ETV Bharat / sports

ক্যামিন্স, চক্রবর্তীদের ভালো বোলিং; SRH-কে 142 রানে আটকে রাখল KKR - IPL 2020 news

kkr vs srh
kkr vs srh
author img

By

Published : Sep 26, 2020, 7:32 PM IST

Updated : Sep 26, 2020, 10:41 PM IST

19:14 September 26

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার

আবুধাবি, 26 সেপ্টেম্বর : নাইট বোলারদের ভালো বোলিং ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদকে 142 রানে আটকে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচে দাগ কাটতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত বোলিং প্যাট ক্যামিন্স, নাগরকোটি, মাভি, বরুণ চক্রবর্তীদের ৷ জয়ের জন্য কলকাতার দরকার 143 রান ৷

আজ নাইট দলে সুযোগ পান কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী ৷ ম্যাচে দাগ কাটলেন দুজনেই ৷ 4 ওভার বল করে বরুণ চক্রবর্তী তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট ৷ নাগরকোটি উইকেট না পেলেও ভালো বোলিং করলেন ৷  

সানরাইজ়ার্সের হয়ে এদিন ব্যর্থ জনি বেয়ারস্ট্রো ৷ তবে মনীশ পাণ্ডেকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজ করতে থাকেন ওয়ার্নার ৷ তবে বড় ইনিংস গড়ার আগেই বরুণ চক্রবর্তীর বলে ফিরতে হত তাঁকে ৷ হায়দরাবাদের হয়ে ভালো ব্যাটিং মনীশ পাণ্ডের ৷ সানরাইজ়ার্স দলে এদিন সুযোগ পেলেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ সুযোগের সদব্যবহারও করলেন তিনি ৷  করলেন 31 বলে 30 রান ৷ রান আউট হয়ে ফিরতে হল তাঁকে ।  

পাওয়ার প্লেতে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচে বোলিংয়ে কিছু করতে পারেননি প্য়াট ক্যামিন্স ৷ ফলে সমালোচনার মুখে পড়েন এই অজ়ি ক্রিকেটার ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফিরলেন স্বমহিমায় ৷ পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে তুলে নিলেন এক উইকেট ৷ খরচ করলেন মাত্র 11 রান ৷ বুঝিয়ে দিলেন কেন নাইট শিবির তাঁকে 15 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছে ৷ 

19:14 September 26

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার

আবুধাবি, 26 সেপ্টেম্বর : নাইট বোলারদের ভালো বোলিং ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদকে 142 রানে আটকে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচে দাগ কাটতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত বোলিং প্যাট ক্যামিন্স, নাগরকোটি, মাভি, বরুণ চক্রবর্তীদের ৷ জয়ের জন্য কলকাতার দরকার 143 রান ৷

আজ নাইট দলে সুযোগ পান কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী ৷ ম্যাচে দাগ কাটলেন দুজনেই ৷ 4 ওভার বল করে বরুণ চক্রবর্তী তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট ৷ নাগরকোটি উইকেট না পেলেও ভালো বোলিং করলেন ৷  

সানরাইজ়ার্সের হয়ে এদিন ব্যর্থ জনি বেয়ারস্ট্রো ৷ তবে মনীশ পাণ্ডেকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজ করতে থাকেন ওয়ার্নার ৷ তবে বড় ইনিংস গড়ার আগেই বরুণ চক্রবর্তীর বলে ফিরতে হত তাঁকে ৷ হায়দরাবাদের হয়ে ভালো ব্যাটিং মনীশ পাণ্ডের ৷ সানরাইজ়ার্স দলে এদিন সুযোগ পেলেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ সুযোগের সদব্যবহারও করলেন তিনি ৷  করলেন 31 বলে 30 রান ৷ রান আউট হয়ে ফিরতে হল তাঁকে ।  

পাওয়ার প্লেতে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচে বোলিংয়ে কিছু করতে পারেননি প্য়াট ক্যামিন্স ৷ ফলে সমালোচনার মুখে পড়েন এই অজ়ি ক্রিকেটার ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফিরলেন স্বমহিমায় ৷ পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে তুলে নিলেন এক উইকেট ৷ খরচ করলেন মাত্র 11 রান ৷ বুঝিয়ে দিলেন কেন নাইট শিবির তাঁকে 15 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছে ৷ 

Last Updated : Sep 26, 2020, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.