ETV Bharat / sports

পঞ্জাবকে 126 রানে আটকে রাখল হায়দরাবাদ - আইপিএল 2020 খবর

টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে ডাকেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মনদীপ সিং ভালো শুরু করেন ৷ কিন্তু সন্দীপ শর্মার বলে 17 রান করে আউট হন মনদীপ ৷

KXIP vs SRH
KXIP vs SRH
author img

By

Published : Oct 24, 2020, 9:54 PM IST

দুবাই, 24 অক্টোবর : সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ কিংস ইলেভেন পঞ্জাব ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে করে 126 রান করে KXIP ৷

টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে ডাকেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মনদীপ সিং ভালো শুরু করেন ৷ কিন্তু সন্দীপ শর্মার বলে 17 রান করে আউট হন মনদীপ ৷ এরপর ইনিংস গড়ার কাজ করতে থাকেন ক্রিস গেইল ও লোকেশ রাহুল ৷ কিন্তু রশিদ খানের গুগলিতে 20 বলে 20 রানে ফেরেন ক্যারিবিয়ান দৈত্য ৷

পরের ওভারেই ফেরেন সেট হয়ে যাওয়া লোকেশ রাহুল ৷ 27 বলে তাঁর সংগ্রহ 27 রান ৷ এর পর শুধুই আসা যাওয়ার খেলা চলতে থাকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৷ নিকোলাস পুরাণ একদিক ধরে থাকলেও অন্য প্রান্ত থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে পঞ্জাব ৷ আজ ফের ব্যর্থ হন ম্যাক্সওয়েল ৷ 13 বলে 12 রান করে সন্দীপ শর্মার বলে ফেরেন অজ়ি অলরাউন্ডার ৷

তার পর একে একে ফিরে যান দীপক হুড্ডা, ক্রিস জর্ডন ও মুরগ্যান অশ্বিন ৷ তবে অন্যদিকে একা লড়াই চলিয়ে যান নিকোলাস পুরাণ ৷ 28 বলে 32 রান করে অপরাজিত থাকেন তিনি ৷ হায়দরাবাদের হয়ে ফের দুর্দান্ত বোলিং করেন রশিদ খান ৷ 4 ওভার বোলিং করে 14 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নিলেন আফগান স্পিনার ৷ এছাড়া 2টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও জেসন হোল্ডারও ৷ জয়ের জন্য সানরাইজ়ার্স হায়দরাবাদের দরকার 127 রান৷

দুবাই, 24 অক্টোবর : সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ কিংস ইলেভেন পঞ্জাব ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে করে 126 রান করে KXIP ৷

টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে ডাকেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মনদীপ সিং ভালো শুরু করেন ৷ কিন্তু সন্দীপ শর্মার বলে 17 রান করে আউট হন মনদীপ ৷ এরপর ইনিংস গড়ার কাজ করতে থাকেন ক্রিস গেইল ও লোকেশ রাহুল ৷ কিন্তু রশিদ খানের গুগলিতে 20 বলে 20 রানে ফেরেন ক্যারিবিয়ান দৈত্য ৷

পরের ওভারেই ফেরেন সেট হয়ে যাওয়া লোকেশ রাহুল ৷ 27 বলে তাঁর সংগ্রহ 27 রান ৷ এর পর শুধুই আসা যাওয়ার খেলা চলতে থাকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৷ নিকোলাস পুরাণ একদিক ধরে থাকলেও অন্য প্রান্ত থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে পঞ্জাব ৷ আজ ফের ব্যর্থ হন ম্যাক্সওয়েল ৷ 13 বলে 12 রান করে সন্দীপ শর্মার বলে ফেরেন অজ়ি অলরাউন্ডার ৷

তার পর একে একে ফিরে যান দীপক হুড্ডা, ক্রিস জর্ডন ও মুরগ্যান অশ্বিন ৷ তবে অন্যদিকে একা লড়াই চলিয়ে যান নিকোলাস পুরাণ ৷ 28 বলে 32 রান করে অপরাজিত থাকেন তিনি ৷ হায়দরাবাদের হয়ে ফের দুর্দান্ত বোলিং করেন রশিদ খান ৷ 4 ওভার বোলিং করে 14 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নিলেন আফগান স্পিনার ৷ এছাড়া 2টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও জেসন হোল্ডারও ৷ জয়ের জন্য সানরাইজ়ার্স হায়দরাবাদের দরকার 127 রান৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.