দুবাই, 8 নভেম্বর : প্রতিপক্ষ "বিপজ্জনক" ৷ মন্তব্য দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মার্কাস স্টইনিসের ৷ পাশাপাশি তাঁর সংযোজন, ফাইনালে যাওয়ার জন্য প্রতিপক্ষকে হারানোর মতো ক্ষমতা তাঁদের আছে ৷ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ কোয়ালিফায়ার পর্বের দ্বিতীয় ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ৷ আজ ছিটকে গেলে এবারের মত IPL জার্নি শেষ হবে পরাজিত দলের ৷
পরপর দ্বিতীয়বার দিল্লি ক্যাপিটালস এমন একটি দলের মুখোমুখি, যাদের টুর্নামেন্টে একবারও হারাতে পারেনি শ্রেয়স আইয়ারের দল ৷ তাই মঙ্গলবার ফাইনালে মুম্বই ইন্ডিায়ন্সের মুখোমুখি হতে গেলে হিসেবটা পালটাতে হবে শ্রেয়স, ঋষভদের ৷ তবে কথাটা মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানোটা কিন্তু ততটাই কঠিন ৷ চলতি টুর্নামেন্টে দু’বারের সাক্ষাতে প্ল্যানিং ও কার্যকারিতায় দিল্লিকে মাত দিয়েছে হায়দরাবাদ ৷ এর আগে কোয়ালিফায়ার পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে 57 রানে পরাজিত হয়েছিল দিল্লি ৷
একটি প্রেস বিবৃতিতে মার্কাস স্টইনিস বলেন, "এই মরসুমে তারা (সানরাইজ়ার্স হায়দরাবাদ) ভালো ফর্মে রয়েছে ৷ সত্যিই ভালোভাবে খেলে প্লে অফে প্রবেশ করেছে ৷ গতরাতেও তারা জিতেছে ৷ খুব শক্তিশালী দল ৷ ব্যাটসম্যান ছাড়াও বোলারাও কিছু ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করেছে ৷ তাই এই ম্যাচটা বেশ ভালো হতে চলেছে ৷" তিনি আরও বলেন, " আমি মনে করি রশিদ খান সত্যিই খুব ভালো বোলার ৷ পাশাপাশি ওদের (সানরাইজ়ার্স হায়দরাবাদ) টপ অর্ডারে রয়েছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ৷ তাই আমি যেমনটা বলেছিলাম, সানরাইজ়ার্স হায়দরাবাদ বিপজ্জনক দল হতে পারে, তবে আমি মনে করি আমরা যদি কিছু ভালো ক্রিকেট খেলি, জয়ের পক্ষে সেটা যথেষ্ট ৷ "
এই মরসুমে মার্কাস স্টইনিসের ঝুলিতে রয়েছে 314 রান ৷ সঙ্গে 9 উইকেট ৷ যদিও তিনি নিজে মনে করেন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বড় দলের জয় ৷ বলেন, "রান করা ভালো ৷ কিন্তু দলের জন্য সেটা তখনই ভালো যখন দল জিতবে ৷ আশা করি দলের হয়ে যতটা করতে পারি সবটাই করব ৷ আশা করব দিনের শেষে জিতব ৷ " পাশাপাশি স্বীকার করেন UAE-এর ওয়েদার কনডিশন অনেকটাই আলাদা ৷ তবে তাঁর বিশ্বাস, তাঁরা সবরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন ৷