেন মাত্র 1 রান ৷

রাজস্থান বোলারদের মধ্যে ভালো বোলিং করলেন জোফ্রে আর্চার ৷ 4 ওভার বোলিং করে তুলে নেন 2টি উইকেট ৷ তার মধ্যে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলের উইকেটও রয়েছে ৷ এছাড়া রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকাট, অঙ্কিত রাজপুত ও টম কুরান নেন একটি করে উইকেট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.