দুবাই, 1 নভেম্বর : দুরন্ত ব্যাটিং ইয়ন মরগ্যানের ৷ অধিনায়কোচিত ইনিংস খেললেন নাইট অধিনায়ক ৷ মূলত তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত 20 ওভারের শেষে 7 উইকেটে 191 রান কলকাতা নাইট রাইডার্সের ৷
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ ফের ব্যর্থ দীনেশ কার্তিক ৷ শূন্য রানেই ফিরলেন নাইটদের আগের অধিনায়ক ৷ কার্তিক ত্যাগীর বলে ফিরলেন আন্দ্রে রাসেলও ৷ তবে আউট হওয়ার আগে রানের গতিটা অনেকটাই বাড়িয়ে দিলেন ক্যারিবায়ান তারকা ৷ 11 বলে করলেন 25 রান ৷ 18 বলে রাসেল ও ইয়ন মরগ্যান খেললেন 43 রানের পার্টনারশিপ ৷
অন্যদিকে কেন তাঁকে অধিনায়কের ব্যাটন দেওয়া হয়েছে তা ফের বুঝিয়ে দিলেন ইয়ন মরগ্যান ৷ দলের যখন তাঁকে সবথেকে বেশি প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন তিনি ৷ 35 বলে 68রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ তাঁকে সাহায্য করলেন প্যাট কামিন্সও ৷ তিনি করলেন 11 বলে 15 রান ৷
আজ ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু কলকাতাকে টেনে তোলেন শুভমন গিল ও রাহুল ত্রিপাঠীর ব্যাট ৷ 24 বলে 36 রান করে শুভমন গিল আউট হন ৷ ত্রিপাঠী ফেরেন 34 বলে 39 রান করে ৷ আজ ফের ব্যর্থ সুনীল নারাইন ৷ শূন্য রানেই ফিরলেন তিনি ৷ ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন নীতীশ রাণা ৷
রাজস্থানের হয়ে শুরুতেই নাইটদের ধাক্কা দেন জোফ্রে আর্চার ৷ একটি উইকেট নিলেন শ্রেয়স গোপাল ৷ তবে ভালো বোলিং করলেন রাহুল তেওয়াটিয়া ৷ 4 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট নিলেন তিনি ৷ কার্তিক ত্যাগী নিলেন 2টি উইকেট ৷