ETV Bharat / sports

গেইল ঝড় নাকি ক্যাপ্টেন কুলের মগজাস্ত্র , আবু ধাবি থ্রিলারে জিতবে কে ?

টানা পাঁচটি ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে পাঁচটি ম্যাচ জিতেছিল রাহুল-গেইলরা । তবে রাজস্থান ম্যাচে বোলারদের ব্যর্থতায় ভরাডুবি হয় পঞ্জাবের । অশ্বিন বাদে প্রত্যেক বোলার 20-র বেশি রান হজম করেছে । চেন্নাই ম্যাচে বোলারদের ফের জ্বলে উঠতে হবে । লিগ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবের তুরুপের তাস হতে পারেন ক্রিস গেইল । দলে ফিরতে পারেন ময়ঙ্ক ।

IPLpreview
IPLpreview
author img

By

Published : Nov 1, 2020, 1:48 PM IST

আবু ধাবি , 1 নভেম্বর : আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 53 তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পঞ্জাব । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত উইকেটে হেরে কিংস ইলেভেন পঞ্জাবের জয়রথ থেমেছে। প্রথম সাতটি ম্যাচে মাত্র একটিতে জিতেছিল পঞ্জাব । একটা সময় যখন পঞ্জাবের বিদায় নিশ্চিত মনে হচ্ছিল ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ায়। টানা পাঁচটি ম্যাচ জিতে প্লেঅফের লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে রাহুল অ্যান্ড কোং। তবে এখনও প্লে অফ নিশ্চিত হয়নি । শেষ চার পাকা করতে হলে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে ।

টানা পাঁচটি ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে পাঁচটি ম্যাচ জিতেছিল রাহুল-গেইলরা । তবে রাজস্থান ম্যাচে বোলারদের ব্যর্থতায় ভরাডুবি হয় পঞ্জাবের । অশ্বিন বাদে প্রত্যেক বোলার 20-র বেশি রান হজম করেছে । চেন্নাই ম্যাচে বোলারদের ফের জ্বলে উঠতে হবে । লিগ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবের তুরুপের তাস হতে পারেন ক্রিস গেইল । দলে ফিরতে পারেন ময়ঙ্ক ।

এদিকে পজিটিভ নোটে চলতি IPL অভিযান শেষ করতে চাইছে চেন্নাই । শেষ দুটো ম্যাচে চেন্নাইয়ের পারফরমেন্সে ফিরে এসেছে চেনা মেজাজ । এবারের IPL এ চেন্নাইয়ের খোলায়াড়দের গড় বয়েস সবচেয়ে বেশি । IPL এর শুরু থেকেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ধোনিরা । ফলে হারাতে হয় শেষ চারে পৌঁছানোর সুযোগ । তবে দলের তরুণ ব্রিগেড স্বস্তির হাওয়া নিয়ে এসেছে । ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড় নিজেকে প্রমাণ করেছেন । শেষ ম্যাচে তাঁর ব্যাট ঝলসে উঠলে পঞ্জাবের সামনে বিপদ অপেক্ষা করছে ।

চেন্নাই শিবিরকে নির্ভরতা দিচ্ছে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরমেন্স । টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিসের অনবদ্য পারফরমেন্সে পঞ্জাবকে দশ উইকেটে হারিয়েছিল চেন্নাই । এবারের অভিযানের শেষ ম্যাচে সেরকম ফলের অপেক্ষা করছে ধোনি অ্যান্ড কোং । সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য যে জমজমাট থ্রিলার অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না ।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

শেন ওয়াটসন , রুতুরাজ গায়কোয়াড় , অম্বাতি রায়ডু , মহেন্দ্র সিং ধোনি , স্যাম কুরান , রবীন্দ্র জাদেজা , নারায়ণ জগদীশন , মিচেল স্যান্টনার , করণ শর্মা , দীপক চাহার , লুঙ্গি এনডিগি ।

কিংস ইলেভেন পঞ্জাব

লোকেশ রাহুল , ময়ঙ্ক আগারওয়াল , ক্রিস গেইল , নিকোলাস পুরান , গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা , ক্রিস জর্ডন , মুরুগান অশ্বিন , রবি বিষ্ণোই , মহম্মদ শামি , অর্শদীপ সিং ।

আবু ধাবি , 1 নভেম্বর : আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 53 তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পঞ্জাব । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত উইকেটে হেরে কিংস ইলেভেন পঞ্জাবের জয়রথ থেমেছে। প্রথম সাতটি ম্যাচে মাত্র একটিতে জিতেছিল পঞ্জাব । একটা সময় যখন পঞ্জাবের বিদায় নিশ্চিত মনে হচ্ছিল ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ায়। টানা পাঁচটি ম্যাচ জিতে প্লেঅফের লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে রাহুল অ্যান্ড কোং। তবে এখনও প্লে অফ নিশ্চিত হয়নি । শেষ চার পাকা করতে হলে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের দিকে ।

টানা পাঁচটি ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে পাঁচটি ম্যাচ জিতেছিল রাহুল-গেইলরা । তবে রাজস্থান ম্যাচে বোলারদের ব্যর্থতায় ভরাডুবি হয় পঞ্জাবের । অশ্বিন বাদে প্রত্যেক বোলার 20-র বেশি রান হজম করেছে । চেন্নাই ম্যাচে বোলারদের ফের জ্বলে উঠতে হবে । লিগ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবের তুরুপের তাস হতে পারেন ক্রিস গেইল । দলে ফিরতে পারেন ময়ঙ্ক ।

এদিকে পজিটিভ নোটে চলতি IPL অভিযান শেষ করতে চাইছে চেন্নাই । শেষ দুটো ম্যাচে চেন্নাইয়ের পারফরমেন্সে ফিরে এসেছে চেনা মেজাজ । এবারের IPL এ চেন্নাইয়ের খোলায়াড়দের গড় বয়েস সবচেয়ে বেশি । IPL এর শুরু থেকেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ধোনিরা । ফলে হারাতে হয় শেষ চারে পৌঁছানোর সুযোগ । তবে দলের তরুণ ব্রিগেড স্বস্তির হাওয়া নিয়ে এসেছে । ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড় নিজেকে প্রমাণ করেছেন । শেষ ম্যাচে তাঁর ব্যাট ঝলসে উঠলে পঞ্জাবের সামনে বিপদ অপেক্ষা করছে ।

চেন্নাই শিবিরকে নির্ভরতা দিচ্ছে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরমেন্স । টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিসের অনবদ্য পারফরমেন্সে পঞ্জাবকে দশ উইকেটে হারিয়েছিল চেন্নাই । এবারের অভিযানের শেষ ম্যাচে সেরকম ফলের অপেক্ষা করছে ধোনি অ্যান্ড কোং । সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য যে জমজমাট থ্রিলার অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না ।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

শেন ওয়াটসন , রুতুরাজ গায়কোয়াড় , অম্বাতি রায়ডু , মহেন্দ্র সিং ধোনি , স্যাম কুরান , রবীন্দ্র জাদেজা , নারায়ণ জগদীশন , মিচেল স্যান্টনার , করণ শর্মা , দীপক চাহার , লুঙ্গি এনডিগি ।

কিংস ইলেভেন পঞ্জাব

লোকেশ রাহুল , ময়ঙ্ক আগারওয়াল , ক্রিস গেইল , নিকোলাস পুরান , গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা , ক্রিস জর্ডন , মুরুগান অশ্বিন , রবি বিষ্ণোই , মহম্মদ শামি , অর্শদীপ সিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.